সাংবাদিক বিভুরঞ্জন সরকারের মতো পরিণতি যেন আর কারো না হয়, সেই প্রার্থনা করেছেন তার ছোট ভাই চিররঞ্জন সরকার। শুক্রবার (২২ আগস্ট) রাতে মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে ভাইয়ের মরদেহ শনাক্ত করার পর এ কথা বলেন তিনি।
৭১ বছর বয়সী বিভুরঞ্জন সরকার দৈনিক আজকের পত্রিকার জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ছিলেন। গত বৃহস্পতিবার সকাল ১০টার দিকে কর্মস্থলে যাওয়ার কথা বলে রাজধানীর সিদ্ধেশ্বরীর বাসা থেকে বের হন তিনি।
এর পর থেকে তার খোঁজ পাওয়া যাচ্ছিল না।
পরে শুক্রবার বিকেলে মুন্সিগঞ্জের গজারিয়ায় মেঘনা নদীতে একজনের মরদেহ ভাসতে দেখে ৯৯৯–এ ফোন করে পুলিশকে জানান স্থানীয়রা। নৌ পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে বিকেল পৌনে ৪টার দিকে মরদেহটি উদ্ধার করেন। মরদেহ দেখে নিখোঁজ সাংবাদিক বিভুরঞ্জনের মনে হওয়ায় ছবি তুলে ঢাকার রমনা থানায় পাঠান তারা।
সেই ছবি দেখে ঢাকা থেকে মুন্সিগঞ্জে যান বিভুরঞ্জনের ভাই চিররঞ্জন সরকার ও ছেলে ঋত সরকার। রাত পৌনে ৯টায় মুন্সিগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে গিয়ে মরদেহটি শনাক্ত করেন তারা।
বাবার মরদেহ দেখে আসার পর ঋত সরকার বলেন, ‘বাবার নাক দিয়ে রক্ত ঝরছিল, কিছু আঘাতের চিহ্ন রয়েছে। এটি আসলে কী কারণে হচ্ছে, আমরা বুঝতে চাই। যারা এ বিষয়ে অভিজ্ঞ, তাদের মাধ্যমে বিষয়টি পরিষ্কার হতে চাই।’
বিভুরঞ্জন সরকারের পরিবারের কারো সঙ্গে কোনো মনোমালিন্য ছিল না জানিয়ে ছোট ভাই চিররঞ্জন সরকার বলেন, ‘কর্মক্ষেত্রে সহকর্মীদের সঙ্গে কিছু ছিল কি না- আমরা জানি না। এটি আত্মহত্যা, না খুন, না পরিকল্পিত কোনো ঘটনা, আমরা জানি না। এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাই না। তিনি কীভাবে মারা গেলেন, সেটি আমরা জানি না। আমি শুধু এটুকুই বলব, এমন পরিণতি যেন আর কারো না হয়।’
কেএন/টিএ