অভিষেকেই লজ্জার রেকর্ড গড়লেন ইংলিশ বোলার

ইংল্যান্ডের সদ্য সমাপ্ত ফ্র্যাঞ্চাইজি লিগ দ্য হান্ড্রেডে নজর কেড়ে জাতীয় দলে ডাক পেয়েছিলেন সনি বেকার। কিন্তু তার আন্তর্জাতিক ক্যারিয়ারের অভিষেকটা হলো দুঃস্বপ্নের মতো। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৭ উইকেটে বড় হারের ম্যাচে তিনি বল হাতে বিব্রতকর রেকর্ড গড়েছেন। ৭ ওভারে উইকেটশূন্য থেকে ৭৬ রান খরচ করেছেন ২২ বছর বয়সী এই পেসার।

লিডসের হেডিংলিতে গতকাল (মঙ্গলবার) থেকে শুরু হয়েছে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকার ওয়ানডে সিরিজ। এদিনই আন্তর্জাতিক ক্যারিয়ারে পথচলা শুরু হয় সনি বেকারের। দ্য হান্ড্রেডে ৭ ম্যাচে ৯ উইকেট আহামরি না হলেও গতিময় বোলিংয়ে তার ইকোনমি (৭.৬৮) ভালোই ছিল। সেই গতি প্রোটিয়াদের বিপক্ষেও তুলেছিলেন বেকার, কিন্তু বারবার শর্ট কিংবা একেবারে ফুলার লেংথে দিয়ে বেদম মার খেয়েছেন এইডেন মার্করামদের হাতে।

ইংল্যান্ড ম্যাচটিতে আগে ব্যাটিংয়ে নেমে বিপর্যয়ে পড়ে। জেমি স্মিথের ফিফটি ছাড়া স্বাগতিকদের আর কেউই বলার মতো রান করতে পারেননি। ফলে মাত্র ২৪.৩ ওভার ১৩১ রানে অলআউট হয়ে যায় ইংলিশরা। প্রোটিয়াদের পক্ষে কেশভ মহারাজ ৪ এবং উইয়ান মুল্ডার ৩ উইকেট শিকার করেন। ওয়ানডেতে একজন ব্যাটারের ফিফটি সত্ত্বেও ১৩১ রান ইংল্যান্ডের তৃতীয় সর্বনিম্ন সংগ্রহ। এ ছাড়া ওয়ানডের ইতিহাসে দ্রুততম সময়ে (২৪.৩ ওভার) অলআউট হওয়ার ক্ষেত্রে তাদের অবস্থান পঞ্চম।



সেই লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম ওভারে মার্করাম ও রায়ান রিকেলটনের সামনে আক্রমণে আসেন সনি বেকার। জোফরা আর্চারের বলে যেখানে কয়েকবার আউটের সম্ভাবনা জেগেছিল, তখন সম্পূর্ণ উল্টো চিত্র ছিল অভিষিক্ত পেসারের। দক্ষিণ আফ্রিকা ৬ ওভারেই স্কোরবোর্ডে ৫০ রান তুলে ফেলে, এর মধ্যে ৩ ওভারে ১ মেইডেনসহ ৫ রান দেন আর্চার। তার মানে বাকি ৩ ওভারে বেকার ৪৪ রান দিয়েছেন। তার প্রথম ওভারেই ৩ চারসহ ১৪ রান নিয়ে স্বাগত জানান মার্করাম। এরপর তৃতীয় ওভারে ২০ ও চতুর্থ ১২ রান দেওয়ার পর বোলিংয়ে আসেন ব্রাইডন কার্স। তখন আবার প্রোটিয়াদের রানে লাগাম পড়ে।

শেষ পর্যন্ত ৭ ওভারে ১০.৮৫ গড়ে ৭৬ রান দিলেন বেকার। যা ওয়ানডে অভিষেকে কোনো ইংলিশ বোলারের সর্বোচ্চ ইকোনমিতে রান খরচের রেকর্ড। এর মধ্য দিয়ে তিনি লিয়াম ডসনের রেকর্ড ভেঙেছেন। ২০১৬ সালে এই স্পিনার পাকিস্তানের বিপক্ষে ৮ ওভঅরে ৮.৭৫ ইকোনমিতে খরচ করেন ৭০ রান। এ ছাড়া সবমিলিয়ে ওয়ানডেতে সর্বোচ্চ ইকোনমিতে রান খরচের তালিকায়ও সনি বেকারের অবস্থান দ্বিতীয়। গত বছরের ডিসেম্বরে বাংলাদেশের বিপক্ষে ওয়েস্ট ইন্ডিজের জেডিয়াহ ব্লেডস অভিষেক ওয়ানডেতে ৬ ওভারে (ইকোনমি ১২.১৬) ৭৩ রান দেন।

এদিকে, বেকারকে সবচেয়ে বেশি নাস্তানাবুদ করা প্রোটিয়া তারকা এইডেন মার্করাম মাত্র ২৩ বলে ফিফটি করেন। যা ইংলিশদের বিপক্ষে প্রোটিয়া ব্যাটারদের মধ্যে সবচেয়ে দ্রুততম। শেষ পর্যন্ত এই ডানহাতি ব্যাটার ৫৫ বলে ১৩ চার ও দুই ছক্কায় ৮৬ রান করেন। এ ছাড়া রায়ান রিকেলটন ৩১ রানে অপরাজিত থেকে ম্যাচ জিতে মাঠ ছেড়েছেন। তবে মার্করাম আউট হওয়ার পর জয়ের জন্য ১ রান বাকি থাকতেই আউট হন প্রোটিয়া অধিনায়ক টেম্বা বাভুমা ও ক্রিস্টিয়ান স্টাবস। শেষ পর্যন্ত ১৭৫ বল এবং ৭ উইকেট হাতে রেখে জিতেছে আফ্রিকানরা। ৩টি উইকেটই নিয়েছেন আদিল রশিদ।

বলের হিসাবে এটি প্রোটিয়াদের ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় সর্বোচ্চ ব্যবধানে জয়। এর আগে ২০০৭ বিশ্বকাপে তারা ১৮৪ বল এবং ৯ উইকেট হাতে রেখে জিতেছিল। এ ছাড়া গতকাল দু’দল মিলিয়ে খেলেছে ২৭২ বল, দুই দলের মুখোমুখি দেখায় যা দ্বিতীয় সর্বনিম্ন। ২০০৮ সালে ইংল্যান্ড-আফ্রিকা ২২৩ বলের একটি ওয়ানডে খেলেছিল।

এসএস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ শেখের বীরত্ব, আত্মত্যাগ ও দেশপ্রেম আমাদের অনুপ্রেরণা : আইএসপিআর Sep 05, 2025
১০ মিনিটে গোটা বিশ্বের সারাদিনের সর্বশেষ আলোচিত সব খবর Sep 05, 2025
ডাকসুর ভিপি প্রার্থীদের যে পরামর্শ দিলেন কন্টেন্ট ক্রিয়েটর ফারহান Sep 05, 2025
মোবাইল নেটওয়ার্কিংয়ে অনিয়মের গোমর ফাঁস করলেন প্রেস সচিব Sep 05, 2025
'যারা ২০ হাজারে লিফলেট করেছে, নির্বাচিত হলে তারা ২০ লাখ তুলবে' Sep 05, 2025
মানবতাবিরোধী অপরাধে অভিযুক্তরা নির্বাচনের অযোগ্য, জানালেন প্রেস সচিব Sep 05, 2025
img
কোচরা ভালো, ক্রিকেটাররা ভালো, আমি আবার বাংলাদেশে ফিরতে চাই : উড Sep 05, 2025
img
আশির দশকে ইমরান খানের কাছে ঘনিষ্ঠ ছিলেন রেখা! Sep 05, 2025
img
মেসির উত্তরসূরি হিসেবে কাকে দেখছেন সাবেক কোচ! Sep 05, 2025
img
পারিবারিক ব্যবসার স্বার্থেই পাকিস্তানের প্রতি আগ্রহী হচ্ছেন ট্রাম্প! Sep 05, 2025
সভাপতি হয়ে বললেন, ইলেকশনটা অনেক চ্যালেঞ্জিং ছিল; মিঠুন Sep 05, 2025
বিটলস কিং-এর গিটার চু"রি ও পুনরুদ্ধার রহস্য উম্মোচন Sep 05, 2025
হবু বউমা আলিয়াকে নিয়ে ঋষির উষ্ণ স্মৃতি ও প্রশং'সা Sep 05, 2025
রাভিনার ভাঙা বাগদান, শিল্পার স্বপ্ন'ভঙ্গ অক্ষয়ের পেছনে কী লুকি'য়ে ছিল? Sep 05, 2025
img
‘জনগণ না চাইলে পিআর পদ্ধতির দাবি থেকে সরে আসবে জামায়াত’ Sep 05, 2025
img
বিএনপিকে বাধা দিতে গভীর যড়যন্ত্র চলছে: দুদু Sep 05, 2025
img

ব্রাহ্মণবাড়িয়া-২:

পুনঃনির্ধারিত সীমানা নিয়ে রুমিন ফারহানার সন্তুষ্টি প্রকাশ Sep 05, 2025
img
১০০ রুপিতে শুরু হলো নারী বিশ্বকাপের টিকিটের আগাম বিক্রি Sep 05, 2025
img
আফগানিস্তানের জন্য জরু‌রি ত্রাণসামগ্রী পাঠাচ্ছে বাংলাদেশ Sep 05, 2025
img
অলিম্পিক অ্যাসোসিয়েশন থেকে এনএসসি প্রতিনিধির পদত্যাগ Sep 05, 2025