আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন আসিফ আলী

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেন পাকিস্তানের ব্যাটার আসিফ আলি। ৩৩ বছর বয়সী এই মিডল অর্ডার ব্যাটার পাকিস্তানের জার্সিতে ২১টি ওয়ানডে ও ৫৮টি টি-টোয়েন্টি খেলেছেন। মূলত ফিনিশার রোলে খেলেই পরিচিতি পেয়েছিলেন তিনি।

আক্রমণাত্মক ব্যাটার হিসেবে পরিচিত আসিফ বেশি স্মরণীয় হয়ে থাকবেন ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে পাকিস্তানের শ্বাসরুদ্ধকর জয়ের ম্যাচে তার ৭ বলে ২৫ রানের ইনিংসের জন্য।

সামাজিক যোগাযোগমাধ্যমে অবসরের ঘোষণা দিতে গিয়ে আসিফ লিখেছেন, 'পাকিস্তানের জার্সি পরা ছিল আমার জীবনের সবচেয়ে বড় সম্মান এবং দেশের হয়ে মাঠে নামা আমার সবচেয়ে গর্বের অধ্যায়।'

আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানালেও পাকিস্তানের ঘরোয়া ক্রিকেট ও বিশ্বের নানা প্রান্তে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খগেলা চালিয়ে যাবেন বলে জানিয়েছেন এই ব্যাটার।

২০১৮ সালের এপ্রিলে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি-টোয়েন্টি দিয়ে জাতীয় দলে অভিষেক হয় আসিফের। সে বছর পিএসএলে ইসলামাবাদ ইউনাইটেডকে শিরোপা জেতাতে ভূমিকা রাখেন তিনি, বিশেষ করে ফাইনালে রান তাড়া করতে নেমে গুরুত্বপূর্ণ মুহূর্তে টানা তিন বলে ছক্কা ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়। টি-টোয়েন্টি অভিষেকের দুই মাস পর ওয়ানডে ফরম্যাটেও অভিষেক হয় তার।



নিজের সেরা সময়ে আসিফকে পাকিস্তান ক্রিকেটে মোড় ঘুরিয়ে দেয়া ব্যাটার হিসেবেই দেখা হতো। দলে তখন প্রকৃত পাওয়ার-হিটারের অভাব থাকায়, তাকে দ্রুত দুই ফরম্যাটে নেওয়া হয়। তবে অনেক সময় পাকিস্তানের নির্বাচক ও টিম ম্যানেজমেন্ট তার ব্যাটিং-ভূমিকা পুরোপুরি বুঝতে পারেনি। আসল কাজ ছিল ফিনিশিং, অথচ ওয়ানডেতে তাকে অনেক সময় ছয়ে নামানো হতো, যা তার জন্য উপযোগী ছিল না। টি-টোয়েন্টিতে গড়ে প্রতি ইনিংসে মাত্র সাত বল খেলার সুযোগ পেয়েছেন, আর এক-চতুর্থাংশের বেশি ইনিংসে ছিলেন অপরাজিত -যা প্রমাণ করে তাকে দেরিতে নামানো হতো এবং যথেষ্ট ব্যবহার করা হয়নি।

তবু এই ছোট ছোট ইনিংসগুলোতেই দারুণ সব মুহূর্ত উপহার দিয়েছেন আসিফ। ২০২১ বিশ্বকাপে আফগানিস্তানের বিপক্ষে শেষ দুই ওভারে দরকার ছিল ২৪ রান। তখন তিনি ১৯তম ওভারে করিম জানাতকে টানা চার ছক্কা মেরে পাকিস্তানকে সেমিফাইনালে তুলেছিলেন। পরের বছর এশিয়া কাপে ভারতের বিপক্ষে তার ৮ বলে ১৬ রানের ঝড়ো ইনিংস পাকিস্তানকে জিতিয়ে ফাইনালে পৌঁছে দিয়েছিল।

কিন্তু, এরপরই যেন ম্রিয়মাণ হয়ে যেতে থাকেন তিনি। পরের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তান ফাইনাল খেললেও ব্যর্থ হন তিনি, সেভাবে ভূমিকাই রাখতে পারেননি। ধারাবাহিকতা কখনোই সেভাবে ছিল না, আর যখন ফর্ম পুরোপুরি হারান, তখন পাকিস্তান নতুন প্রজন্মের বিগ হিটারদের পেয়ে গেছে। ভারতের বিপক্ষে মেলবোর্নে হওয়া সেই বিশ্বকাপ ম্যাচটিই ছিল আসিফের শেষ উল্লেখযোগ্য ম্যাচ। এরপর ২০২৩ এশিয়ান গেমসে দ্বিতীয় সারির পাকিস্তান দলে কিছু ম্যাচ খেলেছিলেন।

বিদায়ী ঘোষণায় আসিফ আরও বলেন, 'আমি কৃতজ্ঞতা নিয়েই অবসর নিচ্ছি এবং ঘরোয়া ও বিশ্বজুড়ে লিগে খেলে আমার ক্রিকেট-প্যাশন বাঁচিয়ে রাখব।'

এসএস/টিকে

Share this news on:

সর্বশেষ

img
নেপালি অধিনায়কের বিপক্ষে প্রস্তুতি, তবুও মিডিয়া ‘নিষিদ্ধ’ রাখছেন ক্যাবরেরা Sep 03, 2025
img
ভিসার মেয়াদ শেষ হলেই বিদেশি শিক্ষার্থীদের ফেরত পাঠাবে যুক্তরাজ্য Sep 02, 2025
img
জাপাকে বিরোধী দল করার প্রসঙ্গে প্রধান উপদেষ্টা বিস্মিত : রাশেদ Sep 02, 2025
img
জামায়াতে ইসলামী উদ্ভট দাবিতে মাঠে নেমেছে : জাহেদ উর রহমান Sep 02, 2025
img
ফেব্রুয়ারিতেই নির্বাচন হবে, বিভ্রান্তির সুযোগ নেই : ববি হাজ্জাজ Sep 02, 2025
img
মার্কিন শুল্কের মধ্যেও তেলে ভারতকে রাশিয়ার বিশেষ ছাড় Sep 02, 2025
যেভাবে মানুষের ভুল ধরবেন Sep 02, 2025
প্রতিরক্ষামন্ত্রীর দরজায় বলিউড ভাইজান! Sep 02, 2025
ওটিটি এবং থিয়েটার স্ক্রিনে একসাথে জয়া আহসান! Sep 02, 2025
লিটন দাস - ক্যাপ্টেন লিডিং ফ্রম দা ফ্রন্ট Sep 02, 2025
রাতে মেঘমল্লার বসুর অ্যাপেনডিক্সের অপারেশন, চাইলেন আশীর্বাদ Sep 02, 2025
img
মাসোহারা দিয়ে মুক্তিযোদ্ধাদের মুখ বন্ধ করে দিয়েছিল শেখ হাসিনা : টুকু Sep 02, 2025
জামায়াতের উদ্দেশ্যে যা বললেন বাবলু Sep 02, 2025
আমরা যা চেয়েছি সেটাই হবে এটা গণতন্ত্রের পথ নয়-সাকি Sep 02, 2025
ভালো নির্বাচন না হলে যে আশঙ্কা করছেন মান্না Sep 02, 2025
img
সুজিত রায়সহ ৬ জনের বিরুদ্ধে শিক্ষকের মামলা Sep 02, 2025
নুরের উপর হামলায় যে শঙ্কা দেখছেন মির্জা ফখরল Sep 02, 2025
‘রাতের আঁধারে বদলির আর কোনো ভয় থাকবে না Sep 02, 2025
জাকসু নির্বাচন: ভিপি ও জিএস প্রার্থীদের মুখোমুখি Sep 02, 2025
img
চবির ঘটনায় জরুরি সিন্ডিকেট সভায় ১২ সিদ্ধান্ত Sep 02, 2025