‘বিচ্ছেদ’র কষ্ট বোঝাতে ইসরো প্রধানকে কাশ্মীরি সাংবাদিকের চিঠি

চাঁদের বুকে পা ফেলবার ক্ষণিক আগেই কেন্দ্রের সঙ্গে সব ধরণের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে ভারতের বহুল আলোচিত চন্দ্রযান-২-এর। সফলতার কাছাকাছি গিয়ে এমন আচমকা বিচ্ছেদে মর্মাহত ভারতবাসী। তবে সবচেয়ে বেশি যিনি ভেঙ্গে পড়েছেন তিনি হলেন ভারতের মহাকাশ গবেষণা সংস্থা-ইসরোর প্রধান কে শিবন। কেননা অল্পের জন্য অভিযাত্রা সফল হয়নি। নভোযানটি চাঁদের পৃষ্ঠে অবতরণ করলেই ভারত যুক্তরাষ্ট্র, রাশিয়া ও চীনের কাতারে নাম লেখাতো।

সেই সঙ্গে প্রথমবারেই চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে অবতরণের রেকর্ডও দখলে আসত ভারতের। তবে এসব রেকর্ডের কিছুই হয়নি ভারতের। এই ব্যর্থতার দায়ে অনেকটাই মুষড়ে পড়েছেন ইসরো প্রধান কে শিবন। তাকে উদ্দেশ্ করে সম্প্রতি একটি আবেগঘণ চিঠি লিখেছেন কাশ্মীরি এক সাংবাদিক। সৈয়দ ফাইজান বুখারি নামের ওই কাশ্মীরি সাংবাদিক তার চিঠিতে চন্দ্রযান-২-এর বিচ্ছিন্ন হওয়ার সঙ্গে মা ও ভাইবোনদের বিচ্ছিন্নতাকে তুলনা করে কাশ্মীরিদের কষ্টের কথাগুলো বোঝোতে চেয়েছেন।

ইসরোপ্রধানকে উদ্দেশ করে দ্য কুইন্ট নামে একটি ইংরেজি পোর্টালে লেখা সৈয়দ ফাইজান বুখারির কথাগুলো তুলে ধরা হলো-

‘শ্রদ্ধেয় ইসরোপ্রধান, একজন কাশ্মীরি হিসেবে আমি অনুভব করি প্রিয়জনের সঙ্গে সংযোগ বিচ্ছিন্ন হলে তা কতটা যন্ত্রণার’ শিরোনামে সেই চিঠিতে তিনি উল্লেখ করেন, ‘আপনাকে ও আপনার দলকে অভিনন্দন যে, ভারতের জন্য গর্ব বয়ে আনতে আপনার যথেষ্ট চেষ্টা করেছেন। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাসে অন্তিম মুহূর্তে গিয়ে চন্দ্রযান-২ এর ল্যান্ডার বিক্রমের সঙ্গে আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়।

আমি জানি, আপনি ভারতকে গর্বিত করতে চান? কে না চায়? একজন ভারতীয় হিসেবে আমিও ভারতকে গর্বিত করতে চাই।

সফলতার এতো কাছাকাছি পৌঁছেও চাঁদের সঙ্গে আপনার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেল। এতে আপনি বিপর্যস্ত। ‘বিক্রম’-এর সঙ্গে যোগাযোগ ছিন্ন হওয়ার পর আপনি প্রকাশ্যেই ভেঙে পড়েন। আর আপনার এ কষ্ট আমি তিলে তিলে টের পাচ্ছি।

কেবল কাশ্মীরিরাই আপনার এ কষ্ট বুঝতে পারবে। কারণ আপনার মতোই কাশ্মীরে আমার যে চাঁদ রয়েছে তার (মায়ের) সঙ্গে গত এক মাস ধরে যোগাযোগ বিচ্ছিন্ন রয়েছে।’

ফাইজান আরও লেখেন, ‘আপনি ভাগ্যবান। প্রধানমন্ত্রী আপনাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছেন। কিন্তু দেখুন কতটা হতভাগ্য আমি! এক মাস ধরে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে আছি। কেউ সান্ত্বনা দিতে, সহমর্মিতা জানাতে আসেননি। আমার মতো হাজারও কাশ্মীরির একই অবস্থা। জড়িয়ে ধরা তো দূরের কথা আমাদের জন্য একটি শব্দও খরচ করেননি প্রধানমন্ত্রী।’

ফাইজান লেখেন, ‘স্যার, আপনার ও আমার মধ্যে অনেক মিল রয়েছে। আপনি বিক্রম ল্যান্ডারের সঙ্গে সংযোগ পেতে মরিয়া। আমিও আমার মা, পরিবার ও ছোট ভাইবোনদের খবর নিতে গত এক মাস ধরে মরিয়া হয়ে আছি। কিন্তু পার্থক্য হলো আপনাকে সব ধরনের সহায়তা করছে সরকার। আপনাকে আশ্বস্ত করছে, সান্ত্বনা দিচ্ছে। কিন্তু আমার মায়ের খবর এনে দিচ্ছে না কেউ।’

সবশেষে আপ্লুত ভাষায় ফাইজান লেখেন, ‘হয়ত বিক্রমের সঙ্গে বিচ্ছিন্ন সংযোগ ফিরে পাবেন আপনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আপনাকে প্রশংসায় ভাসাবে ভারতবাসী। সরকার আপনাকে ফুলের মালা দিয়ে বরণ করবে। কিন্তু তখনও আমি মা-বাবার সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে একাকী প্রহর গুনতে থাকব।’

এভাবেই যোগাযোগ বিচ্ছিন্ন কাশ্মীরিদের যন্ত্রণা ফুটিয়ে তুলে ইসরোপ্রধানকে খোলা চিঠি দিলেন এক কাশ্মীরি।

প্রসঙ্গত খুঁজে পাওয়া গেছে বিক্রম ল্যান্ডার। এটি চাঁদের পৃষ্ঠে অবস্থান করছে বলে জানিয়েছেন ইসরোপ্রধান কে শিভান। তিনি জানান, চন্দ্রযানটির সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।

 

টাইমস/এমএস

Share this news on:

সর্বশেষ

রিজুর গান যেখানে মিশে আছে ভালোবাসা, সুর আর স্বপ্ন Nov 07, 2025
img
বয়স নয়, স্থবিরতাই বার্ধক্যের চিহ্ন: হৃতিক রোশন Nov 07, 2025
img
এক বছর পর ফ্রান্সের জাতীয় দলে ডাক পেলেন কন্তে Nov 07, 2025
img
পুত্রসন্তানের মা হলেন ক্যাটরিনা কাইফ Nov 07, 2025
img
বর্তমান পরিস্থিতি মোকাবেলায় আওয়ামী লীগ ৪ টি পরিকল্পনা নিয়ে এগোচ্ছে: গোলাম মাওলা রনি Nov 07, 2025
img
কোন সেলিব্রেটির বাগদানের আংটি সবচেয়ে দামী? Nov 07, 2025
img
ভোটের রাজনীতিতে প্রতিটি মানুষের ভোট মূল্যবান : জাহেদ উর রহমান Nov 07, 2025
img
শ্রীলীলার ক্যারিয়ারে নতুন মোড় ‘পরাশক্তি’ Nov 07, 2025
img
জাল নোটের উৎস অনুসন্ধানে সীমান্তে বিজিবির বাড়তি নজরদারি Nov 07, 2025
img
জুলাই জাতীয় সনদ বাস্তবায়নে ঐক্যবদ্ধ থাকার আহ্বান বিএনপির Nov 07, 2025
img
২৪ ঘণ্টায় সারাদেশে বিশেষ অভিযানে আরও ১৮৩১ জন গ্রেপ্তার Nov 07, 2025
img
সংস্কার প্রক্রিয়াকে থামিয়ে দেয়ার চেষ্টা করছে একটি পক্ষ : তাহের Nov 07, 2025
img
কেউ কেউ বলছেন আমি ‘ভাইয়ের রক্ত বেচে খাচ্ছি’: মীর স্নিগ্ধ Nov 07, 2025
img
বিশ্বকাপজয়ী ভারতীয় ক্রিকেটারকে পুলিশে চাকরির প্রস্তাব! Nov 07, 2025
img
আগামী নির্বাচনে দেশে মিরাকল ঘটতে পারে: আবদুল্লাহ তাহের Nov 07, 2025
img
হায়দরাবাদের সিম বিক্রেতা থেকে বলিউডের জনপ্রিয় মুখ: বিজয় বর্মার গল্প Nov 07, 2025
img
‘১২০ বাহাদুর’-এ সৈনিকের স্ত্রীর ভূমিকায় রাশি খান্না Nov 07, 2025
img
দিল্লি বিমানবন্দরে শতাধিক ফ্লাইট বিলম্বিত, বিমানবন্দরে বিশৃঙ্খলা Nov 07, 2025
img
ইলন মাস্কের জন্য ১ ট্রিলিয়ন ডলার বেতন অনুমোদন করলেন টেসলার শেয়ারহোল্ডাররা Nov 07, 2025
img
বলিউডে অ্যাকশনের ইতিহাস বদলে দিতে আসছে শাহরুখের ‘কিং’ Nov 07, 2025