চ্যাটজিপিটিকে প্রাধান্য দিচ্ছে অ্যাপল, মামলা দিল ইলন মাস্ক

প্রযুক্তি জগতের আলোচিত ব্যক্তিত্ব ইলন মাস্ক আবারও নতুন বিতর্কের কেন্দ্রে। তার কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি এক্সএআই মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপল ও জনপ্রিয় এআই প্ল্যাটফর্ম ওপেনএআই-এর বিরুদ্ধে বড় ধরনের মামলা করেছে।

মামলার মূল অভিযোগ, অ্যাপল ইচ্ছাকৃতভাবে চ্যাটজিপিটি-কে প্রাধান্য দিয়ে প্রতিদ্বন্দ্বী এআই অ্যাপগুলোর পথ আটকে দিচ্ছে। এতে মাস্কের তৈরি গ্রক অ্যাপ জনপ্রিয়তার দিক থেকে পিছিয়ে পড়ছে।

মামলায় অভিযোগ করা হয়েছে, অ্যাপল ও ওপেনএআই একসঙ্গে বাজারের নিয়ন্ত্রণ নিজেদের হাতে রাখতে চাইছে। অ্যাপেল ও ওপেনএআই উদ্ভাবনী প্রতিষ্ঠানগুলোকে প্রতিযোগিতার বাইরে ঠেলে দিচ্ছে।

মামলার নথিতে বলা হয়েছে, অ্যাপল তার নিজস্ব অ্যাপ স্টোর-এ চ্যাটজিপিটি-কে শীর্ষ স্থানে রাখছে। অন্যদিকে গ্রকসহ প্রতিদ্বন্দ্বী এআই চ্যাটবটগুলোর র‌্যাংকিং ইচ্ছাকৃতভাবে নিচে নামিয়ে দেওয়া হচ্ছে।

শুধু তাই নয়, অ্যাপল প্রতিদ্বন্দ্বী এআই অ্যাপগুলোর ক্ষেত্রে অ্যাপ অনুমোদনের প্রক্রিয়াও অস্বাভাবিকভাবে দীর্ঘায়িত করছে। এর ফলে ব্যবহারকারীদের কাছে পৌঁছানোর সুযোগ কমে যাচ্ছে।

এক্স এআই এর মতে, অ্যাপল ও ওপেনএআই-এর মধ্যে এক ধরনের একচেটিয়া চুক্তি হয়েছে। এই চুক্তির আওতায় অ্যাপল তার আইফোন, আইপ্যাড এবং ম্যাক ডিভাইসে ওপেনএআই-এর চ্যাটজিপিটি সরাসরি একীভূত করেছে।

এর ফলে চ্যাটজিপিটি এখন অ্যাপলের নিজস্ব বুদ্ধিমান সেবার অংশ হয়ে গেছে। এতে চ্যাটজিপিটি বিলিয়ন সংখ্যক ব্যবহারকারীর নির্দেশনা বা প্রম্পট পাচ্ছে। যা অন্যান্য প্রতিদ্বন্দ্বী এআই প্ল্যাটফর্মের পক্ষে সম্ভব নয়।

ইলন মাস্ক এক্স-এ ক্ষোভ প্রকাশ করে বলেছেন, “ওপেনএআই ছাড়া অন্য কোনো এআই কোম্পানির পক্ষে অ্যাপ স্টোরে এক নম্বরে ওঠা প্রায় অসম্ভব।”

তবে এই দাবি নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। অনেক ব্যবহারকারী প্রমাণ দেখিয়েছেন যে, ডিপসিক এবং পারপ্লেক্সিটি নামের প্রতিদ্বন্দ্বী এআই অ্যাপগুলোও ইতিমধ্যেই অ্যাপ স্টোরের শীর্ষে উঠে গিয়েছিল।

প্রযুক্তি বিশ্লেষকদের মতে, এই মামলা একচেটিয়া ব্যবসা বিরোধী আইন বা অ্যান্টিট্রাস্ট আইন অনুযায়ী বড় গুরুত্ব পেতে পারে।

এর আগে গুগল অ্যাপলের বিরুদ্ধে একই ধরনের মামলায় হেরে গিয়েছিল। গুগলকে ডিফল্ট সার্চ ইঞ্জিন হিসেবে রাখতে অ্যাপল অর্থের বিনিময়ে চুক্তি করেছিল। আদালত এই চুক্তিকে প্রতিযোগিতা-বিরোধী বলে রায় দেয়।

বিশেষজ্ঞদের ধারণা, অ্যাপল ও ওপেনএআই-এর বর্তমান অংশীদারিত্বকেও আদালত সেই একই দৃষ্টিকোণ থেকে বিবেচনা করতে পারে।

এফপি/ এস এন

Share this news on:

সর্বশেষ

img
জামায়াতের পিআর পদ্ধতির আন্দোলন পরিকল্পিত রাজনৈতিক প্রতারণা : নাহিদ ইসলাম Oct 19, 2025
পরাজিতদের মিলনমেলায় এসে যা বলেন রাকসু জিএস আম্মার Oct 19, 2025
৫% প্রজ্ঞাপনে রাজি নন শিক্ষকরা - দাবি একটাই, ২০%ই দিতে হবে Oct 19, 2025
ইসরাইলি বিজ্ঞানীদের তথ্য ফাঁস, নেপথ্যে হ্যাকার গ্রুপ হান্দালা Oct 19, 2025
img
সড়ক দুর্ঘটনায় মারা গেলেন আলোচিত টিকটকার Oct 19, 2025
img
সরকারের উচিত এনসিপির কাছে ক্ষমা চাওয়া: সারজিস আলম Oct 19, 2025
img
জামায়াতসহ সমমনা রাজনৈতিক দলগুলোর নতুন কর্মসূচি Oct 19, 2025
img
পদত্যাগ করলেন খালেদ মাসুদ পাইলট Oct 19, 2025
img
এই কমিশনের অধীনে আমরা কীভাবে ভোটে যাব, প্রশ্ন পাটওয়ারীর Oct 19, 2025
img

বাণিজ্য উপদেষ্টা

আগুন লাগার ৩০ সেকেন্ডেই ঘটনাস্থলে পৌঁছায় বিমানবন্দরের ফায়ার ইউনিট Oct 19, 2025
img
সংগীতজীবনের বিদায়ী গান প্রকাশ করলেন তাহসান Oct 19, 2025
img
পণ্য বোঝাই না করেই চট্টগ্রাম বন্দর ত্যাগ করল ৬টি জাহাজ Oct 19, 2025
img
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বাকি ২ ওয়ানডে ম্যাচের স্কোয়াডে ডাক পেলেন নাসুম Oct 19, 2025
img
আন্দোলনরত শিক্ষকরা এখন শ্রেণিকক্ষে ফিরে যাবেন, আশাবাদী শিক্ষা উপদেষ্টা Oct 19, 2025
img
সারাদেশে পুলিশের সব ইউনিটকে সর্বোচ্চ সতর্ক থাকার নির্দেশ Oct 19, 2025
img
ফ্রান্সের বিখ্যাত ল্যুভর জাদুঘরে ‘ডাকাতি’ Oct 19, 2025
img
মগবাজারে ১০ কাঠা জায়গাজুড়ে হবে আইয়ুব বাচ্চু মিউজিয়াম Oct 19, 2025
img
বিএনপি কথায় নয়, কাজে বিশ্বাসী : জাহিদ হোসেন Oct 19, 2025
img
দুর্ঘটনায় আটকে পড়ে আর্টসেল, বাতিল হয় কনসার্ট Oct 19, 2025
img
কোন আইনে এনসিপিকে শাপলা প্রতীক দেয়া যাবে না, ইসি সেটা দেখাক: সারজিস Oct 19, 2025