বলিউডের জনপ্রিয় অভিনেত্রী হেমা মালিনীর মেয়ে এষা দেওল অনেক দিন ধরেই আলোচনায় আছেন ব্যক্তিজীবন নিয়ে। ভরত তক্ষানির সঙ্গে দীর্ঘ দাম্পত্য জীবনের ইতি টেনে কয়েক মাস আগে আইনি বিচ্ছেদ টেনেছেন এষা। দুই কন্যাকে নিয়েই এখন তিনি জীবনের নতুন অধ্যায়ে পথচলা শুরু করেছেন।
তবে এষার প্রাক্তন স্বামী ভরতকে নিয়ে ইতিমধ্যেই শুরু হয়েছে নতুন গুঞ্জন। শোনা যাচ্ছে, বিদেশে এক লাস্যময়ী নারীসঙ্গেই নাকি তিনি প্রেমে মগ্ন। শুধু তাই নয়, ঘনিষ্ঠ মহলের দাবি—এ সম্পর্ক এখন বিয়ের দিকেই এগোচ্ছে দ্রুত।
অন্যদিকে, দুই মেয়েকে ঘিরেই নতুন করে জীবন সাজাচ্ছেন এষা দেওল। ইনস্টাগ্রামে মাঝে মধ্যেই তাকে দেখা যায় মেয়েদের সঙ্গে সময় কাটাতে। ভক্তরা বলছেন, এষা হয়তো একা, তবে দৃঢ়ভাবে এগিয়ে যাচ্ছেন নতুন ভবিষ্যতের পথে।
ভরতের নতুন প্রেমের খবর বলিউড মহলে নানা আলোচনার জন্ম দিয়েছে। অনেকে বলছেন, বিচ্ছেদের পর খুব দ্রুতই নতুন সম্পর্কে জড়িয়ে পড়েছেন তিনি। সব মিলিয়ে, এষা-ভরতের দাম্পত্য অধ্যায় শেষ হলেও তাদের ব্যক্তিজীবন এখনো সমানভাবে আলোচনায় রয়ে গেছে।
ইউটি/টিএ