ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় প্রাণ গেছে লিভারপুলের পর্তুগিজ তারকা দিয়েগো জোটার। তার মৃত্যুর খবর নাড়িয়ে দিয়েছে পুরো বিশ্বকে। এদিকে জোটার শেষ ক্লাব লিভারপুল তার মৃত্যুতে স্তব্ধ।
স্পেনের জামোরা প্রদেশে গাড়ি দুর্ঘটনায় মারা যান ২৮ বছর বয়সি স্ট্রাইকার জোটা। স্প্যানিশ পুলিশ বৃহস্পতিবার (৩ জুলাই) এক বিবৃতিতে জানিয়েছে, দুর্ঘটনাস্থলে পাওয়া প্রমাণ থেকে বোঝা যাচ্ছে যে, অন্য একটি গাড়িকে ওভারটেক করার সময় জোটার গাড়ির টায়ার ফেটে যাওয়ার কারণে রাস্তা থেকে ছিটকে পড়ে এবং পরে আগুন ধরে যায়। জোটার গাড়িতে ছিলেন তার ভাই আন্দ্রে সিলভা। তিনিও সেই দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন।
এদিকে জোটার মৃত্যুতে তার জাতীয় দল ও ক্লাবের সতীর্থ থেকে শুরু করে সাবেক-বর্তমান ফুটবলারও শোক জানাচ্ছেন। জোটার সবশেষ ক্লাব লিভারপুলও শোকবার্তা জানিয়েছে।
লিভারপুল জোটার মৃত্যুতে শোক জানিয়ে লেখে, 'দিয়েগো জোটার মর্মান্তিক মৃত্যুতে লিভারপুল ফুটবল ক্লাব স্তব্ধ। ক্লাবকে জানানো হয়েছে যে, ২৮ বছর বয়সি এই খেলোয়াড় তার ভাই আন্দ্রেসহ স্পেনে এক সড়ক দুর্ঘটনায় মারা গেছেন। লিভারপুল এফসি এই মুহূর্তে আর কোনো মন্তব্য করবে না এবং দিয়েগো ও আন্দ্রের পরিবার, বন্ধুবান্ধব, সতীর্থ এবং ক্লাব স্টাফদের গোপনীয়তা বজায় রাখার জন্য অনুরোধ করা হচ্ছে। কারণ তারা একটি অকল্পনীয় ক্ষতি কাটিয়ে ওঠার চেষ্টা করছেন। তাদের প্রতি পূর্ণ সমর্থন অব্যাহত রাখব আমরা।'
এদিকে লিভারপুল জানিয়েছে, জোটার ২০ নম্বর জার্সিটি তারা উঠিয়ে রাখবে। তার এই ২০ নম্বর জার্সিটি ক্লাবের অন্য কেউ আর ব্যবহার করতে পারবে না। ২০২০ সালে উলভস ছেড়ে লিভারপুলে যোগ দিয়েছিলেন বলে ২০ নম্বর জার্সি পরেই খেলতেন জোটা।
এছাড়াও, জোটার মৃত্যুর খবরের পর ইংলিশ ক্লাবগুলোর পাশাপাশি বায়ার্ন মিউনিখ, রিয়াল মাদ্রিদসহ ইউরোপের অনেক ক্লাবই শোকবার্তা জানিয়েছে। ক্লাবগুলো জোটার মৃত্যুকে শ্রদ্ধা জানিয়ে অনুশীলনে নীরবতা পালন করেছে।
পর্তুগালের পাকোস ডি ফেরেইরার একাডেমীতে বেড়ে ওঠা জোটা লিভারপুলে খেলার আগে পোর্তো এবং অ্যাতলেটিকো মাদ্রিদের মত ক্লাবে খেলেছেন। ২০১৮ সালে উলভারহ্যাম্পটন যোগ দিয়ে দারুণ পারফর্ম করেন। এই ইংলিশ ক্লাবটিতে দুই মৌসুম কাটিয়েই অল রেডসদের শিবিরে যোগ দেন জোটা।
লিভারপুলের হয়ে ১২৩ ম্যাচে ৪৭ গোল করেছেন। ২০১৯ সালে পর্তুগালের হয়ে অভিষেকের পর ৪৯ ম্যাচে করেছেন ১৪ গোল। ক্লাব ও জাতীয় দলের হয়ে জিতেছেন নানা শিরোপা।
আরআর/এসএন