ভোটকেন্দ্র সংস্কারে ১১১ কোটি টাকা চায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হতে পারে এমন দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠান সংস্কারে শত কোটি টাকার বেশি ব্যয় বরাদ্দ চাওয়া হয়েছে।

এসব কেন্দ্র মেরামত ও সীমানা প্রাচীর নির্মাণে অর্থায়ন চেয়ে চলতি মাসের শেষ সপ্তাহে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের কাছে চিঠি দিয়েছে।

এরমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান মেরামতের জন্য ৩৩ কোটি ৭৮ লাখ টাকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলতাফ হোসেনের তৈরি প্রতিবেদনে। এতে বলা হয়েছে, মেরামত ও সংস্কার কাজ করা প্রয়োজন এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৪৯০টি।

অপরদিকে সীমানা প্রাচীর নির্মাণ করা লাগবে এমন ভোটকেন্দ্রের সংখ্যা ৫৫৯টি। এজন্য মাঠ পর্যায় থেকে প্রাপ্ত চাহিদা দেওয়া হয়েছে ৭৬ কোটি ৪৮ লাখ টাকা। এর আগে নির্বাচন কমিশন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন ভোটকেন্দ্র হতে পারে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের ছোটখাটো সংস্কার ও হালনাগাদ তথ্য চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের প্রধানদের চিঠি দিয়েছিল।

এরপর ২৭ অগাস্ট ভোটকেন্দ্রের সংস্কার বিষয়ে মাঠ পর্যায়ের চাহিদার তথ্য একীভূত করে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর বরাদ্দ চেয়ে দেওয়া চিঠি শিক্ষা সচিবের পাশাপাশি নির্বাচন কমিশনকেও দেওয়া হয়েছে।

এর আগে ভোটকেন্দ্র ব্যবহার উপযোগী করা বিষয়ক চিঠিতে ইসি বলেছিল, আগের সংসদ নির্বাচনে ব্যবহৃত ভোটকেন্দ্র এবং সম্ভাব্য ভোটকেন্দ্রগুলোর মধ্যে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নেই এবং কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে দরজা জানালা জরাজীর্ণ অবস্থায় আছে। এমন অবস্থায় ছোট খাট মেরামত বা সংস্কারের কাজ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে নিজস্ব অর্থায়নে করার অনুরোধ করা হয়।

সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ৪২ হাজারের বেশি ভোট কেন্দ্র ছিল, এতে ভোট কক্ষ ছিল ২ লাখ ৬১ হাজারের বেশি। এবার ভোটকেন্দ্র না বাড়ানোর পরিকল্পনার কথা বলেছেন ইসি সচিব আখতার আহমেদ।

গত শনিবার নির্বাচন কমিশনার ফজল মো. সানাউল্লাহ বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে নির্বাচন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। প্রতিটি ভোটকেন্দ্রে বুথের সংখ্যা পুনর্নির্ধারণ করার মাধ্যমে কমিশন ইতোমধ্যে প্রায় ১০০ কোটি টাকা সাশ্রয় করেছে। আগে পুরুষদের জন্য একটি বুথে ভোটার সংখ্যা ছিল ৫০০ এবং নারীদের জন্য ৪০০। এখন তা যথাক্রমে ৬০০ ও ৫০০ করা হয়েছে।

“এর ফলে প্রায় ৪৯ হাজার বুথ কমানো সম্ভব হয়েছে। একই সঙ্গে প্রায় দেড় লাখ নির্বাচন কর্মকর্তার প্রয়োজনও কমেছে। শুধু একটি সিদ্ধান্তের মাধ্যমে এত বড় অংকের ব্যয় সাশ্রয় করা গেছে। ভবিষ্যতেও প্রতিটি ধাপে এই মিতব্যয়িতা নিশ্চিত করতে হবে।”

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
মামলা করলেন মেট্রোরেলের বিয়ারিং প্যাড পড়ে নিহত কালামের স্ত্রী Oct 28, 2025
img
শুভশ্রীকে নিয়ে ১৪ বছরেও কিছু বলিনি, এটাই সম্মান : দেব Oct 28, 2025
img
চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগ নেতা প্রদীপ দাশ গ্রেপ্তার Oct 28, 2025
img
আমরা ইরানের সঙ্গে হাতে হাত রেখে, কাঁধে কাঁধ মিলিয়ে এগিয়ে যাচ্ছি : রুশ উপপররাষ্ট্রমন্ত্রী Oct 28, 2025
img
সালাহউদ্দিন স্যার আমার ব্যাটিংয়ে বেশি আত্মবিশ্বাস রাখে : তানজিম সাকিব Oct 28, 2025
img
বিএনপি নেতা টুকুর বিরুদ্ধে অপপ্রচার, থানায় জিডি Oct 28, 2025
img
বিএনপি নেতা দিদারুল আলমের বহিষ্কারাদেশ প্রত্যাহার Oct 28, 2025
img
সাজাপ্রাপ্তরা দেশে না থেকেও মুক্তি পাচ্ছে : ফয়জুল করিম Oct 27, 2025
img
অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে সরকার প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা Oct 27, 2025
img
ড. ইউনূসের সংস্কার ও জুলাই সনদ কেবলই ভাঁওতাবাজি : জিল্লুর রহমান Oct 27, 2025
img
শাটডাউন দীর্ঘায়িত হলে সেনাবাহিনীকে বেতন দিতে পারবে না যুক্তরাষ্ট্র Oct 27, 2025
img
মৌনী রায়ের রেস্তোরাঁর নাম ‘বদমাশ’, এক গোলাপজামের দাম ৪১০ টাকা! Oct 27, 2025
img
সরকারি অফিসে ঝুড়ি কেনার ধাপের বর্ণনা দিলেন হাসনাত আব্দুল্লাহ Oct 27, 2025
img
ঘূর্ণিঝড় মোন্থা, দেশের ৪ সমুদ্রবন্দরে সতর্কতা Oct 27, 2025
img
দেশের খাদ্য নিরাপত্তায় কৃষকরা সম্মুখসারির যোদ্ধা : খাদ্য উপদেষ্টা Oct 27, 2025
img
শামীমের পারফরম্যান্সে হতাশ লিটন দাস Oct 27, 2025
img
আ.লীগ দোসর আখ্যা দিয়ে জামায়াত নেতার মাইক্রোফোন কেড়ে নিলেন নেতাকর্মীরা Oct 27, 2025
img
গুজব নয়, বাস্তব সত্য দেখার আহ্বান রঞ্জিত মল্লিকের Oct 27, 2025
img
এবার জনগণই সুষ্ঠু নির্বাচন নিশ্চিত করবে: সালাহউদ্দিন আহমদ Oct 27, 2025
img
ঐকমত্য কমিশনের সব ডকুমেন্ট উন্মুক্ত থাকা দরকার : প্রধান উপদেষ্টা Oct 27, 2025