মেগাস্টার চিরঞ্জীবীর সত্তরতম জন্মদিনকে কেন্দ্র করে ভক্তদের জন্য আয়োজন করা হলো এক বিশেষ চমক। জনপ্রিয় পরিচালক অনিল রাভিপুডির সঙ্গে তার নতুন ছবির বহুল প্রতীক্ষিত নাম ঘোষণার মধ্য দিয়ে জমে উঠল এই উৎসব। ছবিটির অফিসিয়াল শিরোনাম প্রকাশ করা হয়েছে মনা শংকর বর প্রসাদ গারু। সঙ্গে যুক্ত হয়েছে উৎসবমুখর ট্যাগলাইন পান্ডাগাকি ভাস্তুন্নারু।
প্রকাশিত শিরোনামের ঝলকেই যেন মিলেছে চিরঞ্জীবীর স্বকীয় মহিমার পরিচয়। বিলাসবহুল গাড়ি থেকে নায়কোচিত ভঙ্গিতে প্রবেশ, সিগারেট ধরানো, স্বভাবসুলভ হাঁটা আর শেষে সেটি ছুঁড়ে ফেলে দেওয়ার দৃশ্যেই উন্মোচিত হয় ছবির নাম। মুহূর্তটিকে আরও বর্ণময় করে তুলেছে বিজয়ী ভেঙ্কটেশের গম্ভীর কণ্ঠে দেওয়া ভয়েসওভার, যা ভক্তদের উত্তেজনায় কাঁপিয়ে তুলেছে।
মেগা ১৫৭ এখন আর শুধু একটি সংখ্যা নয়, এটি যেন উৎসবমুখর ব্লকবাস্টারের অঙ্গীকার। অনিল রাভিপুডির বাণিজ্যিক মুন্সিয়ানা আর চিরঞ্জীবীর চিরকালীন তারকাসত্তা মিলেই ভক্তদের জন্য তৈরি হচ্ছে এক স্মরণীয় উপহার। জন্মদিনের দিনে এই ঘোষণাই হয়ে উঠেছে চিরঞ্জীবী ভক্তদের জন্য সবচেয়ে বড় প্রাপ্তি।
এমকে/টিকে