বার্সেলোনায় সময়টা খুব একটা সুখের কাটেনি ওসমান ডেম্বেলের। ইনজুরির কারণে সাইডলাইনে থেকেছেন অনেকটা সময়। তবে সেই কঠিন সময়েও জীবনের সবচেয়ে বড় শিক্ষা পেয়েছেন তিনি লিওনেল মেসির কাছ থেকে।
২০১৭ সালে বার্সায় যোগ দেওয়ার পর থেকেই মেসির সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে ওঠে ডেম্বেলের। চার মৌসুম একসঙ্গে খেলেছেন, ভাগাভাগি করেছেন ড্রেসিংরুমও। এমনকি মেসির পাশের লকারটাও বরাদ্দ হয়েছিল ফরাসি ফরোয়ার্ডের জন্য।
ফোরফোরটু-কে দেওয়া এক সাক্ষাৎকারে ডেম্বেলে জানান, “প্রথম দিন থেকেই আমার সঙ্গে মেসির সম্পর্কটা দারুণ ছিল। আমার লকার ছিল তার একদম পাশে। আমাকে অনেক বিষয়ে পরামর্শ দিতেন, যেন আগেই বুঝে যেতেন আমি কী চাই। তিনি বলেছিলেন-স্বপ্ন পূরণ করতে চাইলে সিরিয়াস হতে হবে। এরপর থেকে তার খেলা আরও মনোযোগ দিয়ে দেখতাম, শিখতাম।”
ডেম্বেলের মতে, মাঠে মেসির অবস্থান, চলাফেরা, কৌশল সবকিছুই ছিল শেখার মতো। তিনি বলেন, “মেসি নাম্বার টেন হোক বা নাম্বার নাইন, মাঠে অবস্থান নেওয়ার কৌশলটা ছিল অসাধারণ। চার-পাঁচ মিনিট হয়তো তাকে দেখা যায় না, কিন্তু বল পেলেই যেন আগেই লেখা থাকে কী করতে হবে।”
শুধু তাই নয়, সতীর্থদের সঙ্গেও মেসির অসাধারণ বোঝাপড়া ছিল বলে জানিয়েছেন ডেম্বেলে। “জর্দি আলবা কখন সামনে উঠবে, কখন বল বাড়াবে-সব যেন মেসির আগে থেকেই জানা থাকত। তিনি ফুটবলকে ভীষণ গভীরভাবে বোঝেন। নিজের অবস্থান সবসময় নিখুঁতভাবে ঠিক করতেন। আর বল পায়ে থাকলে তিনি কী করতে পারেন, সেটা তো আমরা সবাই জানি।”
চার মৌসুমে মেসির সঙ্গে ৯৫ ম্যাচ খেলেছেন ডেম্বেলে। মেসি ২০২১ সালে পিএসজিতে পাড়ি জমালেও স্মৃতিগুলো এখনও তার ভীষণ প্রিয়।
এসএস/টিকে