ঢাকা-নারায়ণগঞ্জ রুটে বাস ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত

ঢাকা-নারায়ণগঞ্জ রুটে চলাচলকারী বন্ধন ও উৎসব পরিবহনের বর্ধিত বাসভাড়া স্থগিত করা হয়েছে। শুক্রবার (২২ আগস্ট) জেলা ম্যাজিস্ট্রেট ও যাত্রী ও পণ্য পরিবহন কমিটির চেয়ারম্যান জাহিদুল ইসলাম মিঞা স্বাক্ষরিত এক আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। ফলে এই রুটে ভাড়া পূর্বের মতোই ৫০ টাকা বহাল থাকবে।

এর আগে গত বুধবার (২০ আগস্ট) বিকেলে নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে অনুষ্ঠিত যাত্রী ও পণ্য পরিবহন কমিটির সভায় বাসভাড়া ৫ টাকা বাড়িয়ে ৫০ থেকে ৫৫ টাকা নির্ধারণ করা হয়। একইসঙ্গে সপ্তাহের সাত দিন শিক্ষার্থীদের জন্য হাফ ভাড়া নিশ্চিত করার সিদ্ধান্তও হয়।

সভায় জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা সভাপতিত্ব করেন। পরিবহন মালিকরা বাসের আসন সংখ্যা ৫২ থেকে কমিয়ে ৪৫ করার যুক্তি তুলে ধরেন। তাদের হিসাবে এই রুটে ভাড়া ৬০ টাকার কাছাকাছি হওয়া উচিত। শেষ পর্যন্ত জেলা প্রশাসক ভাড়া ৫৫ টাকা নির্ধারণের ঘোষণা দেন।

কিন্তু এই সিদ্ধান্তের সঙ্গে সঙ্গে রাজনৈতিক দল, নাগরিক সংগঠন ও যাত্রী অধিকার সংগঠনগুলো তীব্র বিরোধিতা করে।

গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়কারী তরিকুল সুজন বলেন, “যাত্রী সাধারণের স্বার্থ বিবেচনা না করে কেবল বাসমালিকদের দাবিকে প্রাধান্য দেওয়া হয়েছে। এই সিদ্ধান্ত সাধারণ মানুষের সঙ্গে অন্যায়।”

যাত্রী অধিকার সংরক্ষণ ফোরামের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, “তেল ও ডিজেলের দাম কমলেও ভাড়া বাড়ানো হয়েছে। সরকারি কোনো প্রজ্ঞাপনও নেই। এটা অযৌক্তিক ও উদ্দেশ্যপ্রণোদিত।” তিনি এ সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনের হুঁশিয়ারি দেন।

অন্যদিকে, জেলা বাসমালিক সমিতির সভাপতি রওশন আলী দাবি করেন, যাত্রীদের বসার সুবিধার্থে বাসের সিট কমানো হয়েছে। তাই ভাড়া স্বাভাবিকভাবে বাড়বে। তার ভাষায়, “হিসাব করলে আরও বেশি ভাড়া হওয়ার কথা, কিন্তু জেলা প্রশাসক ৫৫ টাকা করেছেন, আমরা মেনে নিয়েছি।”

ঢাকা–নারায়ণগঞ্জ রুটে আগে বাসভাড়া ছিল ৪৫ টাকা। করোনা মহামারির সময় তা এক লাফে ৬০ টাকা করা হয়। পরে কমিয়ে আনা হয় ৫৫ টাকায়। গত বছর গণঅভ্যুত্থানের পর বাসভাড়া কমানোর দাবিতে আন্দোলনে নামে যাত্রী অধিকার সংরক্ষণ ফোরাম। আন্দোলনের মুখে গত ১৬ নভেম্বর জেলা প্রশাসন ভাড়া কমিয়ে ৫০ টাকা নির্ধারণ করে।

এবার আবার ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত হলে যাত্রীদের মধ্যে ক্ষোভ ছড়িয়ে পড়ে। বৃহস্পতিবার নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে শিক্ষার্থীরা মানববন্ধন করেন। তারা ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে বলেন, ভাড়া কমানো না হলে শহরে অবরোধ কর্মসূচি ঘোষণা করা হবে।

সবশেষে জেলা প্রশাসকের কার্যালয় থেকে জানানো হয়, অনিবার্য কারণবশত ভাড়া বৃদ্ধির সিদ্ধান্ত স্থগিত করা হলো। অর্থাৎ ঢাকা–নারায়ণগঞ্জ রুটে বন্ধন ও উৎসব পরিবহনের বাসভাড়া আপাতত ৫০ টাকা–ই বহাল থাকবে।

এসএন 

Share this news on:

সর্বশেষ

img
আপিল করছেন ডাকসুর খসড়া তালিকায় বাদপড়া প্রার্থীরা Aug 22, 2025
How to Always Stay in Worship | Islamic Tips | Islam Times | Bangladesh Times Aug 22, 2025
Shakib Khan | Desk Story Aug 22, 2025
আমেরিকার শুল্কবিরোধে ভারতের পাশে চীন Aug 22, 2025
img
বিসিবি নির্বাচনে সভাপতি পদে জোর আলোচনা, কারা থাকছেন লড়াইয়ে Aug 22, 2025
img
বলিউডে রাতারাতি খ্যাতি, স্থায়ী হয়নি ভূমিকার জাদু Aug 22, 2025
তিন দিনের সফরে ঢাকায় আসছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী Aug 22, 2025
'একটা প্রচ্ছন্ন প্রচেষ্টা আছে একাত্তরকে ভুলিয়ে দেওয়ার' Aug 22, 2025
img
জাতীয় পার্টি আওয়ামী ফ্যাসিবাদের দোসর : ডা. তাহের Aug 22, 2025
img
হঠাৎ বদলে গেল স্মার্টফোনের ডায়ালপ্যাড ডিজাইন Aug 22, 2025
img
লস অ্যাঞ্জেলেসে অস্বাভাবিক অবস্থায় গ্রেপ্তার গ্র্যামিজয়ী র‍্যাপার Aug 22, 2025
img
ব্যাপক সমালোচনার কবলে ​​​​​​অভিনেতা স্বাধীন খসরু Aug 22, 2025
img
বঙ্গবন্ধুর পোস্টকে ঘিরে নেটিজেনদের সমালোচনা, জবাব দিলেন শাকিব Aug 22, 2025
img
বলিউডে পারিশ্রমিক বৈষম্য নিয়ে মুখ খুললেন কৃতি স্যানন Aug 22, 2025
img
প্রতিরক্ষা বাহিনীর নতুন বেতন নির্ধারণে কমিটি গঠন Aug 22, 2025
img
রাজপরিবার অবমাননার অভিযোগ থেকে দায়মুক্তি থাকসিন সিনাওয়াত্রার Aug 22, 2025
img
৫০০ মিলিয়ন ডলার জরিমানা থেকে রেহাই পেলেন ট্রাম্প Aug 22, 2025
img
কুলি মুক্তির এক সপ্তাহে ৫০০ কোটি ছাড়াতে ব্যর্থ Aug 22, 2025
img
আট সদস্যের প্রতিনিধিদল নিয়ে চীন সফরে যাচ্ছে এনসিপি Aug 22, 2025
img
পিনাকীর ইসলাম প্রীতি ও ভারত বিরোধী রহস্যের কী ব্যাখ্যা দিলেন রাশেদ Aug 22, 2025