দেশপ্রেমের গল্পে সিনেমা নির্মাণ করতে চলেছেন তরুণ নির্মাতা সাকিব ফাহাদ, যিনি এর আগে বিজ্ঞাপন নির্মাণ করে হাত পাকিয়েছেন। ‘সোলজার’ শিরোনামের এ সিনেমা দিয়ে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে তার।
সিনেমাটিতে একজন গোয়েন্দা এজেন্টের চরিত্রে দেখা যাবে শাকিব খানকে, যিনি কিনা দেশের বিভিন্ন গুরুত্ব মিশনে নিজেকে নিয়োজিত করেন। এ ছাড়া এতে তার নায়িকা হিসেবে বড় পর্দায় অভিষেক ঘটতে যাচ্ছে ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশার।
আনুষ্ঠানিকভাবে এখনো চুক্তিবদ্ধ না হলেও মৌখিকভাবে তিনিই চূড়ান্ত। যুক্তরাষ্ট্র থেকে শাকিব খান এবং মালয়েশিয়া থেকে পরিচালক সাকিব ফাহাদ ফিরলে এর আনুষ্ঠানিক চুক্তি সম্পন্ন হবে বলেই খবর।
এর মধ্যেই খবর ছড়িয়েছে, সিনেমাটিতে খলনায়ক হিসেবে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। তবে দেশের একটি গণমাধ্যমকে সিনেমাটির সংশ্লিষ্ট একাধিক ঘনিষ্ঠ সূত্র নিশ্চিত করেছে, এতে চঞ্চল থাকছেন না শতভাগ নিশ্চিত।
সূত্রটি জানিয়েছে, ‘সোলজার’-এ শাকিবের প্রতিদ্বন্দ্বী হিসেবে দেখা যেতে পারে মাহফুজ আহমেদকে। এখন প্রাথমিক আলাপ চলছে। এ তালিকায় নাম রয়েছে জাহিদ হাসানেরও। তবে এদের দুজনের মধ্যে কে হচ্ছেন ভিলেন, তা জানা যাবে কিছুদিনের মধ্যেই।
এছাড়াও সিনেমাটিতে আরেকটি বড় চমক থাকতে পারে বলেও জানিয়েছে সেই বিশ্বস্ত সূত্র।
‘সোলজার’-এর শুটিং শুরু হবে আগামী সেপ্টেম্বর থেকে। টানা শুটিংয়ের মধ্য দিয়ে শেষ করে সিনেমাটি আসছে ডিসেম্বরে মুক্তির পরিকল্পনা রয়েছে পরিচালকের।
টিকে/