আবু সাঈদ হত্যা মামলায় অভিযুক্ত পুলিশ কর্মকর্তা ভারতে গ্রেপ্তার

আবু সাঈদ হত্যা মামলার অন্যতম প্রধান অভিযুক্ত, রংপুর মহানগর পুলিশের তৎকালীন সহকারি কমিশনার (এসিপি) মো: আরিফুজ্জামানকে ভারতে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার (২৩ আগস্ট) সন্ধ্যায় তিনি পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলার স্বরূপনগর থানার এলাকা দিয়ে অরক্ষিত সীমান্ত দিয়ে ভারতে প্রবেশের চেষ্টা করছিলেন।

হাকিমপুর সীমান্ত চৌকিতে পাহারাদার বিএসএফ'এর ১৪৩ নম্বর ব্যাটেলিয়ানের সদস্যরা তাকে আটক করেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর রাতে তাকে স্বরূপনগর থানার পুলিশের হাতে হস্তান্তর করা হয়। ভারতের পুলিশ তার কাছ থেকে উদ্ধারকৃত পরিচয়পত্র ও সরকারি নথি দেখে নিশ্চিত হয় যে, তিনি বাংলাদেশ পুলিশের কর্মকর্তা এবং নীলফামারী জেলার শাহীপাড়া এলাকার বাসিন্দা।

তবে আটকের খবর ছড়িয়ে পড়ার পর পরিচয় নিয়ে ধোঁয়াশা সৃষ্টি হয়। বিএসএফ ও স্থানীয় পুলিশ এই ঘটনায় গোপনীয়তা বজায় রাখে। ভারতের পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন, অবৈধভাবে সীমান্ত অতিক্রমের অভিযোগে বাংলাদেশের একজন পুলিশের গ্রেপ্তার হওয়া সাম্প্রতিককালে বিরল ঘটনা।

গ্রেপ্তার আরিফুজ্জামানের বিরুদ্ধে ভারতের ১৪(এ) ফরেনার্স আইন এবং ১২ ধারা, ভারতীয় পাসপোর্ট আইনে মামলা দায়ের করা হয়েছে। রোববার কড়া নিরাপত্তার মধ্যে তাকে বসিরহাট মহকুমা আদালতে হাজির করলে অতিরিক্ত মুখ্য বিচারক ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত বছরের ১৬ জুলাই বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সামনে পুলিশের গুলিতে নিহত হন কোটা সংস্কার আন্দোলনের সক্রিয় কর্মী আবু সাঈদ। সংঘর্ষে পুলিশ টিয়ার গ্যাস নিক্ষেপ ও লাঠিচার্জ চালানোর পরও তিনি দৃঢ়ভাবে দাঁড়িয়ে ছিলেন, শেষ পর্যন্ত পুলিশের গুলিতে নিহত হন। রংপুর বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের সেই সেক্টরে আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে কর্মরত ছিলেন গ্রেপ্তারকৃত আরিফুজ্জামান।

৪৮ বছর বয়সী আরিফুজ্জামান তখন রংপুর মহানগর পুলিশের সহকারি কমিশনার ছিলেন। তিনি সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছের ঘনিষ্ঠ ছিলেন। গত বছরের ৫ আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানের পর তিনি কর্মস্থলে অনুপস্থিত হয়ে গা ঢাকা দেন। পরে তাকে সাময়িক বরখাস্ত করা হয়। নিজের প্রাণভয়ে তিনি বাংলাদেশের সাতক্ষীরা এলাকায় আত্মগোপন করেছিলেন।

এদিকে সীমান্ত পেরিয়ে বাংলাদেশের এক পুলিশ কর্মকর্তার ভারতে অনুপ্রবেশ নিয়ে রাজনৈতিক বিতর্ক শুরু হয়েছে। কলকাতার মেয়র ও পশ্চিমবঙ্গের মন্ত্রী ফিরহাদ হাকিম বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের অধীনে বিএসএফ অনুপ্রবেশকারীদের ভারতে ঢোকাচ্ছে, তারপরই গ্রেপ্তার করছে। যদি তারা ঢুকতে না দেয়, তবে কীভাবে প্রবেশ করছে? যদি সত্যিই নিয়ন্ত্রণে না রাখতে পারেন, তবে পদত্যাগ করা উচিত।”

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
বিশ্বের দূষিত শহরের তালিকায় শীর্ষে জাকার্তা, ঢাকা অবস্থান ১৫তম Aug 25, 2025
img
দাবার গুটি উল্টে যাচ্ছে, মিত্র হারিয়ে কোণঠাসা নেতানিয়াহু! Aug 25, 2025
img
গাজায় প্রাণ হারাল আরও ৫১, মানবিক সহায়তা নিতে গিয়ে প্রাণ গেল ২৪ জনের Aug 25, 2025
img
নিষিদ্ধ ছাত্রলীগ নেতা সজীব গ্রেপ্তার Aug 25, 2025
img
ইসরায়েলের হামলায় গাজা সিটির এক হাজারেরও বেশি ভবন ধ্বংস Aug 25, 2025
img
গাইবান্ধা জেলা বিএনপির সহসভাপতি নিশাদ বহিষ্কার Aug 25, 2025
img
অমৎস্যজীবীদের জলাশয় ইজারা দেওয়া যাবে না: প্রাণিসম্পদ উপদেষ্টা Aug 25, 2025
img
মাগুরায় ট্রাকের ধাক্কায় প্রাণ গেল যুবকের Aug 25, 2025
img
প্রায় দুই দশক পর পর্দায় একসঙ্গে অক্ষয় ও সাইফ Aug 25, 2025
img
২১ বার অস্ত্রোপচার শেষে ঘরে ফিরলেন মাইলস্টোনের শিক্ষক নিশি আক্তার Aug 25, 2025
img
পিআর নিয়ে এত ভয় কেন, আসেন ডিবেট করি: তাহের Aug 25, 2025
img
জনগণের সমস্যার সমাধানই আমার অঙ্গীকার : আমিনুল হক Aug 25, 2025
img
“পুরো শরীর প্লাস্টিকের?” নেটিজেনদের কটাক্ষে মৌনী রায়ের পাল্টা জবাব Aug 25, 2025
img
কিশোরগঞ্জে ফজলুর রহমানকে অবাঞ্ছিত ঘোষণা, ছবিতে জুতা নিক্ষেপ Aug 25, 2025
img
নগরবাসীর স্বাস্থ্যসেবা নিশ্চিতে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান একসঙ্গে কাজ করবে Aug 25, 2025
img
রুমিন ফারহানার ওপর হামলার প্রতিবাদে বিক্ষোভ ও সড়ক অবরোধ Aug 25, 2025
img
ফজলুর রহমানকে নিয়ে ৯৭ সংগঠনের যৌথ বিবৃতি Aug 25, 2025
img
পর্যটন ভিসা ফি ১৩৫ শতাংশ বাড়ালো যুক্তরাষ্ট্র Aug 25, 2025
img
হেফাজত আমিরের সঙ্গে সাক্ষাৎ করলেন গণঅধিকার পরিষদ নেতারা Aug 25, 2025
img
প্রেমের টানে কুষ্টিয়ায় এসে চীনা যুবকের বিয়ে Aug 25, 2025