সদ্য আমেরিকান ফুটবলার ট্রাভিস কেলসির সঙ্গে বাগ্দান সেরেছেন জনপ্রিয় মার্কিন পপ তারকা টেলর সুইফট। তবে এর আগে প্রায় ৯ জন খ্যাতনামী পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন এই শিল্পী। একাধিক সম্পর্কে জড়ালেও বার বার যে আঘাত পেয়েছেন টেলর, তা কখনো ফুটে উঠেছে তার গানের কথাতেও।
তবে বলাই যায়, অবশেষে জীবনসঙ্গী খুঁজে পেয়েছেন টেলর। আর তা দেখেই হয়তো তার ভক্ত-অনুরাগীদের মাঝে এত উচ্ছ্বাস।
টেলর সুইফট প্রতিবার ব্রেকাপের পর সম্পর্ককে উৎসর্গ করে গেয়েছেন বিরহের গান। তার এমন গানের সংখ্যা এক ডজনেরও বেশি! আর তার প্রাক্তনের সংখ্যাও কম নয়! ৯ টি সম্পর্ক ছিল এই গায়িকার! তবে জানেন টেলররের এই প্রেমিক কারা?
১. সালটা ছিল ২০০৮। ‘জোনাস ব্রাদার্স’-এর গায়ক জো জোনাসের সঙ্গে সম্পর্কে জড়ান টেলর। মাত্র তিন মাসের সম্পর্ক ছিল। হঠাৎই তিক্ততার সঙ্গে ভেঙে যায় সম্পর্ক। মাত্র ২৫ সেকেন্ডের কথোপকথনে নাকি ভেঙেছিল সেই সম্পর্ক। জো-এর জন্য ‘ফরএভার অ্যান্ড অলওয়েজ’, ‘লাস্ট কিস’-এর মতো গান লিখেছিলেন টেলর।
২. ২০০৯ সালে টেলর লন্টনারের সঙ্গে সম্পর্ক ছিল টেলর সুইফ্টের। সেই সময়ে গায়িকার অনুরাগীদের দাবি ছিল, এই প্রেমিকই নাকি টেলরের জন্য সেরা। বেশ কয়েকমাস সম্পর্কে ছিলেন তারা। ২০১০-এ বিচ্ছেদ হয় তাদের। সম্পর্ক ভেঙেছিলেন টেলর নিজেই। তবে কেন ভাঙলেন, তা নিয়ে কখনও মুখ খোলেননি। ‘ব্যাক টু ডিসেম্বর’ গানটি নাকি এই প্রেমিকের জন্যই বেঁধেছিলেন গায়িকা।
৩. সংগীতপ্রেমীদের কাছে অত্যন্ত প্রিয় জন মেয়র। তার গান, গানের কথা, গিটার বাজানোয় মুগ্ধ অনুরাগীরা। ২০১০-এ বেশ কয়েকমাস একসঙ্গে ছিলেন তারা। তখন টেলরের বয়স মাত্র ১৯, আর গায়ক জনের বয়স ৩৪। সম্পর্ক ভেঙেছিলেন জন। টেলর তার জন্য লিখেছিলেন ‘ডিয়ার জন’ নামে একটি গান। দাবি ছিল, গায়ক তার মন নিয়ে খেলেছেন। জন পাল্টা বলেছিলেন, এই গান নাকি খুবই নিম্নমানের।
৪. হলিউডের জনপ্রিয় অভিনেতা জেক জিলানহলের সঙ্গেও সম্পর্কে ছিলেন টেলর। ২০১০ থেকে ২০১১-র মধ্যে কয়েকমাস একসঙ্গে ছিলেন তারা। শোনা যায়, অভিনেতাই নাকি মন ভেঙেছিলেন গায়িকার। জেক-এর জন্য তিনি লিখেছিলেন ‘অল টু ওয়েল’, ‘উই আর নেভার এভার গেটিং ব্যাক টুগেদার’। তারপরে বেশ কিছু দিন একা থাকেন টেলর।
৫. ২০১২ সালে তার জীবনে আসেন উদ্যোগপতি কনা কেনেডি। টেলরের থেকে বয়সে ছোট ছিলেন তিনি। এই সম্পর্কের মেয়াদও ছিল কয়েক মাস। ‘বিগিন আগেন’ নামে গানটি তার জন্যই লিখেছিলেন টেলর।
৬. ২০১২ থেকে ২০১৪ সাল পর্যন্ত ব্রিটিশ তারকা হ্যারি স্টাইলের সঙ্গে সম্পর্কে ছিলেন টেলর। এটি অন্যতম চর্চিত সম্পর্ক টেলরের। টাইমস স্কোয়্যারে তাদের চুম্বন নিয়েও চর্চা হয়েছিল খুব। সেই সম্পর্কও ভেঙে যায় একদিন। ‘স্টাইল’, ‘আই নো ইউ ওয়্যার ট্রাবল’-এর মতো জনপ্রিয় গান হ্যারির জন্যই লিখেছিলেন টেলর।
৭. ২০১৫-২০১৬ সাল পর্যন্ত ডিজে কেলভিন হ্যারিসের সঙ্গে সম্পর্কে ছিলেন টেলর। শুরুর দিকে সবকিছু ভালোভাবে চললেও শেষ পর্যন্ত টেকেনি এই সম্পর্কও। টেলর এই প্রেমিকের জন্য লিখেছিলেন ‘দিস ইজ হোয়াট ইউ কেম ফর’ গানটি।
৮. কেলভিনের সঙ্গে প্রেম ভাঙার পরে ব্রিটিশ অভিনেতা টম হিডলস্টনের সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন টেলর। একসঙ্গে বেড়াতে যেতেন তারা প্রায়ই। মাত্র তিন মাস টিকেছিল সেই সম্পর্ক। অনুরাগীদের অনুমান, টেলরের ‘গেটওয়ে কার’ গানটি টম-এর জন্যই লেখা হয়েছিল।
৯. ২০১৬ থেকে ২০২৩ পর্যন্ত অভিনেতা জো অলউইনের সঙ্গে সম্পর্কে ছিলেন টেলর। এই সম্পর্ক খুব গোপন রেখেছিলেন তারা। ২০২৩-এর জুলাইয়ে ভাঙে সেই সম্পর্কও। ‘লভার’, ‘উইলো’, ‘ডেলিকেট’-এর মতো গান জো-এর জন্যই লিখেছিলেন টেলর।
এফপি/ টিকে