ভোটকেন্দ্র সংস্কারে ১১১ কোটি টাকা চায় শিক্ষা প্রকৌশল অধিদপ্তর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র হিসেবে ব্যবহার হতে পারে এমন দুই হাজার শিক্ষা প্রতিষ্ঠান সংস্কারে শত কোটি টাকার বেশি ব্যয় বরাদ্দ চাওয়া হয়েছে।

এসব কেন্দ্র মেরামত ও সীমানা প্রাচীর নির্মাণে অর্থায়ন চেয়ে চলতি মাসের শেষ সপ্তাহে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিভাগের কাছে চিঠি দিয়েছে।

এরমধ্যে শিক্ষা প্রতিষ্ঠান মেরামতের জন্য ৩৩ কোটি ৭৮ লাখ টাকার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়েছে অধিদপ্তরের প্রধান প্রকৌশলী মো. আলতাফ হোসেনের তৈরি প্রতিবেদনে। এতে বলা হয়েছে, মেরামত ও সংস্কার কাজ করা প্রয়োজন এমন প্রতিষ্ঠানের সংখ্যা ১৪৯০টি।

অপরদিকে সীমানা প্রাচীর নির্মাণ করা লাগবে এমন ভোটকেন্দ্রের সংখ্যা ৫৫৯টি। এজন্য মাঠ পর্যায় থেকে প্রাপ্ত চাহিদা দেওয়া হয়েছে ৭৬ কোটি ৪৮ লাখ টাকা। এর আগে নির্বাচন কমিশন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের আওতাধীন ভোটকেন্দ্র হতে পারে এমন শিক্ষাপ্রতিষ্ঠানের ছোটখাটো সংস্কার ও হালনাগাদ তথ্য চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়, বিভাগ ও অধিদপ্তরের প্রধানদের চিঠি দিয়েছিল।

এরপর ২৭ অগাস্ট ভোটকেন্দ্রের সংস্কার বিষয়ে মাঠ পর্যায়ের চাহিদার তথ্য একীভূত করে নির্বাচন কমিশন সচিবালয়কে অবহিত করেছে শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। অধিদপ্তরের প্রধান প্রকৌশলীর বরাদ্দ চেয়ে দেওয়া চিঠি শিক্ষা সচিবের পাশাপাশি নির্বাচন কমিশনকেও দেওয়া হয়েছে।

এর আগে ভোটকেন্দ্র ব্যবহার উপযোগী করা বিষয়ক চিঠিতে ইসি বলেছিল, আগের সংসদ নির্বাচনে ব্যবহৃত ভোটকেন্দ্র এবং সম্ভাব্য ভোটকেন্দ্রগুলোর মধ্যে কিছু শিক্ষা প্রতিষ্ঠানে সীমানা প্রাচীর নেই এবং কিছু কিছু শিক্ষা প্রতিষ্ঠানে দরজা জানালা জরাজীর্ণ অবস্থায় আছে। এমন অবস্থায় ছোট খাট মেরামত বা সংস্কারের কাজ সংশ্লিষ্ট মন্ত্রণালয় বা বিভাগকে নিজস্ব অর্থায়নে করার অনুরোধ করা হয়।

সবশেষ দ্বাদশ সংসদ নির্বাচনে ৪২ হাজারের বেশি ভোট কেন্দ্র ছিল, এতে ভোট কক্ষ ছিল ২ লাখ ৬১ হাজারের বেশি। এবার ভোটকেন্দ্র না বাড়ানোর পরিকল্পনার কথা বলেছেন ইসি সচিব আখতার আহমেদ।

গত শনিবার নির্বাচন কমিশনার ফজল মো. সানাউল্লাহ বলেন, সঠিক পরিকল্পনার মাধ্যমে নির্বাচন ব্যয় উল্লেখযোগ্যভাবে কমানো সম্ভব। প্রতিটি ভোটকেন্দ্রে বুথের সংখ্যা পুনর্নির্ধারণ করার মাধ্যমে কমিশন ইতোমধ্যে প্রায় ১০০ কোটি টাকা সাশ্রয় করেছে। আগে পুরুষদের জন্য একটি বুথে ভোটার সংখ্যা ছিল ৫০০ এবং নারীদের জন্য ৪০০। এখন তা যথাক্রমে ৬০০ ও ৫০০ করা হয়েছে।

“এর ফলে প্রায় ৪৯ হাজার বুথ কমানো সম্ভব হয়েছে। একই সঙ্গে প্রায় দেড় লাখ নির্বাচন কর্মকর্তার প্রয়োজনও কমেছে। শুধু একটি সিদ্ধান্তের মাধ্যমে এত বড় অংকের ব্যয় সাশ্রয় করা গেছে। ভবিষ্যতেও প্রতিটি ধাপে এই মিতব্যয়িতা নিশ্চিত করতে হবে।”

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
দলের যে কেউ যে কোনও জায়গায় ব্যাট করতে পারেন: তিলক ভার্মা Dec 13, 2025
img
হায়দরাবাদে রাহুল গান্ধীকে জার্সি উপহার মেসির Dec 13, 2025
img
‘গুপ্তচরের পরনে বিকিনি?’, রণবীরের ‘ধুরন্ধর’ নিয়ে প্রশংসা করেই বিতর্কে দীপিকা Dec 13, 2025
img
সালমনের কান্নার দাম দেয় না কেউ? Dec 13, 2025
img
দেশের সব নির্বাচন অফিসে নিরাপত্তা জোরদারের নির্দেশ Dec 13, 2025
img
রোকেয়া পদকজয়ীদের সংবর্ধনা জানাল প্রধান উপদেষ্টা Dec 13, 2025
ভোলার চরফ্যাশনে নবান্ন উৎসব ১৪৩২ উদযাপন Dec 13, 2025
img
যুবভারতীতে মেসি-বিক্ষোভের মাঝে শুভশ্রীর ছবি পোস্টে বিতর্কের ঝড় Dec 13, 2025
img
ভোটের ৮ ভাগের ১ ভাগ না পেলে বাজেয়াপ্ত হবে প্রার্থীর জামানত Dec 13, 2025
img
যুক্তরাষ্ট্র নিষেধাজ্ঞা প্রত্যাহারের পর ১২৩ বন্দিকে মুক্তি দিল বেলারুশ Dec 13, 2025
img
চারদিকে ছড়িয়ে থাকা লাখ লাখ হাদির মতো আমিও ভয় পাই না: প্রেস সচিব Dec 13, 2025
img
হাদিকে দেখতে গেলেন জাকের পার্টির মহাসচিব Dec 13, 2025
img
রাধিকার মন্তব্যে নতুন বিতর্ক Dec 13, 2025
img
সব অপশক্তির বিরুদ্ধে লড়াইয়ে শহীদ বুদ্ধিজীবীদের অবিচল সাহস চিরস্মরণীয়: রাষ্ট্রপতি Dec 13, 2025
img
নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ৩ নেতা গ্রেপ্তার Dec 13, 2025
img
মির্জা ফখরুলের জন্য ভোট চাইলেন ছোট মেয়ে মির্জা সাফারুহ Dec 13, 2025
img
১১ দল নিয়ে ফের নারী ফুটবল লিগ শুরু ২৯ ডিসেম্বর Dec 13, 2025
img
স্বর্ণের ‌‌দাম ভরিতে বাড়ল ৩ হাজার ৪৫৩ টাকা Dec 13, 2025
img
পাপারাজ্জিদের পাশে দাঁড়িয়ে জয়া বচ্চনকে হুমা কুরেশির খোঁচা! Dec 13, 2025
img
হাদির ইনকিলাব কালচারাল সেন্টার বন্ধ ঘোষণা Dec 13, 2025