তিন দফা দাবিতে কুয়েটে শিক্ষক-শিক্ষার্থীদের মশাল মিছিল

নবম গ্রেডে সহকারী প্রকৌশলী পদে বিএসসি ইঞ্জিনিয়ারদের পরীক্ষা গ্রহণসহ তিন দফা দাবিতে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) মশাল মিছিল করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা।

রোববার (২৪ আগস্ট) রাতে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে থেকে মশাল মিছিলটি বের হয়ে ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ মিনারের সামনে গিয়ে শেষ হয়। প্রকৌশল অধিকার আন্দোলনের ব্যানারে আয়োজিত এ মিছিলে শতাধিক শিক্ষক-শিক্ষার্থী অংশ নেন।


এর আগে স্টুডেন্ট ওয়েলফেয়ার সেন্টারের সামনে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, প্রকৌশল সেক্টরে বৈষম্য তৈরি করে ডিপ্লোমাধারীদের অযৌক্তিকভাবে কোটা প্রদানের সুযোগ রাখা যাবে না। সমাবেশে তারা তিনটি দাবি তুলে ধরেন—

প্রথমত, নবম গ্রেডে সহকারী প্রকৌশলী বা সমমান পদে নিয়োগের ক্ষেত্রে সবাইকে সমানভাবে প্রতিযোগিতামূলক পরীক্ষায় অংশ নিতে হবে। এ ক্ষেত্রে চাকরিপ্রার্থীদের ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা হতে হবে বিএসসি ইন ইঞ্জিনিয়ারিং ডিগ্রি। কোনো ধরনের কোটা বা সমমান পদ তৈরি করে পদোন্নতির সুযোগ দেওয়া যাবে না। দ্বিতীয়ত, দশম গ্রেডে উপ-সহকারী প্রকৌশলী বা সমমান পদে ডিপ্লোমা ডিগ্রিধারীদের শতভাগ কোটা বাতিল করতে হবে। এ পদে ন্যূনতম যোগ্যতা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং হলেও, উচ্চতর যোগ্যতা সম্পন্ন বিএসসি বা এমএসসি ডিগ্রিধারীরা যেন আবেদন করতে পারে সেই সুযোগ রাখতে হবে।

তৃতীয়ত, বিএসসি ডিগ্রিধারী ছাড়া কেউ নামের আগে ‘ইঞ্জিনিয়ার’ পদবি ব্যবহার করতে পারবে না। কেউ করলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে হবে।

মশাল মিছিলে কুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক ও রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (রুয়েট) ছাত্রকল্যাণ পরিচালক ড. মো. রবিউল ইসলাম সরকার উপস্থিত ছিলেন। তারা শিক্ষার্থীদের আন্দোলনের প্রতি সমর্থন জানিয়ে বলেন, প্রকৌশল সেক্টরে ন্যায্যতার ভিত্তিতে নিয়োগ নিশ্চিত করতে এ আন্দোলন চলবে।ড. রবিউল ইসলাম সরকার শিক্ষার্থীদের আগাম আন্দোলনকে আরও সুসংগঠিত করার বিষয়ে দিকনির্দেশনা দেন। এ সময় কুয়েটের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০ ব্যাচের শিক্ষার্থী আরমান হোসেন ও আবু সায়েম বক্তব্য দেন।

সমাবেশ শেষে কুয়েটের ছাত্রকল্যাণ পরিচালক প্রফেসর ড. বি. এম. ইকরামুল হক সমাপনী বক্তব্যে বলেন, আমরা এই আন্দোলনে একাত্মতা ঘোষণা করছি। ডিপ্লোমা কোটার অবসান না হওয়া পর্যন্ত আন্দোলন চলবে। সবার ঐক্যবদ্ধ প্রচেষ্টাতেই প্রকৌশলীদের ন্যায্য অধিকার আদায় সম্ভব। 

ইউটি/টিএ


Share this news on:

সর্বশেষ

img
সংসদ নির্বাচনে কালো টাকার ছড়াছড়ি হলে ব্যবস্থা নেবে দুদক Aug 25, 2025
img
কনস্যুলেটে হামলা, যুক্তরাষ্ট্র পদক্ষেপ নেবে বলে আশাবাদী রাষ্ট্রদূত মুশফিক Aug 25, 2025
img
কালীনি প্রিয়দর্শনকে কেন্দ্র আসছে করে নতুন সুপার ন্যাচারাল মুভি চন্দ্রা Aug 25, 2025
img
ঝুলে থাকা তরুণকে গুলি: ঘটনায় জড়িত ৪ জনকে হাজিরে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ Aug 25, 2025
img
বেঁচে থাকার সাংবিধানিক অধিকার চাই, বক্তব্য ভুল হলে ক্ষমা চাইব: ফজলুর Aug 25, 2025
img
রিজওয়ান ও মাসুদকে অধিনায়ক রাখা-না রাখার সিদ্ধান্তে পিসিবির মন্তব্য! Aug 25, 2025
দীপাবলিতে ২৫০ কোটি টাকার প্রাসাদে উঠছেন আম্বির-আলিয়া! Aug 25, 2025
img
ভুয়া মামলায় গ্রেপ্তার করা হয়েছে তৌহিদ আফ্রিদিকে: রাশেদ খাঁন Aug 25, 2025
img
বিশালের ৩৫তম ছবি ‘মাকুটাম’ আনুষ্ঠানিক ঘোষণা Aug 25, 2025
প্রাথমিক স্বাস্থ্যসেবা দিতে ৫ প্রতিষ্ঠানের সঙ্গে ডিএনসিসির চুক্তি Aug 25, 2025
img
তৌহিদ আফ্রিদির ৫ দিনের রিমান্ড মঞ্জুর Aug 25, 2025
img
ফজলুর রহমানের বাসার সামনে ছাত্র-জনতার বিক্ষোভ, সেনা-পুলিশ মোতায়েন Aug 25, 2025
img
বিদেশ থেকে ২ ইউটিউবার আমাকে হত্যা করতে বলছে: ফজলুর রহমান Aug 25, 2025
৭ সমুদ্র ১৩ নদীর ওপার থেকেও তারেক রহমান আমাদের এক রেখেছেন! Aug 25, 2025
img
টিসিবিতে দুর্নীতির অভিযোগ তুলনামূলক কম: বাণিজ্য সচিব Aug 25, 2025
img
হলুদ শাড়িতে নজর কাড়লেন কুসুম শিকদার Aug 25, 2025
বেতনে বড় ছাড় দিচ্ছেন সালমান খান! Aug 25, 2025
তামিম একজন ভালো খেলোয়াড়, যদি সে দলে আসে, তাহলে ক্রিকেটের জন্য ভালো হবে; বাবু Aug 25, 2025
'যে ছাত্রদল ডাকসু চায়নি, তারাই এখন শিক্ষার্থীদের ইশতেহার দেয়' Aug 25, 2025
নজরদারির অপব্যবহার রুখতে সরকারের বিশেষ কমিটি Aug 25, 2025