তেলিপাড়ার একসময়কার ‘স্মার্ট জোড়ি’ জীতু কামাল ও নবনীতা দাসের পথ আলাদা হলেও সম্পর্কের অতীতের রেশ যেন সবসময়ই কিছুটা উজ্জ্বল থেকে যায়। ২০২৩ সালে আইনত বিচ্ছেদ হলেও দু’জনই ব্যক্তিগত জীবনে নিজের মতো এগিয়ে গেছেন। সম্প্রতি জীতুর জন্মদিনে প্রাক্তন স্ত্রী নবনীতা দাস সোশাল মিডিয়ায় তাঁর একটি পুরনো ছবি শেয়ার করে শুভেচ্ছা জানিয়েছেন।
২০১৯ সালে সাতপাকে বাঁধা পড়া এই জুটি পরবর্তীতে ভিন্ন পথে চলার সিদ্ধান্ত নেন। নবনীতা বর্তমানে নিজের জীবনের নতুন অধ্যায় উপভোগ করছেন। শুটের ফাঁকে বন্ধুদের সঙ্গে ট্যুরে বেরোতে দেখা যায় তাঁকে, যা প্রমাণ করছে তিনি নিজের মতো করে সময় কাটাচ্ছেন। অন্যদিকে জীতু কামালও একের পর এক সিনেমার ডাকসাইটে ব্যস্ত। তাঁর সাম্প্রতিক পারফরম্যান্স ‘গৃহপ্রবেশ’ ছবিতে প্রশংসিত হয়েছে।
প্রাক্তন স্ত্রী নবনীতা দাসের জন্মদিনের শুভেচ্ছা শুধু সৌজন্যের প্রকাশ নয়, তা যেন অতীতের সম্পর্কের মনোমধুর মুহূর্তের স্মৃতি উজ্জীবিত করছে। সম্প্রতি সহ-অভিনেতা দিতিপ্রিয়ার বিতর্কে জীতুর পক্ষ নেওয়া প্রসঙ্গে সংবাদমাধ্যমকে মন্তব্য করেছিলেন নবনীতা। তিনি বলেছিলেন, জীতু একজন নিপাট ভালো মানুষ, যার চরিত্র নিয়ে প্রশ্ন তুলার কোনও কারণ নেই। তাঁর মতে জীতুর রসবোধ সূক্ষ্ম এবং নিজের মতোই থাকেন।
জীবনের নতুন অধ্যায়, বন্ধুত্বপূর্ণ মনোভাব এবং অতীতের মধুর স্মৃতি এসব মিলিয়ে তেলিপাড়ার এই প্রাক্তন জুটির সম্পর্কের ছবিটিই অনুরাগীদের জন্য এক আলাদা গল্প হয়ে দাঁড়িয়েছে।
এমকে/এসএন