হুট করেই ভারতীয় ক্রিকেটকে বিদায় জানালেন অফ স্পিনার রবিচন্দ্রন অশ্বিন। দেশের হয়ে আর খেলবেন না বলে ঘোষণা দিয়েছেন তিনি। আইপিএল থেকেও অবসর নিয়ে এবার দৃষ্টি দিলেন বিশ্বের নানা টি-টোয়েন্টি লিগের দিকে।
ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) নিয়ম অনুযায়ী, সক্রিয় আন্তর্জাতিক বা ঘরোয়া ক্রিকেটাররা দেশের বাইরে কোনো ফ্র্যাঞ্চাইজি লিগে অংশ নিতে পারেন না। তবে আন্তর্জাতিক ক্রিকেট ছাড়ার পর অশ্বিনের সামনে খুলে গেছে নতুন সুযোগ।
গত ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরের মাঝপথেই টেস্ট ক্রিকেট থেকে অবসর নিয়েছিলেন অশ্বিন। এরপরও ঘরোয়া ক্রিকেট খেলে যাওয়ার ইঙ্গিত দিয়েছিলেন তিনি। তবে চেন্নাই সুপার কিংসের হয়ে সর্বশেষ আইপিএল মৌসুমটা ছিল ব্যর্থতায় ভরা। নয় কোটি ৭৫ লাখ রুপিতে দলে ভেড়ালেও প্রত্যাশা পূরণ করতে পারেননি তিনি।
চেন্নাই ম্যানেজমেন্টের কাছে নিজের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে পরিষ্কার জবাব চাওয়ার কিছুদিন পরই আসে তার বিদায়ের ঘোষণা।
আইপিএলে এখন পর্যন্ত ১৮৭ উইকেট নিয়ে অশ্বিন আছেন টুর্নামেন্টের পঞ্চম সফলতম বোলারদের তালিকায়। পাশাপাশি করেছেন ৮৩৩ রান। চেন্নাইয়ের হয়ে দু’বার উঠিয়েছেন ট্রফিও।
বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি লিখেছেন-
‘প্রতিটি শেষ মানেই নতুন শুরু। আইপিএল ক্রিকেটার হিসেবে আমার সময় আজই শেষ। তবে বিশ্বের নানা লিগে অভিযাত্রা শুরু হলো আজ থেকেই। দারুণ স্মৃতি আর এত বছরের সম্পর্কের জন্য সব ফ্র্যাঞ্চাইজিকে ধন্যবাদ।’
৩৯ বছরের দোরগোড়ায় দাঁড়িয়ে এটিকে বিদায় নয়, বরং নতুন অধ্যায়ের শুরু বলেই দেখছেন অশ্বিন।
এসএস/এসএন