বলিউডের “মিস্টার পারফেকশনিস্ট” আমির খান সম্প্রতি তার নতুন ছবি সিতারে জমিন পার- এর মাধ্যমে ফিরে এসেছেন। ছবিটি প্রশংসিত হলেও আমির খানকে কেন্দ্র করে নতুন এক বিতর্কও সৃষ্টি হয়েছে। এক সাক্ষাৎকারে তিনি ভারতের চলচ্চিত্রের বর্তমান পরিস্থিতি নিয়ে সরাসরি বক্তব্য দিয়েছেন।
আমিরের দাবি, বড় বাজেটের অ্যাকশন ছবি ও ভয়ের চলচ্চিত্রের প্রতি চলচ্চিত্রকারদের আসক্তি ধীরে ধীরে সিনেমার আত্মাকে ক্ষতিগ্রস্ত করছে। তিনি প্রশ্ন তুলেছেন, কেন পরিচালকরা বিমল রায়, সত্যজিত রায়, রাজ কাপুর ও বসু চ্যাটার্জির মতো কিংবদন্তিদের উত্তরাধিকারকে উপেক্ষা করছেন। তিনি মনে করিয়ে দিয়েছেন, গল্পভিত্তিক, হৃদয়স্পর্শী চলচ্চিত্র নির্মাণের দিকে ফিরে আসা জরুরি।
তিনি বলেন, ‘‘আমাদের কি শুধু অ্যাকশন বা হরর বানিয়ে সিনেমা শেষ হতে দিতে চাই? আমরা কি আগের মতো গল্প বলতে পারব না?’’ এই বক্তব্য কিছু চলচ্চিত্র প্রেমীর কাছে প্রশংসার যোগ্য হলেও কেউ কেউ উল্লেখ করেছেন, আমির নিজেই ধুম ৩ এবং ঠগস অব হিন্দোস্তান-এর মতো অ্যাকশন ছবিতে কাজ করেছেন।
তবে, তার এই মন্তব্য নতুন করে বলিউডে শিল্প ও বাণিজ্যের ভারসাম্য নিয়ে আলোচনা তীব্র করেছে। চলচ্চিত্রকার ও দর্শকরা এখনো এই বিতর্ক নিয়ে মনোযোগী, এবং এই আলোচনায় উঠে এসেছে ভারতীয় সিনেমার ভবিষ্যত ও গল্প বলার গুরুত্ব।
এসএস/টিকে