দক্ষিণী সিনেমার জনপ্রিয় অভিনেতা বিশাল আবারও পর্দায় ফিরছেন নতুন চমক নিয়ে। আসছে তার নতুন ছবি ‘মাকুতম’, যেখানে একেবারে নতুনভাবে ধরা দেবেন তিনি। ছবিতে তিনি অভিনয় করছেন তিনটি আলাদা চরিত্রে, যার মধ্যে একটি বয়সী ও অভিজ্ঞ এক চরিত্র, যা ইতোমধ্যেই সিনেমাপ্রেমীদের কৌতূহল বাড়িয়ে দিয়েছে।
দর্শকরা এই ছবিকে বলছেন ‘বিশালের ভিন্টেজ প্রত্যাবর্তন’। কারণ, এই ছবির মাধ্যমে বিশাল আবারও ফিরছেন তার পুরনো, গাঢ় অভিনয় ও শক্তিশালী উপস্থিতির সেই রূপে, যা এক সময় তাকে দক্ষিণী সিনেমার বড় তারকাদের কাতারে নিয়ে গিয়েছিল।
‘মাকুতম’ ছবির কাহিনি ভিন্নধর্মী, যেখানে বিশালকে দেখা যাবে নানা স্তরের চরিত্রে অভিনয় করতে। এর মধ্যে বয়সী চরিত্রটি ইতিমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনার জন্ম দিয়েছে। তার নতুন রূপে দর্শক যেমন চমকে গেছেন, তেমনি নস্টালজিয়াতেও ভেসে যাচ্ছেন পুরনো বিশালভক্তরা।
ছবিটির মাধ্যমে নিজের অভিনয় দক্ষতা ও বহুমাত্রিক চরিত্র উপস্থাপনের সক্ষমতা আবারও প্রমাণ করতে যাচ্ছেন বিশাল। অনেকে বলছেন, এটি হতে পারে তার সেই প্রত্যাবর্তনের মুহূর্ত, যার জন্য অপেক্ষায় ছিলেন অগণিত ভক্ত।
এই ছবির টিজার মুক্তির পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে দারুণ সাড়া ফেলেছে ‘মাকুতম’। চলচ্চিত্র বোদ্ধারাও প্রশংসা করছেন বিশালের এই অভিনয় চ্যালেঞ্জ গ্রহণ করার সাহসের জন্য। সিনেমার কাহিনি, চরিত্র এবং তার পরিণত রূপ, সব মিলিয়ে এটি হতে পারে বিশালের ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় কাজ।
এমআর/এসএন