পেটে অতিরিক্ত মেদ হলে হার্ট অ্যাটাক ও স্ট্রোকের ঝুঁকি

মানবদেহে চর্বি অস্বাভাবিকভাবে সঞ্চিত থাকলে তা মারাত্মক ঝুঁকিপূর্ণ। বিশেষ করে ব্যক্তি মোটা হোক আর চিকন হোক তার পেটে যদি অতিরিক্ত চর্বি থাকে, তবে তার স্ট্রোক ও হার্ট অ্যাটাকের ঝুঁকি বেশি।

গবেষণায় দেখা গেছে, যাদের পেটে অতিরিক্ত চর্বি রয়েছে, তাদের দুই-তৃতীয়াংশই হার্ট অ্যাটাক ও স্ট্রোকের উচ্চ ঝুঁকিতে রয়েছে। সম্প্রতি দুবাইয়ে অনুষ্ঠিত কার্ডিওলজি অ্যান্ড কার্ডিওভাসকুলার হেলথ সম্পর্কিত বিশ্ব সম্মেলনে উপস্থাপিত এক নিবন্ধে গবেষকরা এসব তথ্য তুলে ধরেছেন। ২০১৭-১৮ সময়ে ইউরোপের ১৮টি দেশের ২৭৫৯ জন রোগীর উপর এই গবেষণা করা হয়েছে।

ইউরোস্পায়ার স্টিয়ারিং কমিটির প্রধান গবেষক কর্নেলিয়া কর্টসেবা বলেন, জরিপে দেখা যায় অংশগ্রহণকারীদের সিংহভাগ কার্ডিওভাসকুলার ডিসিসের ঝুঁকিতে রয়েছে, যাদের জীপন-যাপনের ধরণ অস্বাস্থ্যকর এবং রক্তচাপ, লিপিড ও ডায়াবেটিসের
মাত্রা অনিয়ন্ত্রিত।

তিনি বলেন, এই তথ্য থেকে এটা প্রমাণ হয় যে, কার্ডিওভাসকুলার ডিসিসের ঝুঁকি প্রতিরোধে আমাদের স্বাস্থ্যসেবা খাতে আরও উদ্যোগী হতে হবে এবং বিনিয়োগ বাড়াতে হবে।

বিশেষ করে পেটে অতিরিক্ত মেদের ব্যাপারে আরও সতর্ক হতে হবে উল্লেখ করে গবেষক কর্নেলিয়া বলেন, হৃদরোগের জন্য পেটে অতিরিক্ত মেদ খুবই ঝুঁকিপূর্ণ। এমনকি যাদের অতিরিক্ত ওজন নেই কিংবা যারা স্থূলকায় নয় তাদের ক্ষেত্রেও এটা প্রযোজ্য।

 

টাইমস/এএইচ/জিএস

Share this news on: