তিনটি ফরম্যাটে ভিন্ন অধিনায়কের অধীনে খেলছে পাকিস্তান। টেস্টের অধিনায়ক শান মাসুদ ও ওয়ানডের অধিনায়ক মোহাম্মদ রিজওয়ান এখনও পর্যন্ত উল্লেখযোগ্য সাফল্য না পাওয়ায় তাদের অধিনায়কত্ব হারানোর গুঞ্জন ক্রমেই জোর ধরেছিল। তবে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সোমবার (২৫ আগস্ট) এ খবর সম্পূর্ণ ভিত্তিহীন বলে জানিয়েছে।
পিসিবির একটি সূত্র জিও সুপারকে জানিয়েছে, শান মাসুদকে টেস্ট অধিনায়ক থেকে সরিয়ে সৌদ শাকিলকে বসানোর কোনো পরিকল্পনা নেই। একইভাবে, রিজওয়ানের ওয়ানডে অধিনায়কত্ব নিয়ে জল্পনাও সম্পূর্ণভাবে অযথা। নির্বাচক কমিটি অধিনায়ক পরিবর্তন নিয়ে কোনো আলোচনা করেনি এবং খেলোয়াড়দের চুক্তির ক্যাটাগরিতেও কোনো পরিবর্তন আনা হয়নি।
এ ব্যাপারে পিসিবি সামাজিক যোগাযোগমাধ্যমে নিশ্চিত করেছে যে, সৌদকে মাসুদের স্থলাভিষিক্ত করা বা রিজওয়ানের অধিনায়কত্ব নেওয়ার কোনো প্রস্তাব নেই।
অন্যদিকে, পাকিস্তান আগামী ২৯ আগস্ট থেকে ৭ সেপ্টেম্বর পর্যন্ত ত্রিদেশীয় সিরিজ খেলবে। সিরিজে আফগানিস্তান ও সংযুক্ত আরব আমিরাত অংশ নিচ্ছে, এবং সব ম্যাচ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। সিরিজ শেষে পাকিস্তান তাদের এশিয়া কাপ অভিযানে মনোনিবেশ করবে।
এশিয়া কাপে পাকিস্তান গ্রুপ ‘এ’-তে ভারত, আমিরাত ও ওমানের সঙ্গে থাকবে। গ্রুপ ‘বি’-তে বাংলাদেশ, আফগানিস্তান, শ্রীলঙ্কা ও হংকং। পাকিস্তান ১২ সেপ্টেম্বর ওমানের বিপক্ষে ম্যাচ দিয়ে এশিয়া কাপ অভিযান শুরু করবে। ১৪ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে হাইভোল্টেজ ভারত-পাকিস্তান ম্যাচ। গ্রুপপর্বে শেষ ম্যাচ ১৭ সেপ্টেম্বর স্বাগতিক আমিরাতের বিপক্ষে।
এসএস/এসএন