আইপিএলের পর দ্বিতীয় সেরা লিগ হওয়ার লক্ষ্যে এসএ টোয়েন্টির

খুব বেশি আগে শুরু না হলেও এরই মধ্যে ক্রিকেট মহলে গ্রহণযোগ্যতা অর্জন করেছে এসএ টোয়েন্টি। আয়োজকরা এবার এই টুর্নামেন্টটিকে আইপিএলের পর দ্বিতীয় সেরা লিগ হিসেবে প্রতিষ্ঠিত করার লক্ষ্যের কথা জানিয়েছেন। এমনটাই নিশ্চিত করেছেন এসএ টোয়েন্টির টুর্নামেন্ট কমিশনার গ্রায়েম স্মিথ।

চলতি বছরের বক্সিং ডেতে শুরু হবে এসএ টোয়েন্টির চতুর্থ আসর। টুর্নামেন্টের ছয়টি ফ্র্যাঞ্চাইজিরই মালিকানা আইপিএলের মালিকানাধীন গ্রুপগুলোর হাতে রয়েছে। আইপিএলের পর সবচেয়ে বড় বেতনসীমা রয়েছে এই লিগে- ৪ কোটি ১০ লাখ র‍্যান্ড (২৩.১ মিলিয়ন মার্কিন ডলার)। সে হিসেবে, এটিকে বিশ্ব ক্রিকেটের দ্বিতীয় সেরা লিগ হিসেবে ধরা যেতেই পারে।

৯ সেপ্টেম্বর নির্ধারিত নিলামের আগেই স্মিথ জানালেন, তারা এই অবস্থান ধরে রাখতেই পরিকল্পনা সাজাচ্ছেন। স্মিথ আত্মবিশ্বাসী, আগামী কয়েক আসরের মধ্যেই এসএ টোয়েন্টিকে আইপিএলের পাশাপাশি দাঁড় করাতে পারবেন। তিনি বলেছেন, ‘যখন আমরা শুরু করি তখন আমাদের তুলনা করা হয়েছিল আইএল টি-টোয়েন্টি আর বিগ ব্যাশের সঙ্গে। আমরা তখন থেকেই বড় উচ্চাকাঙ্ক্ষা নিয়ে এগিয়েছি।’

নিজেদের লক্ষ্যের কথা জানিয়ে তিনি বলেন, ‘সামনের দিনগুলোতে আমরা আধিপত্য বিস্তার করতে চাই এবং আইপিএলের বাইরে সবচেয়ে বড় লিগ হতে চাই। তিন বছরেই আমরা মানদণ্ড স্থাপন করেছি। প্রতিটি সিদ্ধান্তই আমরা সেই মান বজায় রাখতে নিচ্ছি। আমার বিশ্বাস কয়েকটি আসরের মধ্যেই নির্দিষ্ট সময়ে নিজেদের আরও উঁচুতে নিয়ে যাবে, আর খেলোয়াড়, বিনিয়োগকারী ও ভক্তদের কাছেও সেগুলোই অগ্রাধিকার পাবে।’

অস্ট্রেলিয়ার বিগ ব্যাশের আয়োজক ক্রিকেট অস্ট্রেলিয়া। দলগুলোর মালিকানাও তাদের রাজ্যদলগুলোর হাতে। তারাই একমাত্র টোয়েন্টি টুর্নামেন্ট যাদের মালিকানা ফ্র্যাঞ্চাইজিদের হাতে নেই। অন্যদিকে দ্য হান্ড্রেড ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের দুনিয়ায় প্রবেশ করেছে। তাদের আটটি দলের মধ্যে ছয়টিরই মালিকানায় রয়েছে বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি। ফলে প্রতিদ্বন্দ্বিতায় বিগ ব্যাশ কিছুটা হলেও পিছিয়ে পড়েছে।

অন্যদিকে এসএ টোয়েন্টি চলাকালে অনেক অনেক সময় তারকা ক্রিকেটারদের পাওয়া যেত না। এমনকি সাউথ আফ্রিকার দ্বিতীয় সারির দল বা সিরিজ পিছিয়ে দেয়ার মতো ঘটনাও ঘটেছে অতীতে। তবে স্মিথ জানিয়েছেন তারা টেস্ট ক্রিকেট ধ্বংস করেননি। যা প্রমাণ সাউথ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপ জয়।

এ প্রসঙ্গে স্মিথ বলেন, ‘অনেকে ভেবেছিলেন আমরা টেস্ট ক্রিকেট ধ্বংস করবো। কিন্তু আমাদের দল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপ জিতেছে। আসলে সবাই মিলে আমরা ক্রিকেট ইকোসিস্টেমে ভূমিকা রাখছি। আমরা দক্ষিণ আফ্রিকার ক্রিকেটে মর্যাদা ফেরাতে পেরেছি, নতুন ভক্ত ফিরেছে, নতুন প্রাণ এসেছে। আমাদের লক্ষ্য হলো আইপিএলের পাশাপাশি শীর্ষে টিকে থাকা।’

এমকে/টিকে

Share this news on:

সর্বশেষ

img
পদত্যাগ করলেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হাসানুল বান্না Aug 19, 2025
img
অস্ট্রেলিয়ার একাধিক কূটনীতিদের ভিসা বাতিল করল ইসরায়েল Aug 19, 2025
img
এবার দক্ষিণ আমেরিকা থেকে সুখবর পেলেন অভিনেত্রী জয়া Aug 19, 2025
img
পুতিনের সাহস আছে কিনা দেখা যাবে: ফিনল্যান্ডের প্রেসিডেন্ট Aug 19, 2025
img
বরিশালে মহিউদ্দিন রনির বিরুদ্ধে মামলা Aug 19, 2025
img
উপবৃত্তি শিক্ষার্থীদের প্রতিষ্ঠান বদলে নতুন নির্দেশনা Aug 19, 2025
img
২০১৯ সালের ডাকসু নির্বাচনের মাধ্যমে হাসিনা পতনের বীজ বপন হয় : রাশেদ খাঁন Aug 19, 2025
img
টানা পাঁচ হারেও ভারতকে হারানোর চ্যালেঞ্জ পাকিস্তানের Aug 19, 2025
img
তারেক রহমান-বাবরের খালাসের বিরুদ্ধে আপিল শুনানি ফের বুধবার Aug 19, 2025
img
মাউশির চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে সাবেক শিক্ষকের মামলা Aug 19, 2025
img
জুলাই সনদ নিয়ে প্রশ্ন তোলা যাবে না, তা ঠিক হয়নি: সালাহউদ্দিন Aug 19, 2025
প্রিন্স মামুনের কালো দুনিয়া তথ্য ফাঁস করলেন ব্লু ফেইরি লায়লা Aug 19, 2025
বাংলা গানে রীলস তৈরী করে ভাইরাল বলিউড অভিনেত্রী বিদ্যা বালান Aug 19, 2025
ইত্যাদি ' অনুষ্ঠানের এবারের পর্ব ভোলার চরফ্যাশনে,শেষ মূহুর্তের প্রস্তুতি Aug 19, 2025
পুতিন ও জেলেনস্কি আগামী দুই সপ্তাহের মধ্যে সাক্ষাৎ করবেন: জার্মান চ্যান্সেলর Aug 19, 2025
img
অনুশীলনের ছবি ভাইরাল কোহলির, ক্রিকেটে ফেরার ইঙ্গিত! Aug 19, 2025
img
ইসিকে ৪ মিলিয়ন ইউরো সহায়তার আশ্বাস দিল ইইউ Aug 19, 2025
img
আমিরের পরকীয়া ও অবৈধ সন্তানের অভিযোগে ফের আলোচনায় জেসিকা হিন্স Aug 19, 2025
img
বাংলাদেশে আন্তর্জাতিকমানের অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইইউ Aug 19, 2025
img
শিক্ষক লাঞ্ছনার ঘটনায় বিএনপি নেতা গ্রেপ্তার Aug 19, 2025