বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক প্রধান নির্বাচক ও বর্তমানে বিসিবির প্রোগ্রাম কো-অর্ডিনেটর মিনহাজুল আবেদীন নান্নু মনে করেন, এশিয়া কাপ ও বিশ্বকাপের মতো বড় আসরের আগে দল নিয়ে পরীক্ষা-নিরীক্ষার কোনো সুযোগ নেই। তার মতে, এখন থেকেই নির্দিষ্ট সেরা একাদশ ও বিশ্বকাপের মূল স্কোয়াডকে সামনে রেখে পরিকল্পনা সাজানো উচিত।
বাংলাদেশ ক্রিকেটের সাম্প্রতিক পারফরম্যান্স নিয়েও ভক্ত ও বিশ্লেষকদের মধ্যে নানা আলোচনা হচ্ছে। নান্নুর মন্তব্যে সেই বিতর্কই যেন আরও জোরালো হলো। আসন্ন এশিয়া কাপকে নান্নু দেখছেন বিশ্বকাপের প্রস্তুতির গুরুত্বপূর্ণ ধাপ হিসেবে। তার ভাষায়, “একটা বড় টুর্নামেন্ট এশিয়া কাপে খেলতে যাচ্ছি। ওই জায়গায় আমি থাকলে কোনো পরীক্ষা-নিরীক্ষা করতাম না। আমি এখন থেকেই প্রস্তুতি নিয়ে নিতাম এশিয়া কাপ ও বিশ্বকাপের।”
তিনি আরও বলেন, “এর মাঝে যদি কারো পারফরম্যান্স এদিক-ওদিক হয়, তবুও মাথায় রাখতে হবে বিশ্বকাপের আগে অন্তত ১৮ জন খেলোয়াড়কে তৈরি রাখতে হবে। এখনো ছয় মাস সময় আছে। তবে নির্বাচকরা যদি এই সময়ে নতুনদের সুযোগ দিয়ে দেখতে চান, আমার কাছে সেটা ঠিক মনে হবে না।”
শেষে নির্বাচক কমিটির উদ্দেশ্যে নান্নু স্পষ্ট পরামর্শ দিয়েছেন- এখনই নির্দিষ্ট পরিকল্পনায় এগিয়ে গিয়ে সেরা একাদশকে গড়ে তুলতে হবে। তার মতে, বিশ্বকাপের আগে দলের স্থিতিশীলতা ও খেলোয়াড়দের আত্মবিশ্বাস গড়ে তোলার এটিই একমাত্র পথ।
নান্নুর মতে, বড় টুর্নামেন্টের জন্য দলের স্থায়িত্ব সবচেয়ে জরুরি। তিনি স্পষ্টভাবেই জানান, “কারণ আপনার দরকার সেরা একাদশ ও সেরা ১৫ জন, যাদের নিয়ে আপনি এশিয়া কাপ ও বিশ্বকাপে যাবেন। এশিয়া কাপও কোনোভাবে ছোট আসর নয়। এখানে এশিয়ার সেরা দলগুলো খেলে। তাই এখানেও আপনার সেরা পারফরম্যান্স প্রয়োজন। আমি একমত নই যদি নির্বাচকরা এখানে পরীক্ষা-নিরীক্ষা করেন। আমার মতে, এখনই সেরা একাদশ চূড়ান্ত করে নিতে হবে।”
কেএন/টিএ