বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা এস. এস. রাজামৌলি, যিনি ‘আরআরআর’ ও ‘বাহুবলী’ সিরিজের নির্মাতা হিসেবে সারা বিশ্বে খ্যাতি অর্জন করেছেন, সম্প্রতি প্রকাশ করেছেন তার বহু প্রতীক্ষিত নতুন প্রজেক্ট ‘বাহুবলী: দ্য এপিক’-এর প্রথম ঝলক।
অরকা মিডিয়াওয়ার্কস প্রযোজিত এই প্রকল্পটি আবারো দর্শকদের ফিরিয়ে নিয়ে যাচ্ছে সেই জাদুকরী জগতে, যেখান থেকে এক দশক আগে ভারতীয় সিনেমার এক নতুন ইতিহাস রচিত হয়েছিল। এবারও কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন সুপারস্টার প্রভাস, যিনি এই মহাকাব্যিক যাত্রাকে আবারো প্রাণবন্ত করে তুলবেন।
২০১৫ সালে মুক্তিপ্রাপ্ত ‘বাহুবলী: দ্য বিগিনিং’ ও ২০১৭ সালের ‘বাহুবলী ২: দ্য কনক্লুশন’, এই দুই পর্বের সম্মিলিত বাজেট ছিল ৭০ মিলিয়ন মার্কিন ডলার, আর এই দুই ছবি বিশ্বব্যাপী আয় করে নিয়েছিল প্রায় ৩৭০ মিলিয়ন ডলার। এর মাধ্যমে রাজামৌলি শুধু ভারতেই নয়, আন্তর্জাতিক অঙ্গনেও নিজের অবস্থান সুদৃঢ় করেন।
বিশেষভাবে উল্লেখযোগ্য, ‘বাহুবলী ২’ এখনো পর্যন্ত ভারতের ইতিহাসে দ্বিতীয় সর্বোচ্চ আয় করা সিনেমা, যা শুধুমাত্র ‘দঙ্গল’-এর পরে অবস্থান করছে।
নতুন টিজার প্রকাশের সঙ্গে সঙ্গে দর্শকমহলে শুরু হয়েছে উত্তেজনার ঢেউ। প্রত্যাশা এখন তুঙ্গে, এই নতুন অধ্যায়ে রাজামৌলি কীভাবে ‘বাহুবলী’ মহাবিশ্বকে আরও বিস্তৃত করবেন, তা দেখার জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন বিশ্বজুড়ে ভক্তরা।
এমআর/টিএ