গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলার প্রতিবাদে কক্সবাজারের বিভিন্ন স্থানে বিভিন্ন স্থানে বিক্ষোভ মিছিল ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে।
শুক্রবার (২৯ আগস্ট) রাত ১১টার দিকে শহরের গুমগাছতলা এলাকার পুরাতন শহীদ স্মৃতিস্তম্ভের সামনে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন গণঅধিকার পরিষদ ও ছাত্র অধিকার পরিষদের শতাধিক নেতাকর্মী।
এসময় হামলার প্রতিবাদ জানিয়ে ‘আমার ভাই আহত কেন? ইন্টেরিম জবাব চাই’, ‘আপা গেছে যে পথে, জাপা যাবে সেই পথে’সহ বিভিন্ন স্লোগান দেন তারা।
বিক্ষোভে ছাত্র অধিকার পরিষদ জেলা শাখার সভাপতি ইউসুফ বিন নূরি বলেন, আওয়ামী লীগের দোসরেরা পরিকল্পিতভাবে ভিপি নূর ভাইকে মেরেছে। আইনশৃঙ্খলা বাহিনীর মধ্যেই তারা আছে, অনতিবিলম্বে জড়িতদের শাস্তি না হলে আমরা দুর্বার আন্দোলন গড়ে তুলব।
তাৎক্ষণিক এ প্রতিবাদ কর্মসূচিতে সংহতি জানিয়ে চব্বিশের গণঅভ্যুত্থানের সময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে যুক্ত থাকা কক্সবাজারের ছাত্র প্রতিনিধি এসএস সাগর, রিয়াদ মণি, শাহাবউদ্দিনসহ অনেককে অংশ নিতে দেখা গেছে। রিয়াদ মণি দেশের একটি গণমাধ্যমকেকে বলেন, গণঅভ্যুত্থানের অন্যতম নায়ক ভিপি নুরের ওপর হামলা, স্বৈরাচার পতনে ভূমিকা রাখা সবার কাছে অত্যন্ত দুঃখজনক। আমরা এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি পাশাপাশি আওয়ামী লীগের সহচর দল জাতীয় পার্টির নিবন্ধন বাতিলের জোর দাবি করছি।
কক্সবাজার শহর ছাড়াও উখিয়া ও চকরিয়ায় একই কর্মসূচি পালন করা হয়েছে বলে জানা গেছে।
এ ছাড়া রাত সাড়ে ১১টার দিকে চকরিয়া পৌর এলাকায় চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে অবস্থান নিয়ে সড়ক অবরোধ করেন গণঅধিকারের নেতাকর্মীরা। কিছু সময়ের জন্য যানবাহন চলাচল স্থির হয়ে পড়লেও কর্মসূচি শেষে স্বাভাবিক হয়।
অন্যদিকে, উখিয়ার কোটবাজারে বিক্ষোভ করেন উপজেলা শাখার নেতাকর্মীরা। এসময় গণঅধিকার পরিষদের উপজেলা আহ্বায়ক হামিদুল হক গণঅধিকার পরিষদের সভাপতি নুরসহ নেতাদের ওপর হামলার প্রতিবাদে শনিবার কেন্দ্র ঘোষিত কর্মসূচি পালনের ডাক দেন।
ঘোষণা অনুযায়ী, শনিবার (৩০ আগস্ট) দুপুর ১২টায় সারা দেশের প্রতিটি জেলা ও উপজেলা পর্যায়ে শান্তিপূর্ণ বিক্ষোভ মিছিল করবে গণঅধিকার পরিষদ।
রাতে এক বিবৃতিতে গণঅধিকার পরিষদের পক্ষ থেকে বলা হয়, শান্তিপূর্ণভাবে আয়োজিত এ বিক্ষোভ মিছিলের মাধ্যমে নুরুল হক নুরের ওপর সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানানো হবে এবং দোষীদের শাস্তির দাবি উত্থাপন করা হবে।
শুক্রবার রাত ৮টার দিকে রাজধানীর বিজয়নগরে আল রাজী টাওয়ারের সামনে আইনশৃঙ্খলা বাহিনীর হামলায় আহত হন নুরুল হক নুর।
পরে রাত ১২টায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টার (ওসিসি) থেকে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেওয়া হয় তাকে, সেখানে তিনি ৯ নম্বর বেডে চিকিৎসাধীন আছেন।
চিকিৎসকরা জানিয়েছেন, তার অবস্থা আশঙ্কাজনক, ৪৮ ঘণ্টা অতিবাহিত না হওয়া পর্যন্ত কিছু বলা যাচ্ছে না।
ইউটি/টিএ