এশিয়া কাপে ভারত-পাকিস্তান লড়াইয়ে নিজের দেশ নয়, টিম ইন্ডিয়াকে ফেবারিট মানছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। যদিও প্রত্যাশা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লড়াইয়ের। তবে, ম্যাচে ভক্তদের নিয়ে দুশ্চিন্তায় কিংবদন্তি এই ক্রিকেটার। সমর্থকদের বললেন সবাইকে শৃঙ্খলাবদ্ধ থাকতে। ক্রিকেটারদের জন্যও দিয়েছেন পরামর্শ। ১৪ সেপ্টেম্বর এশিয়া কাপে মুখোমুখি হবে ভারত-পাকিস্তান।
ঘনিয়ে আসছে সময়, বাড়ছে উন্মাদনা, নানা আলোচনার পর অবশেষে মাঠে গড়ানোর অপেক্ষায় এশিয়া কাপ। আর আসর শুরুর আগে ভারত-পাকিস্তানের কথা লড়াই জমে উঠবে না, তা কি করে হয়? সাবেক তারকারা ভক্তদের নিয়েও দিলেন বিশেষ বার্তা।
ভারত-পাকিস্তান দ্বন্দ্বে অনিশ্চিত হয়ে পড়েছিল এশিয়ার শ্রেষ্ঠত্বের লড়াই। যদিও চিরপ্রতিদ্বন্দ্বী দুই দলই এক গ্রুপে। দুবাইতে হাইভোল্টেজ ম্যাচ হবে ১৪ সেপ্টেম্বর। ইতোমধ্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুখোমুখি দুই দেশের ভক্তরা, শুরু করে দিয়েছে নানা জল্পনা-কল্পনা। একাদশে কারা থাকবেন বা কারা হবেন জয়ী, আলোচনার কেন্দ্রে এসবই।
এছাড়া সম্প্রতি ঘটে যাওয়া পেহেলগাম হামলার পর দুদেশের রাজনৈতিক অস্থিরতা আরও প্রকট আকার ধারণ করেছে। সে সংঘাতের পর প্রথমবারের মতো মুখোমুখি হবে ভারত-পাকিস্তানের ভক্তরা। নানা অনাকাঙ্ক্ষিত ঘটনার আশঙ্কা করছেন অনেকে।
যদিও ম্যাচে সমীকরণ, সাম্প্রতিক পারফরম্যান্স এগিয়ে রাখবে ভারতকে। কিন্তু ইন্ডিয়া প্রতিপক্ষ মানে পাকিস্তান মরণ কামড় দিতে চাইবে। দেশটির সাবেক তারকা ওয়াসিম আকরামও মনে করেন সেটা। তবে, ভক্ত ও ক্রিকেটারদের অনুরোধ করেছেন শৃঙ্খলাবদ্ধ থাকতে।
ওয়াসিম আকরাম বলেন, ‘আমি নিশ্চিত আগের গুলোর মতো এ ম্যাচটাও অনেক রোমাঞ্চকর হবে। তবে, আশা করব দুদলের ক্রিকেটার ও ভক্তরা শৃঙ্খলা বজায় রাখবেন, কেউ তাদের সীমালঙ্ঘন করবেন না। যদি ভারতীয়রা দেশপ্রেমিক হয়ে থাকে এবং জিতেতে চায়, পাকিস্তানের ক্ষেত্রেও একই বিষয় প্রযোজ্য। সাম্প্রতিক সময় ভারত ভালো ছন্দে আছে, তারা ফেবারিট হিসেবে টুর্নামেন্ট শুরু করবে। কিন্ত ঐ দিনের চাপ যারা সামাল দিতে পারবে তারাই জয় পাবে।’
এশিয়া কাপে ভারত-পাকিস্তান মুখোমুখি হয়েছে মোট ১৬ বার। যেখানে ৯ জয় টিম ইন্ডিয়ার আর ৬টি মেন ইন গ্রিনের। প্রতি ম্যাচে গ্যালারি ছিল পরিপূর্ণ। বিশ্ব কাপের মঞ্চেও দেখা যায় একই চিত্র। আগে দুদলের দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও আগ্রহ থাকতো চরমে। কিন্তু লম্বা সময় কোনো সিরিজ খেলছে না দুই চিরপ্রতিদ্বন্দ্বী। সংঘাতের পর সিরিজ খেলা নিষিদ্ধ করেছে দুদেশের সরকার। তবে, ক্রিকেট ভক্তদের জন্য সরকারকে নিজেদের অবস্থান থেকে সরে আসার আহ্বান পাকিস্তানের সাবেক অধিনায়কের।
তিনি বলেন, ‘আমার খুব ইচ্ছা ভারত-পাকিস্তান যেন আবার টেস্ট সিরিজ খেলে। লম্বা সময় হয়ে গেছে। যদি হয় এটা দুদেশের ভক্তদের কাছে ঐতিহাসিক মুহূর্ত হবে।’
সবশেষ ২০১৩ সালে দ্বিপাক্ষিক সিরিজ খেলেছিলো ভারত-পাকিস্তান।
এমকে/টিএ