ধর্ম উপদেষ্টা অধ্যাপক ড. আ ফ ম খালিদ হোসেন বলেছেন, “বিগত ৫৪ বছর ধরে এ দেশের সম্পদ লুট হয়েছে। যারা এই সম্পদ লুট করেছে বা দেশের বাইরে পালিয়েছে, তারা কখনও দেশপ্রেমিক হতে পারে না।”
সোমবার (২৫ আগস্ট) সন্ধ্যায় চট্টগ্রামে বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের উদ্যোগে আয়োজিত আজিমুশশান মিলাদুন্নবী (স.) মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
ধর্ম উপদেষ্টা আরও বলেন, “সিরাতের আলোকে আমাদের সমাজ গড়ে তুলতে হবে। আগামীতে নেককার মুত্তাকি মানুষের হাতে রাষ্ট্রীয় ক্ষমতা তুলে দিতে হবে। দ্বিনের স্বার্থে ও বাংলাদেশের কল্যাণে সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।”
মাহফিলে সভাপতিত্ব করেন বাংলাদেশ আহলুস সুন্নাত ওয়াল জামায়াত চট্টগ্রামের সভাপতি এবং বায়তুশ শরফ কামিল মাদরাসার সাবেক অধ্যক্ষ ড. মাওলানা সাইয়েদ মোহাম্মদ আবু নোমান। সঞ্চালনা করেন মাওলানা মোহছেন আল হুসাইনী ও মাওলানা ইরফানুল হক।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন আওলাদে রাসূল (স.), ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর (সদস্য) ও আন্দরকিল্লাহ জামে মসজিদের খতিব আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী। প্রধান আলোচক ছিলেন প্রখ্যাত মুফাসসির মাওলানা ক্বারী আব্দুল্লাহ আল-আমিন।
মাহফিলে দেশবরেণ্য উলামায়ে কেরাম এবং ইসলামী চিন্তাবিদরা বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। এছাড়াও মাহফিলে আহলুস সুন্নাত ওয়াল জামায়াতের আয়োজিত রচনা প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয় এবং বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
মাহফিলের সমাপ্তি মোনাজাতের মাধ্যমে করা হয়, যা পরিচালনা করেন আওলাদে রাসূল (স.), ইসলামিক ফাউন্ডেশনের বোর্ড অব গভর্নর (সদস্য) ও আন্দরকিল্লাহ জামে মসজিদের খতিব আল্লামা সাইয়েদ আনোয়ার হোসাইন তাহের জাবেরী আল মাদানী।
এসএস/এসএন