বরেণ্য অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই

দুই বাংলার জনপ্রিয় অভিনেতা সৌমিত্র চট্টোপাধ্যায় আর নেই। রোববার (১৫ নভেম্বর) স্থানীয় সময় দুপুর সোয়া ১২টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৫ বছর।

গত ৬ অক্টোবর থেকে কলকাতার বেলভিও হাসপাতালে করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন ছিলেন বরেণ্য এ অভিনেতা। গত সপ্তাহ থেকে সৌমিত্র চট্টোপাধ্যায়ের শরীরের গুরুত্বপূর্ণ অঙ্গ অকেজো হতে শুরু করে। তাকে রাখা হয় পূর্ণ লাইফ সাপোর্টে।

জানা যায়, তার মস্তিষ্কের স্নায়ুর সমস্যা প্রকট আকার ধারণ করে। শরীরে অক্সিজেনের চাহিদাও প্রবলভাবে বেড়ে যায়। তবে তার কিডনির অবস্থা দিনের পর দিন খারাপ হতে থাকে।

সৌমিত্র চট্টোপাধ্যায় ১৯৩৫ সালের ১৯ জানুয়ারি পশ্চিমবঙ্গের নদীয়া জেলায় জন্মগ্রহণ করেন। তার বাবা মোহিত চট্টোপাধ্যায় ছিলেন কলকাতা হাইকোর্টের আইনজীবী।

সর্বপ্রথম বিখ্যাত নির্মাতা সত্যজিৎ রায়ের ‘অপুর সংসার’ ছবিতে নাম ভূমিকায় অভিনয় করেন তিনি। যা ১৯৫৯ সালে নির্মিত হয়। এর আগে রেডিওর ঘোষক ছিলেন সৌমিত্র। পাশাপাশি মঞ্চে ছোটখাটো চরিত্রে অভিনয় করতেন তিনি।

 

টাইমস/এসএন

Share this news on: