পপ সেনসেশন টেইলর সুইফটের নতুন অ্যালবামের ঘোষণায় উচ্ছ্বসিত অনুরাগীরা। ইতিমধ্যে অন্তর্জালে উন্মুক্ত হয়েছে তার অ্যালবাম ‘দ্য লাইফ অফ আ শোগার্ল’-এর কাভারও।
শেয়ার করে এই পপ তারকা লেখেন— ‘অ্যান্ড, বেবি, দ্যটস শো বিজনেস ফর ইউ’।
এই অ্যালবামটি ফান-পপ, উচ্ছ্বাস ও এনার্জিতে ভরপুর।
অ্যালবামের ঘোষণায় সুইফট কমলা রংকে বেছে নিয়েছেন থিম হিসেবে। তার ব্যাখ্যা, ‘এই রং আমার জীবনের এনার্জির সঙ্গে মিলে যায়। এবারে যা তৈরি করেছি, সেটাই আমার ট্যুরের আড়ালের গল্প।’
টেইলর সুইফটের আলোচিত দ্য ইরাস ট্যুরের শেষ শো-তে ভক্তরা লক্ষ করেছিলেন, মঞ্চ থেকে কমলা দরজা দিয়ে বের হচ্ছেন গায়িকা।
সেটাই ছিল নতুন অ্যালবামের ইঙ্গিত।
সুইফট মুচকি হেসে বলেছেন, ‘আমি ভক্তদের ঠিক মতোই ট্রেনিং দিয়েছি।’
ট্রাভিস কেলসি ও জেসন কেলসির জনপ্রিয় পডকাস্ট নিউ হাইটসে অতিথি হয়ে এসেছিলেন সুইফট। সেখানেই হাতে ব্রিফকেস নিয়ে হাজির হয়ে নাটকীয়ভাবে খুলে জানান, নতুন অ্যালবামের নাম— ‘দ্য লাইফ অব আ শোগার্ল’।
সেই মুহূর্তেই ভক্তদের মধ্যে হইচই পড়ে যায়।
প্রি-সেলে দেওয়া তথ্য অনুযায়ী, অ্যালবামে থাকছে ১২টি গান। তার মধ্যে সবচেয়ে আলোচিত হচ্ছে টাইটেল ট্র্যাক ‘লাইফ অফ এ শোগার্ল’ নিয়ে, যেটায় বিশেষ অতিথি হিসেবে রয়েছেন সাবরিনা কার্পেন্টার। অন্য গানগুলোর মধ্যে রয়েছে— দ্য ফেট অফ ওফেলিয়া, এলিজাবেথ টেইলর, এলডেস্ট ডটার, রুইন দ্য ফ্রেন্ডশিপ, অ্যাকচুয়ালি রোমান্টিক, উইশ লিস্ট ইত্যাদি।
নতুন অ্যালবাম প্রসঙ্গে সুইফট বলেছেন, ‘এই অ্যালবামটা নিয়ে আমি যতটা যত্ন নিয়েছি, সেটা ভাষায় বোঝানো মুশকিল।
বহুদিন ধরে এমনই একটা রেকর্ড বানাতে চেয়েছিলাম।’
তিনি আরো জানিয়েছেন, ট্যুর চলাকালীন ইউরোপে থাকার সময়েই বেশিরভাগ গান তৈরি করেছেন।
এই অ্যালবাম সুইফট তৈরি করেছেন তার বহু পুরনো মেন্টর ম্যাক্স মার্টিন ও শেলব্যাকের সঙ্গে— যাদের সঙ্গে এর আগে রেডের (Red) এর মতো সফল অ্যালবাম বানিয়েছেন। সুইফটের কথায়, এটাকে বলতে পারো বজ্রপাতকে বোতলবন্দি করেছি, লাইটনিং ইন আ বটল।
অক্টোবরের প্রথম সপ্তাহেই মুক্তি পাচ্ছে ‘দ্য লাইফ অফ আ শোগার্ল’— আর তাতেই শুরু হবে টেইলর সুইফটের নতুন এক সঙ্গীত-যাত্রা।
এফপি/ এসএন