অভিনয় এবং সংগীতের জগতে নতুন মাত্রা যোগ করলো আরিয়ান খান-এর নেটফ্লিক্স ডেবিউ সিরিজ ‘দ্য ব্যাডস অব বলিউড’। সম্প্রতি মুক্তি পেয়েছে সিরিজের গান ‘তু প্রথমি তু আখরি’, যা গেয়েছেন আরিজিত সিংহ। গানটি প্রেম এবং বিচ্ছেদের বেদনা খুবই সূক্ষ্মভাবে ফুটিয়ে তুলেছে।
গানের মিউজিক ভিডিওতে দেখা যায় লক্ষ্যা এবং সহহের বাম্বা একে অপরের থেকে বিচ্ছিন্ন প্রেমিক-প্রেমিকা। তাদের সংবেদনশীল অভিব্যক্তি কুমার-এর লিরিক্স এবং শাশ্বত সচদেব-এর সুরের সঙ্গে মিলে গানটিকে হৃদয়স্পর্শী করে তুলেছে। ভিডিওটি সিরিজের ব্যঙ্গাত্মক এবং উচ্চ-ভোল্টেজ দৃশ্যগুলোর সঙ্গে মিলিয়ে গভীর আবেগের মাত্রা যোগ করেছে।
‘দ্য ব্যাডস অব বলিউড’-এ আছে ববি দিওল, রাঘব জুয়্যাল, মোনা সিংহ, আন্যা সিংহ, মানব চৌহান। এছাড়াও বিশেষ অতিথি হিসেবে হাজির হয়েছেন সালমান খান, রণবীর সিং এবং করণ জোহর। রেড চিলিজ এন্টারটেইনমেন্ট-এর ব্যাকিং-এ নির্মিত এই সিরিজ দর্শককে দেবে গ্ল্যামার, নাটকীয়তা এবং আবেগের এক অসাধারণ মিশ্রণ।
সিরিজটি নেটফ্লিক্সে প্রিমিয়ার হবে সেপ্টেম্বরে।