অ্যাকশন সিনেমার ভিড়ে বলিউডে মুক্তি পেয়েছিল নবাগত এক জুটির রোমান্টিক সিনেমা ‘সাইয়ারা’। মুক্তির পর প্রেক্ষাগৃহে রীতিমত ঝড় তুলেছে আহান পান্ডে ও অনীত পাড্ডা জুটির সিনেমাটি।
বক্স অফিসে জমিয়ে ব্যবসা করেছে ছবিটি। অন্তর্জাল থেকে শুরু করে সবখানেই এখন এই জুটি আলোচনায়।
একের পর একে প্রস্তাব আসছে তাদের কাছে।
এর মধ্যেই জানা গেল, দর্শকের কাছে ছবির নায়ক আহান পান্ডে হলেও আসলে তার নাম যশ। এমনটা নিজেই জানিয়েছেন অভিনেতা।
সর্বভারতীয় সংবাদমাধ্যমে আহান বলেন, ‘আমার আসল নাম যশ।
এই নামটা আর আমার প্রথম ছবির প্রযোজনা সংস্থার (যশরাজ ফিল্মস) নাম মিলে গিয়েছে। যশরাজ ফিল্মসে কাজ করাটাই ছিল আমার স্বপ্ন।’
এফপি/ টিকে