সাভারের আশুলিয়ায় ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
আজ শনিবার (৩০ আগস্ট) রাত সাড়ে ৯ টায় সাভার মডেল থানায় আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিষয়টি নিশ্চিত করেছে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহীনুর কবির।
এর আগে আজ বিকেলে আশুলিয়া থানাধীন বাইপাইল মোড় এলাকায় চালিয়ে ডাকাত সদস্যদের গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলো পটুয়াখালী জেলার গলাচিপা থানার ডাকুয়া গ্রামের মৃত মতলেব ওরফে মুমিন মৃধার ছেলে মো. আল-আমিন মৃধা (৪০), ফরিদপুর জেলার সদরপুর থানার চরকান্দি গ্রামের মো. জয়নাল বেপারীর ছেলে মো. মামুন বেপারী (৩০), মাদারীপুর জেলার শিবচর থানার শৈল্যা মগরা গ্রামের মৃত হোসেন হাওলাদারের ছেলে মো. সেন্টু হাওলাদার (৩৫), নারায়ণগঞ্জ জেলার আড়াইহাজার থানার মো. সেলিমের ছেলে মো. তপু (৩০)।
এসময় তাদের কাছ থেকে একটি সুইচ গিয়ার (চাকু), দুটি র্যাবের কটি, একটি ওয়াকিটকি, একটি লেজার লাইট এবং একটি নতুন গামছা উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা জানায়, গ্রেপ্তারকৃতরা মাইক্রো, হাইয়সে ঢাকা জেলাসহ দেশের বিভিন্ন স্থানে ভুয়া র্যাব পরিচয়ে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা ধরনের অপকর্ম করে আসছিল। তাদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে বলে জানা গেছে।
ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) মো. শাহিনুর কবির বলেন, ভুয়া র্যাব পরিচয়ে ডাকাতির চেষ্টাকালে আশুলিয়া থানাধীন বাইপাইল মোড় এলাকা থেকে চারজন কুখ্যাত ডাকাত দলের সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভুয়া র্যাব পরিচয়ে চুরি, ডাকাতি, ছিনতাইসহ নানা ধরনের অপকর্ম করে থাকে বলে জানিয়েছে। রবিবার তাদের বিরুদ্ধে ৭ দিনের পুলিশ রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হবে।
পিএ/টিকে