করন জোহরের প্রযোজনায় আসছে নতুন ছবি ‘সানি সংস্কারি কি তুলসি কুমারী’ (এসএসকেটিকে)। টিজার প্রকাশের পর ছবিটি ঘিরে দর্শকদের আগ্রহ যেমন বেড়েছে, তেমনি শুরু হয়েছে তুমুল বিতর্ক। কারণ, এখানে নায়িকা চরিত্রে জনহিত কাপুরকে রাখা হলেও, বহুগুণে সমৃদ্ধ ও ধারাবাহিকভাবে সফল সানায়া মালহোত্রাকে দেওয়া হয়েছে দ্বিতীয় নায়িকার ভূমিকা।
জনপ্রিয় নায়িকা সানায়া মালহোত্রার ঝুলিতে রয়েছে ‘মিসেস’, ‘কাঠাল’, ‘বধাই হো’, ‘পাগলাইট’, ‘জওয়ান’, এমনকি ‘স্যাম বাহাদুর’-এর মতো বহুল আলোচিত ও প্রশংসিত ছবি। এই সাফল্যই প্রমাণ করে তিনি যে কোনো চরিত্রে নিজেকে অনন্যভাবে মেলে ধরতে পারেন। তবু বড় বাজেটের এই ছবিতে তার অবস্থান দ্বিতীয় সারিতে চলে যাওয়া অনেক ভক্তের কাছে বিস্ময়কর।
অন্যদিকে, জনহিত কাপুর সাম্প্রতিক সময়ে একের পর এক বড় প্রযোজনার ছবিতে কাজ করার সুযোগ পেলেও, তার বক্স অফিস সাফল্য বারবার প্রশ্নবিদ্ধ হয়েছে। এ কারণেই সামাজিক যোগাযোগমাধ্যমে অভিযোগ উঠেছে, ধরণা প্রোডাকশনের মতো প্রযোজনা সংস্থাগুলো প্রতিভার চেয়ে পক্ষপাতিত্বকে বেশি গুরুত্ব দিচ্ছে।
তবে অন্য একটি অংশের মতে, সানায়া মালহোত্রার জন্য এই ছবিটি নতুন এক ধারা উন্মোচন করতে পারে। এখনো পর্যন্ত তিনি মূলত চরিত্রনির্ভর অভিনয়ে আলোচিত হয়েছেন। এবার নাচ, গান আর ঝলমলে উপস্থাপনার মধ্য দিয়ে মূলধারার বাণিজ্যিক ধারায় জায়গা তৈরি করে নেয়ার সুযোগ আসছে তার সামনে।
তবুও বিতর্ক থামছে না। ভক্তদের একাংশ দৃঢ়ভাবে বলছে, সানায়ার মতো বহুমাত্রিক শিল্পীকে প্রাপ্য মর্যাদা না দিয়ে দ্বিতীয় ভূমিকায় আবদ্ধ করা বলিউডের পুরনো পক্ষপাতমূলক ধারাকেই আরও উসকে দিয়েছে। এ কারণে টিজার মুক্তির কয়েক দিনের মধ্যেই ছবিটি কেবল গল্প বা চমক নয়, বরং শিল্পী নির্বাচনের কারণেও আলোচনার কেন্দ্রবিন্দু হয়ে উঠেছে।
এফপি/ টিকে