গত সোমবার প্রিমিয়ার লিগে লিভারপুলের মুখোমুখি হয়েছিল নিউক্যাসল ইউনাইটেড। ৩-২ গোলে হারের ওই ম্যাচে চোটে পড়েন দলটির ব্রাজিলিয়ান মিডফিল্ডার জোয়েলিংটন। যে কারণে শনিবার লিডস ইউনাইটেডের বিপক্ষে ম্যাচে তাকে পাচ্ছেন না কোচ এডি হাউই।
জোয়েলিংটন ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে ছিলেন। তিনি চোটে পড়ায় স্কোয়াডে পরিবর্তন আনতে হলো হেড কোচ কার্লো আনচেলত্তিকে। জোয়েলিংটনের পরিবর্তে বাহিয়ার ২৭ বছর বয়সি মিডফিল্ডার লুকাস অলিভেইরাকে দলে ডেকেছেন তিনি। লুকাসের এখনও ব্রাজিল জাতীয় দলে অভিষেক হয়নি। ক্লাব ক্যারিয়ারে ২৬১ ম্যাচ খেলে ২০ গোলের পাশাপাশি ১৮ অ্যাসিস্ট করেছেন তিনি।
ব্রাজিলের বিশ্বকাপ বাছাইয়ের দলে থাকা আরও এক সদস্য ইনজুরিতে পড়েছেন। তিনি আলেক্স স্যান্দ্রো। তিনিই দল থেকে ছিটকে গেছেন। অফিসিয়াল সাইটে এক বিবৃতি দিয়ে ব্রাজিল বিষয়টি নিশ্চিত করেছে। জোয়েলিংটনের পরিবর্তে নতুন করে একজনকে দলে ঢোকালেও স্যান্দ্রোর বদলি নেওয়া হবে না।
এবারের ফিফা উইন্ডোতে ব্রাজিল বিশ্বকাপ বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে; একটিতে প্রতিপক্ষ চিলি ও অন্যটিতে বলিভিয়া। মারাকানা স্টেডিয়ামে চিলির বিপক্ষে ম্যাচটি হবে ৪ সেপ্টেম্বর এবং বলিভিয়ার বিপক্ষে ম্যাচটি হবে ৯ তারিখ এল আল্টোতে।
এরই মধ্যে বিশ্বকাপে কোয়ালিফাই করে ফেলেছে ব্রাজিল। প্রতিপক্ষ চিলির বিশ্বকাপ খেলার সম্ভাবনা শেষ হয়ে গেছে আগেই, আর বলিভিয়া এখনও অন্তত প্লে-অফে জায়গা পাওয়ার জন্য লড়ছে। যে জন্য তাদের ব্রাজিলকে হারানোর বিকল্প নেই।
ব্রাজিল স্কোয়াড
গোলকিপার: অ্যালিসন, বেন্তো ও হুগো সৌজা।
ডিফেন্ডার: আলেক্স স্যান্দ্রো, ফ্যাব্রিসিও ব্রুনো, গ্যাব্রিয়েল ম্যাগালহেস, মার্কিনিয়োস, আলেক্স সান্দ্রো, কাইও হেনরিক, ডগলাস সান্তোস, ভেন্ডারসন ও ওয়েসলি।
মিডফিল্ডার: আন্দ্রে সান্তোস, ব্রুনো গিমারেস, ক্যাসেমিরো, লুকাস অলিভেইরো ও লুকাস পাকেতা।
ফরোয়ার্ড: এস্তেভাও, গ্যাব্রিয়েল মার্টিনেল্লি, জোয়াও পেদ্রো, কাইও জর্জ, লুইজ হেনরিক, ম্যাথিয়াস কুনিয়া, রাফিনিয়া ও রিচার্লিসন।
এমকে/টিএ