যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাবেক জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন বোল্টনের বাড়িতে অভিযান চালিয়েছে দেশটির অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা এফবিআই।
শুক্রবার (২২ আগস্ট) জাতীয় নিরাপত্তা তদন্তের অংশ হিসেবে এ অভিযান চালানো হয় বলে জানিয়েছে একটি সূত্র।
এফবিআইয়ের তদন্তকারী কর্মকর্তারা জন বোল্টনের ওয়াশিংটনের বেতসেবার ম্যারিল্যান্ড এলাকার বাড়িতে সকাল ৭টার দিকে যান।
সংবাদমাধ্যম নিউইয়র্ক পোস্ট জানিয়েছে, এফবিআই প্রধান কাশ প্যাটেলের নির্দেশে এ অভিযান চালিয়েছে। সংস্থাটির এক কর্মকর্তা জানিয়েছেন, আদালত এ তল্লাশি অভিযানের অনুমোদন দিয়েছে।
২০১৬ সালে ট্রাম্প প্রথমবার প্রেসিডেন্ট হওয়ার পর জন বোল্টন জাতিসংঘে মার্কিন দূত ও পরবর্তীতে জাতীয় নিরাপত্তা পরামর্শকের দায়িত্ব পালন করেন। কিন্তু পরবর্তীতে ট্রাম্পের একজন কট্টর সমালোচকে পরিণত হন তিনি। তিনি একটি বইয়ে ট্রাম্পের কড়া সমালোচনা করেন। সেখানে লেখেন ট্রাম্প দেশ পরিচালনায় অযোগ্য।
জন বোল্টনের স্মৃতিকথামূলক বই ‘দ্য রুম হয়ার ইট হেপেন্ড’-এ গোপন নথি প্রকাশ করেছেন এমন অভিযোগ রয়েছে। ২০২০ সালে তার বইটি প্রকাশ আটকানোর চেষ্টা করে ট্রাম্প প্রশাসন। কিন্তু আদালত এটি প্রত্যাখ্যান করেন। এরপর তার বিরুদ্ধে তদন্ত শুরু করা হয়।
তবে ২০২১ সালে জো বাইডেন প্রেসিডেন্ট হয়ে বোল্টনেন বিরুদ্ধে করা তদন্ত ও মামলা দুটিই বাতিল করে দেন।
নিজের সমালোচনা করায় জন বোল্টনের ওপর ক্ষুব্ধ হয়ে আছেন ট্রাম্প। গত জানুয়ারিতে যখন দ্বিতীয়বারের মতো প্রেসিডেন্ট হন তখন তিনি হুমকি দেন ‘আগের শত্রুদের’ তিনি দেখে ছাড়বেন।
এফবিআই প্রধান কাশ প্যাটেল মাইক্রো ব্লগিং সাইট এক্সে শুক্রবার সকাল ৭টার একটু পর একটি পোস্ট করেন। সেখানে তিনি লেখেন ‘কেউই আইনের ঊর্ধ্বে নয়।’ তবে তিনি কারও নাম এতে উল্লেখ করেননি।
সূত্র: রয়টার্স