গত ১৪ আগস্ট একসঙ্গে মুক্তি পেয়েছিল রজনীকান্তের ‘কুলি’ এবং হৃতিক রোশনের ‘ওয়ার টু’। মুক্তির পর থেকেই দুই ছবির মধ্যে ছিল প্রেক্ষাগৃহে টানটান উত্তেজনা। তবে ১৫ দিনে লড়াইয়ে এগিয়ে আছেন দক্ষিণের হিরো রজনীকান্তই!
লোকেশ কঙ্গরাজ পরিচালিত ‘কুলি’ ছবির বাজেট ছিল প্রায় ৩৫০ কোটি রুপি। রজনীকান্ত ছাড়াও এতে অভিনয় করেছেন নাগার্জুন, শ্রুতি হাসান এবং বিশেষ উপস্থিতিতে আমির খান।
স্যাকনিল্কের বরাত দিয়ে হিন্দুস্তান টাইমসের খবর, প্রথম দিন থেকেই ছবিটি চমক দেখিয়েছে। ১৫ দিনে ভারতীয় বক্স অফিসে ছবিটির মোট আয় দাঁড়িয়েছে প্রায় ২৭১ কোটি রুপি।
অন্যদিকে অয়ন মুখার্জি পরিচালিত ‘ওয়ার টু’–এর বাজেট আরও বেশি, প্রায় ৪০০ কোটি রুপি। এ সিনেমায় হৃতিক রোশন ও জুনিয়র এনটিআরের সঙ্গে অভিনয় করেছেন কিয়ারা আদভানি, টাইগার শ্রফ, আশুতোষ রানার মতো তারকারা। ছবিটি প্রথম দিনেই ৫২ কোটির ব্যবসা করলেও ১৫ দিনে গিয়ে আয় দাঁড়িয়েছে ২৩১ কোটি রুপিতে।
সব মিলিয়ে দুই ছবিই বক্স অফিসে ভালো ব্যবসা করছে, তবে হিসাবের খাতায় রজনীকান্তের কুলি আপাতত এগিয়ে হৃতিকের ওয়ার টু-এর থেকে।
এসএন