দলে ঢুকতে আর কী করতে হবে, শ্রেয়াসের বাবার প্রশ্ন

চলতি বছরের শুরুর দিকে ভারতের চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ে দারুণ অবদান রেখেছিলেন শ্রেয়াস আইয়ার। এরপর আইপিএলে পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলতেও সামনে থেকে নেতৃত্ব দিয়েছিলেন এই ৩০ বছর বয়সী। সেরা ১০ রান সংগ্রাহকের মধ্যে সবচেয়ে বেশি স্ট্রাইক রেটে রান করেছেন তিনিই। তার আগের মৌসুমে কলকাতা নাইট রাইডার্সও তার অধিনায়কত্বেই চ্যাম্পিয়ন হয়েছিল। অথচ এতোকিছুও আসন্ন এশিয়া কাপে ভারতের ১৫ সদস্যের দলে জায়গা করে নিতে পারেননি তিনি।

সূর্যকুমার যাদবকে অধিনায়ক করে ভারতের এশিয়া কাপের দল ঘোষণার পর থেকেই বিতর্ক চলছে। মৌসুমজুড়ে আইপিএল ও অন্যান্য ঘরোয়া টুর্নামেন্টে দুর্দান্ত পারফরম্যান্সের পরও এশিয়া কাপের স্কোয়াড তো দূরের কথা, রিজার্ভ দলেও জায়গা হয়নি শ্রেয়াস আইয়ারের। 

নির্বাচকদের এমন সিদ্ধান্তে নাখোশ এই ক্রিকেটারের বাবা সন্তোষ আইয়ার। তিনি প্রশ্ন তুলেছেন, কেন শ্রেয়াসকে দলে রাখা হলো না?
সন্তোষের আক্ষেপ, শ্রেয়াস আইপিএলে ভালো খেলে পাঞ্জাব কিংসকে ফাইনালে তুলেছিলেন, কিন্তু সেটিও নির্বাচকদের কাছে যথেষ্ট হয়নি।



টাইমস অফ ইন্ডিয়াকে তিনি বলেন, 'আমি বুঝতে পারছি না, ভারতীয় টি–টোয়েন্টি দলে ঢোকার জন্য শ্রেয়াসকে আর কী করতে হবে। বছর বছর সে আইপিএলে ভালো করছে— দিল্লি ক্যাপিটালস থেকে কলকাতা নাইট রাইডার্স, এখন পাঞ্জাব কিংস...এবং অধিনায়ক হিসেবেও সফল। ২০২৪-এ কেকেআরকে আইপিএল শিরোপা জিতিয়েছে, এ বছর পাঞ্জাবকে ফাইনালে তুলেছে।' 

তিনি আরও বলেন, 'আমি বলছি না তাকে ভারতীয় দলের অধিনায়ক বানান, কিন্তু অন্তত দলে তো রাখুন। বাদ পড়লেও সে কখনো আপত্তি জানায় না। শুধু বলে, "এটাই আমার ভাগ্য, এখন কিছু করার নেই।" সব সময় শান্ত আর সংযত থাকে। সে কাউকে দোষ দেয় না, কিন্তু ভেতরে ভেতরে স্বাভাবিকভাবেই হতাশ হয়।'

এদিকে, ভারতীয় জাতীয় দলের সাবেক ক্রিকেটার মোহাম্মদ কাইফ মনে করেন, ফর্মে থাকা শ্রেয়াসকে দল থেকে বাদ দিয়ে নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট সুবিচার করেনি। কাইফ তার ইউটিউব চ্যানেলে বলেন, 'শ্রেয়াস আইয়ারের নামই আসেনি! নির্বাচকরা বলেছেন মাত্র ১৫ জনকে নেওয়া কঠিন কাজ ছিল। আমি সেটা বুঝতে পারছি। আমি এতে আপনাদের সঙ্গে একমত। কিন্তু প্রশংসা করার পরও তার নাম রিজার্ভ তালিকাতেও না থাকা— এটা আমার বোধগম্য হয়নি।'

পাঞ্জাব কিংসের অধিনায়ক হিসেবে আইপিএল ২০২৫-এ চমকপ্রদ মৌসুম কাটানোর পরও শ্রেয়াসের বাদ পড়া নিয়ে ভক্ত ও প্রাক্তন ক্রিকেটারদের সমালোচনা চলছেই। 

প্রধান নির্বাচক অজিত আগারকার স্কোয়াড ঘোষণার সময় শ্রেয়াসকে বাদ দেওয়ার ব্যাখ্যা দেন এবং সাংবাদিকদের বলেন, 'শ্রেয়াসের ক্ষেত্রে এটা তার দোষ নয়, আমাদেরও নয়। ব্যাপারটা হলো, মাত্র ১৫ জনকে নেওয়া যায়। আপাতত তাকে তার সুযোগের জন্য অপেক্ষা করতে হবে।'

বেশিরভাগ মানুষই মনে করেন শ্রেয়াস দলে জায়গা ডিজার্ভ করেন এবং এশিয়া কাপের মতো টুর্নামেন্টে তাকে দলে রাখা উচিত ছিল।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
সোমবার পর্যন্ত ডাকসু নির্বাচনে প্রচারণা চালাতে পারবে না প্রার্থীরা Aug 21, 2025
img
পেট্রোবাংলায় অনিয়মের অভিযোগে দুদকের অভিযান Aug 21, 2025
img
মার্কিন আদালত বাতিল করলো ট্রাম্পের ৪৬ কোটি ডলার জরিমানা Aug 21, 2025
img
পিআর পদ্ধতিতে নির্বাচিত ব্যক্তি সম্পর্কে জনগণের জানার সুযোগ নেই: তারেক রহমান Aug 21, 2025
img
আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন বাংলাদেশি অভিনেতা মিলন Aug 21, 2025
img
কিশোরগঞ্জে যুবলীগ নেতা লিটন গ্রেফতার Aug 21, 2025
img
চিকিৎসার জন্য ব্যাংকক গেলেন নজরুল ইসলাম খান Aug 21, 2025
img
শাকিব খানের সঙ্গ পেয়ে উচ্ছ্বসিত তৌসিফ মাহবুব Aug 21, 2025
img
জয়পুরহাটে শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আ. লীগ নেতা স্বাধীন মাস্টার গ্রেপ্তার Aug 21, 2025
img
দেশে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার ষড়যন্ত্র চলছে: মির্জা ফখরুল Aug 21, 2025
img
‘হাসিনার নেতৃত্বে সব গণতান্ত্রিক কাঠামো ধ্বংস করেছে আ.লীগ’ Aug 21, 2025
img
ভারতের জন্য আকাশসীমা বন্ধের মেয়াদ বৃদ্ধি করলো পাকিস্তান Aug 21, 2025
ফর্মে ফিরতে মরিয়া সাকিব, কিন্তু ব্যাটে কেন নেই জবাব? Aug 21, 2025
ইধিকার কাজ ও ব্যক্তিত্বে মুগ্ধ দেব! | Aug 21, 2025
আসিফ মাহমুদের পর এবার হাঁস খেতে নীলা মার্কেটে যাবেন বর্ষা Aug 21, 2025
রাজধানীর ককটেল মামলায় প্রমাণ না মেলায় খালাস বিএনপি নেতারা Aug 21, 2025
চলে গেলেন যুক্তরাষ্ট্রের সেই ‘মানবিক’ বিচারক ক্যাপ্রিও Aug 21, 2025
পূর্ণাঙ্গ প্যানেল করেছে বাগছাস, শীঘ্রই আসছে ঘোষণা Aug 21, 2025
উমামার নেতৃত্বে পূর্ণাঙ্গ প্যানেল ঘোষণা Aug 21, 2025
img
শেখ হাসিনাকে দিয়েই অভিযান শুরু করার দাবি ভারতীয় এমপির Aug 21, 2025