খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা: বুলু

বেগম খালেদা জিয়া দেশের প্রথম নারী মুক্তিযোদ্ধা বলে মন্তব্য করেছেন বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান বরকতউল্লা বুলু। সোমবার (২৫ আগস্ট) বেলা দুইটার দিকে কুমিল্লা নগরীর টাউন হল মাঠে আদর্শ সদর উপজেলা বিএনপির সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।  

বরকতউল্লা বুলু বলেন, ‘শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা দিয়ে ওনার প্রিয় সহধর্মিণী বেগম খালেদা জিয়াকে একটি চিরকুট পাঠিয়েছিলেন। চিঠিতে লেখা ছিল, “তুমি যেভাবে হোক তোমার দুটি নাবালক সন্তানকে পালিয়ে আত্মীয়স্বজনের বাড়িতে চলে যাও। ঢাকা বা দিনাজপুর যেখানে যাও, বেঁচে থাকলে দেখা হবে, দেশ স্বাধীন হলে দেখা হবে, নাইলে মাফ করে দিয়ো।” এ চিঠি পাওয়ার পর বেগম জিয়া অনেক কষ্টে ঢাকায় আসলেন, সিদ্ধেশ্বরীতে ওনার এক আত্মীয়ের বাসায় আত্মগোপনে রইলেন। কিন্তু পাক হানাদার বাহিনী তাকে খুঁজতে খুঁজতে ১৯৭১ সালের ২২ জুলাই দুই সন্তানসহ গ্রেপ্তার করে ক্যান্টনমেন্টে নিয়ে যায়। সেখানে তিনি বন্দী ছিলেন। কাজেই বেগম খালেদা জিয়াই হচ্ছেন বাংলাদেশের প্রথম মহিলা মুক্তিযোদ্ধা।’

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় বিএনপির বিকল্প নেই মন্তব্য করেন দলটির ভাইস চেয়ারম্যান। তিনি বলেন, ‘শহীদ জিয়াউর রহমান যদি দল গঠন করে না যেতেন, তাহলে বাংলাদেশের মানচিত্র অনেক আগেই পরিবর্তন হয়ে যেত। অনেক আগেই আমরা সিকিমের মতো একটি অঙ্গরাজ্যে পরিণত হতাম। বাংলাদেশকে যদি টিকে থাকতে হয়, বাংলাদেশের অর্থনীতি ও মানুষের স্বাধীনতাকে যদি টিকিয়ে রাখতে হয় এবং আগামী প্রজন্ম যদি স্বাধীন দেশে বসবাস করতে চায়, তাহলে বিএনপির কোনো বিকল্প নেই। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় গ্যারান্টি দিতে পারা একমাত্র দলই হচ্ছে এটি।’

জামায়াতের সমালোচনা করে বুলু বলেন, ‘যাঁরা ধর্ম, হাদিস-কোরআন ও সৎ মানুষের কথা বলেন, আপনাদের তো আমরা দেখেছি, আপনাদের চরিত্র আমরা দেখেছি। ৭১ সালে আপনারা পাকিস্তানের পক্ষে গেলেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান এ দেশের স্বাধীনতা ঘোষণা দিয়েছেন, আপনারা তাঁকে মানেন না। আপনারা সব সময় ইতিহাসের বিপক্ষে অবস্থান করেন, ইতিহাসের সপক্ষে আপনারা কখনো আসেননি। ৫ আগস্টের পর ডাক্তার শফিক সাহেব আপনি বললেন, আমরা আওয়ামী লীগকে মাফ করে দিলাম। বসুন্ধরার আহমেদ আকবর সোবহানের হেলিকপ্টারে করে আপনি দেশে ঘুরে বেড়ালেন আর সৎ শাসন-সুশাসনের কথা বললেন।’

এ প্রসঙ্গে বিএনপির এই নেতা আরও যোগ করে বলেন, ‘জামায়াতে ইসলামী করলে নাকি আপনি বেহেশতে চলে যাবেন, তাদের নেতারা এসব বলেন। যারা এসব বলে থাকেন, তারা কখনো মুসলমান হতে পারে না। কারণ, বেহেশতে কে যাবে এটি একমাত্র আল্লাহ তায়ালাই নির্ধারণ করবেন।’ 

তিনি বলেন, নির্বাচিত সরকার ছাড়া দেশে পরিকল্পিত কোনো উন্নয়ন হবে না। নির্বাচিত সরকার এলে এবং তারেক রহমান সরকার গঠন করলেই কেবল বাংলাদেশের ঋণগুলো শোধ করা যাবে। তবে কিছু ধর্মব্যবসায়ী পিআরের (পদ্ধতি) জন্য মাঠে নেমেছে, যে পিআরের কোথাও কোনো অস্তিত্বই নেই।

সম্মেলনে প্রধান বক্তা ছিলেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমিন-উর-রশিদ। এর উদ্বোধন করেন বিএনপির কেন্দ্রীয় কর্মসংস্থানবিষয়ক সম্পাদক ও কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক জাকারিয়া তাহের। উপজেলা বিএনপির আহ্বায়ক রেজাউল কাইয়ুমের সভাপতিত্বে ও সদস্যসচিব সফিউল আলমের সঞ্চালনায় সম্মেলনে বিশেষ অতিথির বক্তব্য দেন দলটির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক সেলিম ভূঁইয়া, সহসাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, বিএনপির শিল্পবিষয়ক সম্পাদক আবুল কালাম, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী, কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সদস্যসচিব আশিকুর মাহমুদ ও মহানগর বিএনপির সদস্যসচিব ইউসুফ মোল্লা প্রমুখ।

সম্মেলনের পর কুমিল্লা আদর্শ সদর উপজেলা বিএনপির সভাপতি পদে বর্তমান আহ্বায়ক রেজাউল কাইয়ুম ও সাধারণ সম্পাদক পদে বর্তমান সদস্যসচিব সফিউল আলম রায়হানের নাম ঘোষণা করা হয়।

ইউটি/টিএ

Share this news on:

সর্বশেষ

img
বিমানের বাংলাদেশের চেয়ারম্যান হলেন উপদেষ্টা শেখ বশিরউদ্দীন Aug 26, 2025
img
ই-স্পোর্টস এখন শুধু বিনোদন নয়, একটি সম্ভাবনাময় পেশা: ক্রীড়া উপদেষ্টা Aug 26, 2025
img
পরিচারিকার বিরুদ্ধে চুরি ও নির্যাতনের অভিযোগ শ্রীময়ী-কাঞ্চন জুটির Aug 26, 2025
img
চীন সফরের উদ্দেশ্যে শাহজালালে এনসিপির আট নেতা Aug 26, 2025
img
নারায়ণগঞ্জে হাসিনা ও কাদেরসহ ১৪ জনের বিরুদ্ধে চার্জশিট দাখিল Aug 26, 2025
img
বাংলাদেশ সীমান্তের পরিস্থিতি বদলে গেছে, ঘনিষ্ঠ নজরদারি চলছে: মেঘালয়ের মুখ্যমন্ত্রী Aug 26, 2025
img
সংস্কার বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত হলে নির্বাচন আগামীকালও হতে পারে: হাসনাত আবদুল্লাহ Aug 26, 2025
img
নিখিলের সঙ্গে বিয়ে হয়েছিল, তবে সেটা আইনিভাবে নয় : নুসরাত Aug 26, 2025
img
দলীয় পদ স্থগিতের বিষয়ে মুখ খুললেন ফজলুর রহমান Aug 26, 2025
img
শিক্ষার্থীদের হাতে গোলাপ দিয়ে নির্বাচনী প্রচারণা শুরু করলেন সাদী Aug 26, 2025
img
কালচারাল ফ্যাসিস্টরাই আমাদের ফেস্টুন বিকৃত করেছে: সাদিক কায়েম Aug 26, 2025
img
অমিতাভের নাতি নয়, শাহরুখ কন্যার পার্টনার এখন সালমানের ভাতিজা! Aug 26, 2025
img
শাহবাগে ‘লংমার্চ টু ঢাকা’ কর্মসূচি ঘোষণা বুয়েট শিক্ষার্থীদের Aug 26, 2025
img
জর্জিনাকে দেওয়া রোনালদোর আংটির দাম ‘৫ মিলিয়ন’, আছে বিশেষ বার্তাও! Aug 26, 2025
img
দেশের বাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম Aug 26, 2025
img
নিখোঁজের পর মৃত অবস্থায় মিলল নিলয়ের পোষা কুকুর টাইসন Aug 26, 2025
img
সাহসী সিদ্ধান্তে বলিউডে কার্তিকের নতুন রূপ Aug 26, 2025
img
‘ভিনিসিয়ুসের যে আচরণ, তাকে রিয়ালের জার্সিতে মানায় না’ Aug 26, 2025
img
তৃতীয় দিনে ৩০৯টি আবেদনের শুনানি করেছে ইসি Aug 26, 2025
img
বলিউড অ্যাকশন আর আবেগের মিশ্রণে আসছে 'হাইওয়ান' Aug 26, 2025