পহেলগাঁও কাণ্ড এবং তার পর ‘অপারেশন সিঁদুর’। ভারত-পাকিস্তান সম্পর্কের বেশ খানিকটা অবনতি হয়েছে গত কয়েক মাসে। তার পরই বন্ধ হয়ে গিয়েছে দু’দেশের সাংস্কৃতিক আদান-প্রদান। গান বা অভিনয়ের ক্ষেত্রে পাকিস্তানি শিল্পীদের নিষিদ্ধ করা হয়েছে এ দেশে, বন্ধ করে দেওয়া হয়েছে তাঁদের সমাজমাধ্যমের পাতা। এ বার পাকিস্তানি শিল্পীদের নিয়ে সরব হলেন পরিচালক বিবেক অগ্নিহোত্রী। এই মুহূর্তে ভারতে নিষিদ্ধ পাক-শিল্পীরা, কিন্তু তাঁদের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন ‘দ্য বেঙ্গল ফাইল্স’ ছবির পরিচালক বিবেক। নেপথ্যে রয়েছে কোন যুক্তি?
এমনিতেই তাঁর আসন্ন ছবি ‘দ্য বেঙ্গল ফাইল্স’ নিয়ে বিতর্ক তুঙ্গে। তাঁর প্রতিটি ছবিই ‘একপেশে প্রচার’ বলে দাগিয়েছেন সমালোচকরা। গেরুয়া শিবিরের ঘনিষ্ঠ বলে তাঁকে নানা হেনস্থারও নাকি সম্মুখীন হতে হয়েছে বলে দাবি বিবেকের। গত লোকসভা নির্বাচনে বিজেপির প্রচারে যোগ দিয়েছিলেন তিনি। এ বার সরকারের নির্দেশ অমান্য করেই পাকিস্তানের সঙ্গে যোগাযোগ বাড়াতে চাইছেন বিবেক? যদিও পরিচালকের কথায়, ‘‘আমি মনে করি, শিল্পীদের কোনও সীমানার মধ্যে বেঁধে রাখা উচিত নয়।
কোনও চরিত্রের জন্য পাক অভিনেতা-অভিনেত্রীদের প্রয়োজন হলে আমি কাজ করব। সেক্ষেত্রে আমি দর্শককে বোঝাব যে, কেন আমি তাঁদের আমি ছবিতে নিয়েছি। আমি বরাবর ভিন্ন রাজনৈতিক মতাদর্শের অভিনেতাদের সঙ্গে কাজ করে এসেছি।
নাসিরুদ্দিন শাহ তার প্রমাণ।’’ পরিচালক ধর্মীয় উস্কানিমূলক ছবি বানান বলে দুর্নাম আছে। যদিও তিনি জানান যে, তাঁর প্রথম সহকারী পরিচালক একজন মুসলিম। তাঁর মা বিবেকের ছবি দেখে পরিচালককে আশীর্বাদ পাঠিয়েছেন।
এফপি/ টিকে