চলতি অর্থবছরের প্রথম মাস জুলাইয়ে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) বাস্তবায়ন হয়েছে মাত্র শূন্য দশমিক ৬৯ শতাংশ। যা গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন।
পরিকল্পনা মন্ত্রণালয়ের বাস্তবায়ন পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের (আইএমইডি) সর্বশেষ প্রতিবেদনে জানানো হয়েছে, সাত বছরে এডিপি বাস্তবায়নের ক্ষেত্রে এটি সর্বনিম্ন হার।
এতে বলা হয়, চলতি ২০২৫-২৬ অর্থবছরের এডিপিতে বরাদ্দ রয়েছে ২ লাখ ৩৮ হাজার ৬৯৫ কোটি টাকা। এর মধ্যে গত জুলাই মাসে মন্ত্রণালয় ও বিভাগগুলো ব্যয় করতে পেরেছে মাত্র ১ হাজার ৬৪৪ কোটি টাকা, যা মোট বরাদ্দের মাত্র শূন্য দশমিক ৬৯ শতাংশ।
জুলাইয়ে উন্নয়ন প্রকল্পের এক টাকাও খরচ করতে পারেনি ১২টি মন্ত্রণালয় ও বিভাগ। এসব মন্ত্রণালয় ও বিভাগ হলো-পানিসম্পদ মন্ত্রণালয়, স্বাস্থ্য শিক্ষা ও পরিবারকল্যাণ বিভাগ, ধর্মবিষয়ক মন্ত্রণালয়, জননিরাপত্তা বিভাগ, পার্বত্যবিষয়ক মন্ত্রণালয়, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, আইএমইডি, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন, দুর্নীতি দমন কমিশন ও সংসদবিষয়ক সচিবালয়।
আইএমইডির প্রতিবেদন বিশ্লেষণ করে দেখা যায়, জুলাইয়ে এডিপি বাস্তবায়নের এই হার গত সাত বছরের মধ্যে সর্বনিম্ন। এর আগে গত ২০১৮-২০১৯ অর্থবছরে এডিপি বাস্তবায়ন হয়েছিল শূন্য দশমিক ৫৭ শতাংশ।
আর গত ২০২৪-২৫ অর্থবছরের একই সময় অর্থাৎ জুলাইতে এডিপি বাস্তবায়ন হয়েছিল ১ দশমিক ০৫ শতাংশ। ২০২৩-২৪ অর্থবছরের একই সময় বাস্তবায়ন হয়েছিল ১ দশমিক ২৭ শতাংশ। এছাড়া ২০২২-২৩, ২০২১-২২, ২০২০-২১, ২০১৯-২০ অর্থবছরের জুলাইতে যথাক্রমে এডিপি বাস্তবায়ন হয়েছিল শূন্য দশমিক ৯৬ শতাংশ, ১ দশমিক ১৪ শতাংশ, ১ দশমিক ৫২ শতাংশ ও ১ দশমিক ৮৩ শতাংশ।
এদিকে, গত রোববার (১৭ আগস্ট) জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভা শেষে পরিকল্পনা উপদেষ্টা ওয়াহিদউদ্দিন মাহমুদ সাংবাদিকদের বলেছিলেন, ‘জুলাইয়ে ১ শতাংশের কম বার্ষিক উন্নয়ন কর্মসূচি বাস্তবায়ন হয়েছে, যা গ্রহণযোগ্য নয়। গতবারের অজুহাত এবার দেয়া যাবে না।’
ইএ/টিকে