সাধারণত, ব্রাজিলের অ্যাওয়ে জার্সি হয়ে থাকে নীল। এই নীল জার্সি অনেকদিন ধরেই পরে আসছে তারা। তবে ব্রাজিল লাল জার্সি পরে আগামী বিশ্বকাপে খেলার পরিকল্পনা করছিল। তবে ব্রাজিলের ফুটবল ফেডারেশনের সভাপতি সামির জাউদ নিশ্চিত করেছেন, নেইমাররা লাল রঙের জার্সি পরে মাঠে নামবেন না। তারা তাদের ঐতিহ্যবাহী নীল জার্সি পরেই খেলবেন।
চলতি বছরের এপ্রিলে প্রথম খবর ছড়িয়ে পড়ে যে, ২০২৬ বিশ্বকাপের জন্য ব্রাজিলের অ্যাওয়ে জার্সিতে লাল রঙ ব্যবহার করা হতে পারে। এই খবরটি ব্রাজিলে ব্যাপক সমালোচনার জন্ম দেয়। কারণ, ব্রাজিলের বর্তমান শাসক দল ওয়ার্কার্স পার্টির প্রতীকী রঙ হলো লাল। অন্যদিকে, সাবেক প্রেসিডেন্ট জাইর বোলসোনারোর সমর্থকরা ঐতিহ্যবাহী হলুদ-সবুজ রঙ ব্যবহার করে আসছেন। এই রাজনৈতিক সংবেদনশীলতার কারণেই লাল জার্সির পরিকল্পনা নিয়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়।
তবে মঙ্গলবার (১৯ আগস্ট) ব্রাজিল ফুটবল ফেডারেশনের সভাপতি সামির জাউদ স্পোর্টিভি-কে দেখা এক সাক্ষাৎকারে জানিয়েছেন, লাল নয় নীল রংয়ের অ্যাওয়ে জার্সি পরে ২০২৬ বিশ্বকাপে খেলবে ব্রাজিল।
তিনি বলেন, 'নীল, হলুদ, সবুজ আর সাদা আমাদের পতাকার রং। এগুলোই ব্যবহার করতে হবে। আমি ব্যক্তিগতভাবে লাল রঙের জার্সির বিরুদ্ধে ছিলাম, তবে রাজনৈতিক কারণে নয়।'
ব্রাজিল ফুটবল দলের হোম জার্সি সবসময়ই হলুদ, যার সঙ্গে সবুজের ছোঁয়া থাকে। অ্যাওয়ে জার্সি হিসেবে দীর্ঘকাল ধরে নীল রং ব্যবহার করা হয়েছে। নতুন এই সিদ্ধান্তে ব্রাজিলীয় ফুটবলপ্রেমীরা স্বস্তি প্রকাশ করেছেন।
২০২৬ বিশ্বকাপের আর এক বছরও বাকি নেই এবং সব দলই খুব শিগগির তাদের নতুন জার্সি প্রকাশ করবে। এই নতুন সিদ্ধান্তের ফলে ব্রাজিল তাদের ঐতিহ্যবাহী রং নিয়েই মাঠে নামবে।
এমআর/এসএন