আসন্ন হল সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেল ঘোষণা

একমাত্র ছাত্র সংগঠন হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) হল সংসদ নির্বাচনে প্যানেল ঘোষণা করেছে জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা। বুধবার (২০ আগস্ট) এক বিজ্ঞপ্তির মাধ্যমে সংগঠনটি ঢাবির ১৮টি হলে নিজেদের সমর্থিত প্রার্থীদের তালিকা প্রকাশ করে। 

ঘোষিত প্যানেলে দেখা গেছে, ভিপি, জিএস ও এজিএসসহ বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সংশ্লিষ্ট হল কমিটির নেতৃত্বে থাকা নেতারা। তবে প্যানেলে স্থান না পাওয়া অনেক নেতাকে হতাশাজনকভাবে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রতিক্রিয়া জানাতে দেখা গেছে।

হল সংসদে নির্বাচনের প্যানেল ঘোষণা পর সূর্য সেন হল শাখা ছাত্রদলের সদস্য সচিব আবিদুর রহমান মিশু এক ফেসবুক পোস্টে লেখেন, “পৃথিবীর এইসব গল্প বেঁচে রবে চিরকাল, এশিরিয়া ধুলো আজ, ব্যাবিলন ছাই হয়ে আছে।”

জুলাইয়ে ছাত্রদলের সম্মুখ সারির যোদ্ধা ও ঢাবি শাখা ছাত্রদলের সহ-ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক তার ফেসবুকে জুলাই আন্দোলন ও ছাত্রদলের প্রোগ্রামের ছবি শেয়ার দিয়ে লেখেন, “কিছু মানুষ মরে যায় পঁচিশে।”

হল সংসদ নির্বাচনে ছাত্রদলের প্যানেলে মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. জাহিদুল ইসলাম, জিএস পদে জোবায়ের হোসেন এবং এজিএস পদে রিজভী আলম। কবি জসীমউদ্দীন হলে ভিপি পদে আছেন মো. আব্দুল ওহেদ, জিএস পদে সিফাত ইবনে আমিন এবং এজিএস পদে লড়বেন মোহতাসিম বিল্লাহ হিমেল। এ ছাড়া সূর্যসেন হলে ভিপি পদে মনোয়ার হোসেন প্রান্ত, জিএস পদে লিয়ন মোল্যা এবং এজিএস পদে সামিউল আমিন গালিবকে মনোনীত করা হয়েছে।

এদিকে শেখ মুজিবুর রহমান হলে ভিপি পদে সাইফ আল ইসলাম দীপ, জিএস পদে রিনভী মোশাররফ এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন মো. আব্দুল্লাহ আজীম। একইভাবে বিজয় একাত্তর হলে ভিপি পদে সাজ্জাদ হোসেন, জিএস পদে মো. সাকিব বিশ্বাস এবং এজিএস পদে আছেন সুলতান মো. সাদমান সিদ্দীক। শহীদ সার্জেন্ট জহুরুল হক হলে ভিপি পদে হাসিবুর রহমান আসিফ, জিএস পদে নাজমুস সাকিব এবং এজিএস পদে হুমায়ন কবীরকে প্রার্থী ঘোষণা করেছে ছাত্রদল।

হাজী মুহম্মদ মুহসীন হলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আবুজার গিফারী ইফাত, জিএস পদে মহিবুল ইসলাম আকন্দ এবং এজিএস পদে আছেন তানভীর আহমেদ জিয়াম। একইসঙ্গে স্যার এ এফ রহমান হলে ভিপি পদে লড়বেন রাকিবুল হাসান, জিএস পদে কাওসার হামিদ এবং এজিএস পদে মাহদীজ্জামান জ্যোতি। সলিমুল্লাহ মুসলিম হলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন ইমন মিয়া, জিএস পদে তাওহিদুল ইসলাম তাইমুন এবং এজিএস পদে সৈয়দ ইয়ানাথ ইসলাম। জগন্নাথ হলে ভিপি পদে পল্লব চন্দ্র বর্মণ, জিএস পদে সত্যজিৎ দাস এবং এজিএস পদে প্রসেনজিৎ বিশ্বাসকে মনোনয়ন দেওয়া হয়েছে।

এ ছাড়া ফজলুল হক মুসলিম হলে ভিপি পদে লড়বেন শেখ রমজান আলী রকি, জিএস পদে হারুন খান সোহেল এবং এজিএস পদে রাজু চৌধুরী। অন্যদিকে শহীদুল্লাহ হলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন আশিকুর রহমান, জিএস পদে রবিউল ইসলাম নাহিদ এবং এজিএস পদে আছেন জুনায়েদ আবরার। অমর একুশে হলে ভিপি পদে আসাদুল হক আসাদ, জিএস পদে শাহনোমান জিওন এবং এজিএস পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন নূরুল আমিন তায়েব।

নারী শিক্ষার্থীদের হলগুলোর মধ্যে রোকেয়া হলে ভিপি পদে প্রার্থী হয়েছেন শ্রাবণী আক্তার, জিএস পদে আনিকা বিনতে আশরাফ এবং এজিএস পদে শ্রাবন্তী হাসান বন্যা। একইভাবে কবি সুফিয়া কামাল হলে ভিপি পদে লড়বেন তাসনিয়া জান্নাত চৌধুরী, জিএস পদে তাওহিদা সুলতানা এবং এজিএস পদে জাকিয়া সুলতানা আলো। বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলে ভিপি পদে আছেন শারমিন খান, জিএস পদে জান্নাতুল ফেরদৌস পুতুল এবং সমাজসেবা সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন জেবিন মুস্তারী।

এ ছাড়া শেখ ফজিলাতুন্নেছা মুজিব হলে ভিপি পদে প্রতিদ্বন্দ্বিতা করবেন সাদিয়া রশিদ চাঁদনী, জিএস পদে মালিহা বিনতে খান অবন্তী এবং এজিএস পদে আছেন জান্নাতুল ফেরদৌস ইতি। শামসুন নাহার হলে ভিপি পদে তায়েবা হাসান বিথী, জিএস পদে রাবেয়া খানম জেরিন এবং সংস্কৃতি সম্পাদক পদে সোহাগী জাহানকে মনোনয়ন দিয়েছে ছাত্রদল।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
নির্বাচনের জন্য এখনো লেভেল প্লেয়িং ফিল্ড তৈরি হয়নি : রেজাউল করীম Aug 21, 2025
img
চার দিনের সফরে ঢাকায় পাকিস্তানের বাণিজ্যমন্ত্রী Aug 21, 2025
img
কাঠামোগত পরিবর্তন আসছে রাজস্ব প্রশাসনে Aug 21, 2025
img
প্রধান সমন্বয়ককে ‘অযোগ্য’ দাবি, ১৫ এনসিপি নেতা-কর্মীর পদত্যাগ Aug 21, 2025
img
৫ আগস্ট কারাগার থেকে পলাতক আসামি গ্রেপ্তার Aug 21, 2025
img
ডাকসু নির্বাচনে ভিপি পদে লড়ছেন যারা Aug 21, 2025
img
বাফুফের চিঠির জবাবে কিংসের কাঠগড়ায় ফেডারেশন ও কোচ Aug 20, 2025
img
ইনস্টাগ্রামে একে অপরকে ‘আনফলো’ হৃতিক-এনটিআরের! Aug 20, 2025
img
এআই নির্মিত চলচ্চিত্রে ক্ষোভ উগড়ে দিলেন পরিচালক অনুরাগ কাশ্যপ Aug 20, 2025
img
তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিবাদের পতন হয়েছে : টুকু Aug 20, 2025
img
নির্বাচন পেছানোর কোনো সুযোগ নেই : আসিফ মাহমুদ Aug 20, 2025
img
গণঅভ্যুত্থানের শিক্ষাই হলো জাতির সাথে প্রতারণা না করা: আযম খান Aug 20, 2025
img
ট্রাম্পের নিষেধ অমান্য করলেই মিলবে ৫ শতাংশ ছাড়! Aug 20, 2025
img
খালেদা জিয়ার বিশেষ সহকারী শিমুল বিশ্বাস হাসপাতালে ভর্তি Aug 20, 2025
img
জামায়াত নির্বাচনের জন্য প্রস্তুত: আবদুল হালিম Aug 20, 2025
img
ডাকসু নির্বাচনে ২৮ পদে ৫০৯, হল সংসদে ১১০৯ মনোনয়নপত্র জমা Aug 20, 2025
img
মির্জা ফখরুলের শারীরিক অবস্থার সর্বশেষ তথ্য জানালেন ডা. জাহিদ Aug 20, 2025
img
লিগস কাপের কোয়ার্টারে মাঠে নামছে মায়ামি, মেসিকে ঘিরে অনিশ্চয়তা Aug 20, 2025
img
জুলাই সনদ নিয়ে মতামত জমা দিয়েছে বিএনপি Aug 20, 2025
img
জুলাই সনদ নিয়ে মতামত জমাদানের সময় বাড়ল Aug 20, 2025