বলিউডের বিতর্কিত অভিনেত্রী খুশি মুখার্জির বাড়ি থেকে ২৫ লাখ রুপি (বাংলাদেশি মুদ্রায় ৩৪ লাখ ৮১ হাজার টাকা) মূল্যের গহনা চুরি হয়েছে বলে অভিযোগ করেছেন এই অভিনেত্রী। বাড়ির পরিচারিকাই এই চুরির পেছনে রয়েছেন বলে সন্দেহ করা হচ্ছে। কারণ ঘটনার পর থেকে তিনি পলাতক।
প্রাক্তন ‘স্প্লিটভিলা’ প্রতিযোগী খুশি মুখার্জি বলেন, ‘নিজের বাড়ির ভেতরে যাকে বিশ্বাস করতাম, সেই যদি এমন বিশ্বাসঘাতকতা করে, সেটা খুবই হৃদয়বিদারক।
গহনার থেকে বড় ক্ষতি হলো আমার নিরাপত্তা ও বিশ্বাস হারিয়ে যাওয়া।’
এ ঘটনার পর মানসিকভাবে অনেকটা ভেঙে পড়েছেন বাঙালি অভিনেত্রী খুশি। এ অভিনেত্রী জানিয়েছেন, আইনত কঠোর পদক্ষেপ নিয়েছেন। খুব শিগগির পুলিশ তদন্ত শুরু করবে।
পলাতক পরিচারিকাকে খুঁজে বের করে ন্যায়বিচার নিশ্চিত করার চেষ্টা করবে বলেও জানিয়েছেন খুশি।
কলকাতায় জন্মগ্রহণ করেন খুশি মুখার্জি। ২০১৩ সালে তামিল ভাষার ‘অঞ্জল তুরাই’ সিনেমা দিয়ে অভিনয় জীবন শুরু করেন। এরপর তেলেগু ভাষার ‘ডোঙ্কা প্রেমা’, ‘হার্ট অ্যাটার্ক’, হিন্দি ভাষার ‘শ্রীনগর’ সিনেমায় অভিনয় করেন।
তবে ভারতীয় টেলিভিশন রিয়েলিটি শোয়ে অংশ নিয়ে অধিক পরিচিতি লাভ করেন।
সাহসী পোশাক পরে প্রায়ই আলোচনায় উঠে আসেন ২৮ বছর বয়সী খুশি মুখার্জি। কয়েক মাস আগে মুম্বাইয়ের একটি ক্যাফের বাইরে খোলামেলা পোশাকে পাপারাজ্জিদের ক্যামেরাবন্দি হন। সেই ছবি ছড়িয়ে পড়ার পর তুমুল বিতর্কের মুখে পড়েন এই অভিনেত্রী।
এসএন