একটানা ভারী বর্ষণে বিপর্যস্ত মুম্বাই শহর। জলে প্রায় ডুবুডুবু অবস্থা অমিতাভ-কন্যা শ্বেতা বচ্চনের বাড়ির! জলমগ্ন সেই বাড়ির ভিডিয়ো সমাজমাধ্যমে এই মুহূর্তে চর্চার কেন্দ্রে।
‘জলসা’ ছাড়াও অমিতাভের আরও একটি বাড়ি রয়েছে জুহুতে। ‘প্রতীক্ষা’ নামের এই বাড়ি মেয়ে শ্বেতাকে উপহার দিয়েছিলেন ‘বিগ বি’। সেই বাড়ির সামনেই জমেছে হাঁটুসমান জল। ছড়িয়ে পড়া একটি ভিডিয়োয় দেখা গিয়েছে, এক বাবা ও মেয়ে হেঁটে চলেছেন জমা জলের মধ্যে দিয়ে। তাঁরা বৃষ্টি উপভোগ করতে করতেই এগিয়ে চলেছেন। তবে আটকে রয়েছে বেশ কিছু গাড়ি। ভিডিয়োটি ছড়িয়ে পড়তেই অমিতাভভক্তেরা চিনতে পেরেছেন, এই ভিডিয়ো ‘প্রতীক্ষা’র সামনেই। যদিও অমিতাভ বা পরিবারের কারও পক্ষ থেকে এই বিষয়ে কোনও বিবৃতি প্রকাশ করা হয়নি।
‘শোলে’ ছবি সফল হওয়ার পরে ১৯৭৬ সালে এই বাড়ি কিনেছিলেন অমিতাভ। মুম্বইয়ে অমিতাভের যতগুলি বাংলো রয়েছে, তার মধ্যে এই ‘প্রতীক্ষা’ অন্যতম। বাড়ির দাম ৫০ কোটিরও বেশি। এই বাড়িতেই অমিতাভ-জয়ার দুই সন্তান শ্বেতা ও অভিষেকের জন্ম। বাড়ির ‘প্রতীক্ষা’ নামটি দিয়েছিলেন অমিতাভের বাবা হরিবংশ রাই বচ্চন।
‘প্রতীক্ষা’ কেনার আগে বাবা-মায়ের সঙ্গে ‘জলসা’য় থাকতেন অমিতাভ। দু’টি বাড়ির মধ্যে মাত্র কয়েক কিলোমিটারের দূরত্ব।
উল্লেখ্য, অমিতাভ বচ্চনের শেষ মুক্তিপ্রাপ্ত ছবি ‘কল্কি ২৮৯৮ এডি’। এই ছবিতে তাঁর অভিনয় বিশেষ ভাবে প্রশংসিত হয়েছিল। এমনকি, বেশ কিছু লড়াইয়ের দৃশ্যেও তাঁকে দেখা গিয়েছে। বর্তমানে বর্ষীয়ান তারকা ব্যস্ত ‘কৌন বনেগা ক্রোড়পতি’র ১৭তম সিজ়ন নিয়ে।
এসএন