দক্ষিণ ভারতের প্রখ্যাত অভিনেতা নাগার্জুনা আক্কিনেনি সম্প্রতি নিশ্চিত করেছেন তার ১০০তম চলচ্চিত্র, যার প্রাথমিক শিরোনাম ধরা হয়েছে কিং১০০। তামিল পরিচালক রা কার্থিকের পরিচালনায় তৈরি হতে যাওয়া এই চলচ্চিত্রটি হবে পারিবারিক আবেগ ও উচ্চ-অ্যাকশন সমন্বিত একটি গল্প।
নাগার্জুনা কুলি চলচ্চিত্রে খলনায়কের ভূমিকায় নজর কেড়েছিলেন। তবে টেলেগু টিভির জয়ম্মু নিশ্চয়ম্মু রা শোতে অভিনেতা জানিয়েছেন, এই নতুন প্রজেক্টটি গত ছয়-সাত মাস ধরে প্রস্তুত চলছে। তিনি নিশ্চিত করেছেন, এবার তিনি কেন্দ্রীয় নায়কের ভূমিকায় থাকবেন, যা তার সাম্প্রতিক কুলি এবং কুবেরা ছবিতে সহনায়ক বা খলনায়ক চরিত্রের থেকে ভিন্ন।
নাগার্জুনার ১০০তম চলচ্চিত্র হওয়ায় দর্শক এবং ভক্তদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। তাঁরা আশা করছেন, কিং১০০-এ নাগার্জুনা তার অভিজ্ঞতা ও প্রাণবন্ত উপস্থিতি দিয়ে পারিবারিক নাটক, উত্তেজনাপূর্ণ অ্যাকশন এবং তার পরিচিত মায়া সকলেই তুলে ধরবেন বড়পর্দায়।
এমকে/এসএন