ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউটের (আইইআর) ২৭ ব্যাচের স্নাতক সমাপনী উপলক্ষে আয়োজিত একটি প্রোগ্রামকে ছাত্রদলের সমর্থনে আয়োজিত প্রোগ্রাম বলে দেশটিভিতে প্রচার করা হয়েছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করে দেশ টিভিকে ক্ষমা চাওয়ার আহবান জানিয়েছেন শিক্ষার্থীরা।
বুধবার (২৭ আগস্ট) দেশ টিভিতে প্রচারিত একটি ভিডিওতে দেখা যায় আইইআরের ঐ ব্যাচের শিক্ষার্থীদের প্রোগ্রাম চলাকালীন সময়ে ছাত্রদল মনোনীত ডাকসুর ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান প্রচারণা করতে যান। এ সময় শিক্ষার্থীরা বভাগ এবং ব্যাচের নামে স্লোগান দিচ্ছিল। কিন্তু দেশ টিভি সেটিকে আবিদুল ইসলাম খানের সমর্থনের স্লোগান হিসেবে প্রচার করে।
এ নিয়ে ঐ ব্যাচের শিক্ষার্থীরা বুধবার এক বিবৃতিতে শিক্ষার্থীরা নিন্দা প্রকাশ করেন।
বিবৃতিতে শিক্ষার্থরা বলেন, "ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইন্সটিটিউট (IER)-এর ২৭তম ব্যাচ, আজ আমাদের স্নাতক সমাপনী ভাইবা শেষে নিজেদের আনন্দঘন মুহূর্তে ব্যাচ স্লোগান দিয়ে উদযাপন করছিলাম। এ সময় ডাকসু ছাত্রদলের একটি প্যানেল আমাদের প্রাঙ্গণে প্রবেশ করে। ঠিক সেই সময় দেশ টিভি আমাদের উচ্ছ্বাসপূর্ণ মুহূর্তের একটি ভিডিও ধারণ করে এবং পরবর্তীতে তাদের প্ল্যাটফর্মে প্রকাশ করে দাবি করে যে আমরা ছাত্রদলের সমর্থক।"
এটিকে মিথ্যা স্পষ্ট করে শিক্ষার্থীরা বলেন, "উক্ত দাবি সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট এবং বাস্তবতার সাথে কোনভাবেই সামঞ্জস্যপূর্ণ নয়। আমাদের উদযাপন কেবলমাত্র ব্যাচভিত্তিক আনন্দ-উল্লাস ও নিজেদের স্লোগান প্রদানের মধ্যে সীমাবদ্ধ ছিল। এটি কোন রাজনৈতিক কর্মসূচি বা রাজনৈতিক দলের প্রতি সমর্থন প্রকাশ নয়।"
দেশ টিভিকে ক্ষমা প্রার্থনার আহবাম জানিয়ে শিক্ষার্থীরা বলেন, "আমরা দেশ টিভির এ ধরনের বিভ্রান্তিকর প্রচারের তীব্র প্রতিবাদ জানাই এবং দাবি করছি যে দেশ টিভি ও সংশ্লিষ্ট প্যানেল এ ধরনের মিথ্যা প্রচারের জন্য প্রকাশ্যে ক্ষমা প্রার্থনা করবে। একই সঙ্গে, ভবিষ্যতে এ ধরনের বিভ্রান্তি ছড়ানো থেকে বিরত থাকার আহ্বান জানাচ্ছি।"
টিকে/