এবার এনবিআরের শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চাইল দুদক

েজ্ঞাতআয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগ খতিয়ে দেখতে জাতীয় রাজস্ব বোর্ডের শীর্ষ ১৭ কর্মকর্তার সম্পদের হিসাব চেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

মঙ্গলবার (১৯ আগস্ট) দুদকের প্রধান কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সংস্থাটির মহাপরিচালক মো. আক্তার হোসেন এসব তথ্য জানিয়েছেন।

দুদক মহাপরিচালক জানান, দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(১) ধারা তৎসহ দুর্নীতি দমন কমিশন বিধিমালা, ২০০৭ এর ১৭ নং বিধির আলোকে নির্ধারিত ছক অনুযায়ী তাদের সম্পদ ও দায়-দেনার হিসাব বিবরণী দাখিলের আদেশ জারির প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কমিশন কর্তৃক সিদ্ধান্ত গৃহীত হয়েছে।

১৭ কর্মকর্তা হলেন— কর কমিশনার (কর অঞ্চল-৩) এম এম ফজলুল হক, কর আপিল ট্রাইব্যুনালের কমিশনার লোকমান আহমেদ, আয়কর গোয়েন্দা ইউনিটের অতিরিক্ত কর কমিশনার সাহেলা সিদ্দিক, অতিরিক্ত কর কমিশনার মো. মামুন মিয়া, ভ্যাট গোয়েন্দা বিভাগের অতিরিক্ত কমিশনার হাছান তারিক রিকাবদার, যুগ্ম কর কমিশনার মোনালিসা সাহরিন সুস্মিতা, কর অ্যাকাডেমির যুগ্ম-কর কমিশনার মো. মোরশেদ উদ্দিন খান, কর অঞ্চল ৮-এর অতিরিক্ত কর কমিশনার মির্জা আশিক রানা, কর অঞ্চল ১৬-এর উপকর কমিশনার মো. শিহাবুল ইসলাম, অতিরিক্ত কমিশনার আব্দুল রশিদ মিয়া, রেলওয়ে কাস্টমসের কমিশনার মো. কামরুজ্জামান, কাস্টমস এক্সাইজ ও ভ্যাট পূর্বাঞ্চলের কমিশনার কাজী মোহাম্মদ জিয়া উদ্দিন, কাস্টমসের অতিরিক্ত কমিশনার সাধন কুমার কুন্ডু, এনবিআরের যুগ্ম কমিশনার মো. তারিক হাছান, এনবিআরের সিআইসির সাবেক অতিরিক্ত মহাপরিচালক মো. আলমগীর হোসেন, এনবিআরের সদস্য মো. লুৎফুল আজিম ও সদস্য (আয়কর নীতি) এ কে এম বদিউল আলম।

গত জুলাই মাসে দুদক থেকে তাদের বিরুদ্ধে অনুসন্ধানের সিদ্ধান্তের কথা জানিয়েছিল দুদক। ওই সময়ে দুদকে জমাকৃত অভিযোগ সূত্রে জানা যায়, কতিপয় অসাধু কর্মকর্তারা কর ও শুল্ক আদায়ের ক্ষেত্রে মোটা অঙ্কের ঘুষের বিনিময়ে করদাতাদের কর ফাঁকি দেওয়ার সুযোগ করে দিচ্ছেন এবং বিভিন্ন প্রতিষ্ঠানের মালিক ও জাতীয় রাজস্ব বোর্ডের কর্মকর্তারা নিজেরা লাভবান হওয়ার জন্য নির্ধারিত পরিমাণ কর আদায় না করে তাদের করের পরিমাণ কমিয়ে দিতেন বলে অভিযোগ পাওয়া গিয়েছে। এক্ষেত্রে, প্রতি বছর সরকার বিপুল পরিমাণ রাজস্ব প্রাপ্তি থেকে বঞ্চিত হচ্ছে।

‘কিছু ক্ষেত্রে কর্মকর্তারা ঘুষ না পেয়ে কর ফাঁকি দেওয়ার মিথ্যা মামলা করে বিভিন্ন প্রতিষ্ঠান মালিককে হয়রানি করেন। অনেক করদাতা আগাম কর দেন। আবার কেউ কেউ বেশি কর দেন। নিয়ম হচ্ছে এই কর হিসাবনিকাশ করার পর বেশি দেওয়া হলে তা ওই করদাতাকে ফেরত দিতে হয়। কিন্তু তথ্য-উপাত্ত বিশ্লেষণ আর সংশ্লিষ্ট ব্যক্তিদের অভিযোগ থেকে জানা যায়— করের বাড়তি টাকা ফেরত পেতে আরও অন্তত অর্ধেক টাকা ঘুষ বা উপহারে খরচ হয়। অভিযোগ রয়েছে, দায়িত্বপ্রাপ্ত কর কর্মকর্তারা করের টাকা ফেরত দিতে গিয়ে নিজেরাও কামিয়ে নিচ্ছেন মোটা অঙ্কের টাকা।’

অভিযোগ সূত্রে আরও জানা যায়, বিগত কয়েক বছর ধরে তারা বিভিন্ন স্টেশনে চাকরিকালীন সময়ে একাধিক ব্যক্তি ও প্রতিষ্ঠানকে শুল্ক, ভ্যাট ও ক্ষেত্র বিশেষে আয়কর ফাঁকির সুযোগ করে দিয়ে এবং নিজে লাভবান হয়ে রাষ্ট্রকে ক্ষতিগ্রস্ত করার মাধ্যমে দুর্নীত, স্বজনপ্রীতি ও অনিয়মের মাধ্যমে জ্ঞাতআয় বহির্ভূত অবৈধ সম্পদ অর্জন করেছেন।

প্রসঙ্গত, গত ১২ মে এনবিআর বিলুপ্ত করে রাজস্ব নীতি ও রাজস্ব ব্যবস্থাপনা নামে দুটি বিভাগ করার অধ্যাদেশ জারি করা হয়। মে মাসে প্রায় ১৪ দিন আন্দোলন কর্মসূচি পালন করেন প্রতিষ্ঠানটির কর্মকর্তা-কর্মচারীরা। পরে সরকারের আশ্বাসে বাজেট পেশ হওয়ার আগে কর্মসূচি প্রত্যাহার হয়। ফের একই দাবিতে জুন মাসের শেষ সপ্তাহে কর্মসূচি পালন করা হয়। গত ২৯ জুন ব্যবসায়ীদের মধ্যস্থতায় আন্দোলন প্রত্যাহার করেন কর্মকর্তা-কর্মচারীরা।

এফপি/ টিএ 

Share this news on:

সর্বশেষ

পিন্স মামুন নিজেকে খুব ছোট মানুষ বললেও কাজের বেলায় সে বড় : লায়লা Aug 19, 2025
‘কহো না প্যায়ার হ্যায়’ নিয়ে বিস্ফোরক স্মৃতি ভাগ করলেন আমিশা প্যাটেল Aug 19, 2025
প্রিন্স মামুন একটা অন্ধকার জগতের বাসিন্দা! Aug 19, 2025
ক্যানসারের কাছে হেরে যান সঞ্জয় দত্তের প্রথম স্ত্রী Aug 19, 2025
img
ঋতুপর্ণার সঙ্গে কাজের অভিজ্ঞতায় মুগ্ধ অভিনেত্রী কাঞ্চনঘরনি Aug 19, 2025
বাংলাদেশে অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন চায় ইইউ Aug 19, 2025
জাতীয় রাজস্ব বোর্ডের আরও চার কর কর্মকর্তা সাময়িক বরখাস্ত Aug 19, 2025
img
বাংলাদেশের ভবিষ্যৎ জিয়া পরিবারের হাতে নিরাপদ : নিপুণ রায় Aug 19, 2025
শেখ হাসিনার বিদায়েও স্বস্তি ফেরেনি, মুসিবতে মানুষ: দুদু Aug 19, 2025
শান্তি প্রচেষ্টা ব্যর্থ হলে রাশিয়ার বিপদ : ম্যাক্রোঁ Aug 19, 2025
২১ আগষ্ট গ্রেনেড হামলা মামলায় চাঞ্চল্যকর তথ্য আইনজীবী শিশির মনিরের Aug 19, 2025
ডাকসু'র ইতিহাসে প্রথম স্বামী-স্ত্রী প্রার্থী,লড়বে একই প্যানেলে! Aug 19, 2025
যেকারনে শিবিরের প্যানেল থেকে নির্বাচন করছে জুলাই যোদ্ধা জসীম Aug 19, 2025
img
দলীয় প্রতীকে হবে না স্থানীয় নির্বাচন, অধ্যাদেশ জারি Aug 19, 2025
img
আল ইত্তিহাদকে হারিয়ে সুপার কাপের ফাইনালে রোনালদোর আল নাসর Aug 19, 2025
img
১৪ দিনের সফরে কানাডা যাচ্ছেন সিইসি Aug 19, 2025
img
৩ বছর পর মাঠে গড়াবে জাতীয় ফুটবল চ্যাম্পিয়নশিপ Aug 19, 2025
img
প্রতিহিংসার পরিবর্তে পরিকল্পনার রাজনীতি করতে হবে: তারেক রহমান Aug 19, 2025
img
নিরপেক্ষ নির্বাচনের জন্য বিএনপি ১৭ বছর লড়াই করেছে: মো. শাহজাহান Aug 19, 2025
img
মিনি স্টেডিয়াম নির্মাণের ব্যয় ৫১ লাখ থেকে ১৪ কোটি হওয়ার ব্যাখ্যা দিলেন ক্রীড়া সচিব Aug 19, 2025