বলিউড সিনেমা ‘একলব্য: দ্য রয়েল গার্ড’র সিনেমার পর মেগাস্টার অমিতাভ বচ্চনকে দামী রোলস রয়েস গাড়ি উপহার দেন পরিচালক বিধু বিনোদ চোপড়া। এ গাড়ির দাম শুনে বেজায় চটেছিলেন পরিচালকের মা। শেষমেষ ছেলের গালে সজোরে চড় মারেন তিনি। এক সাক্ষাৎকারে সে ঘটনা ফাঁস করেন বিধু বিনোদ।
ভারতীয় সংবাদমাধ্যম এই সময়ের প্রতিবেদন থেকে জানা যায়, ২০২১ সালে দেয়া এক সাক্ষাৎকারে অমিতাভকে গাড়ি উপহার দেয়ার স্মৃতি স্মরণ করেন বিনোদ। পরিচালক বলেন,
‘একলব্য: দ্য রয়েল গার্ড’র সিনেমার জন্য আমার সাথে আউটডোরে যখন অমিতাভ শুটিংয়ে আসেন তখন তার সঙ্গে ছিল হালকা ব্যাগ। সে কারণ জানতে চাইলে অমিতাভ জানান তার স্ত্রী, বলিউড অভিনেত্রী জয়া বচ্চন বলেছেন আমার সাথে এক সপ্তাহের বেশি দিন কাজে টিকবে না তার। যে কারণে হালগা ব্যাগ নিয়েই আউটডোরে শুটিংয়ে এসেছেন অমিতাভ।
বিনোদ আরও বলেন,
জয়ার ভবিষ্যদ্বাণীই সত্যি হয়। শুটিংয়ের ১০ দিনের মাথায় আমাদের মধ্যে ঝগড়া শুরু হয়। তবে সিনেমার দৃশ্যগুলো শেষ করার জন্য ধৈর্য্য ধরে আমাকে সহ্য করেন অমিতাভ। সে কৃতজ্ঞতায় অমিতাভকে সাড়ে ৪ কোটি রুপির একটি দামী রোলস রয়েস গাড়ি উপহার দেই।
এরপরই মায়ের স্মৃতি মনে করে পরিচালক বলেন,
গাড়িটা উপহার দেয়ার দিন মাকে সাথে করে নিয়ে যাই। মা-ই অমিতাভের হাতে গাড়ির চাবি তুলে দেন। এরপর আমার নীল মারুতি কমদামী গাড়িতে এসে বসেন। এরপর মা বলেন, তুই নিজে কোনো ভালো গাড়ি নিস না? লম্বুটাকে ভালো গাড়ি উপহার দিয়ে দিলি! গাড়িটাতো ১১ লাখ রুপির কমে হবে না?
উত্তরে হেসে মাকে বিনোদ বলেন,
আমার ভালো সময় হলে কিনবো। গাড়িটার দাম মা ১১ লাখ রুপি না, সাড়ে ৪ কোটি।
বিনোদের থেকে উপহার পাওয়া গাড়ি ২০১৯ সালে এক ব্যবসায়ীর কাছে বিক্রি করেন অভিনেতা। তবে তা কত টাকায় বিক্রি করেন তা এখনও জানা যায়নি।
এ কথা শুনেই রেগে পরিচালক বিনোদের গালে কষে চড় মারেন তার মা। বলেন, ‘বেওকুফ।’
প্রেক্ষাগৃহে ‘একলব্য: দ্য রয়েল গার্ড’ মুক্তি পেলে বক্স অফিসে তেমন সাড়া ফেলেনি। নির্মাতার ক্যারিয়ার এক ঝলকে দেখলে দেখা যায়, পরিচালিত সিনেমার চেয়ে তার প্রযোজিত সিনেমাগুলো বক্স অফিসে দারুণ সাড়া ফেলে। তার প্রযোজিত ব্লক বাস্টার সিনেমার মধ্যে রয়েছে ‘মুন্না ভাই এমবিবিএস’, ‘পিকে’, ‘থ্রি ইডিয়টস’এর মতো সফল সিনেমা যেগুলো পরিচালনায় ছিলেন নির্মাতা রাজকুমার হিরানি।
এমকে/এসএন