ভারতের মহারাষ্ট্রে একটি হাসপাতালে অক্সিজেনের ট্যাঙ্কার ছিদ্র হয়ে দমবন্ধ হয়ে ২২ জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মহারাষ্ট্রের নাসিক জেলার জাকির হোসেন হাসপাতালে ট্যাঙ্কার রিফুয়েলিংয়ের সময় এ দুর্ঘটনা ঘটে। এনডিটিভি ও বিবিসি জানিয়েছে, বুধবার (২১ এপ্রিল) এ মর্মান্তিক ঘটনা ঘটে। মহারাষ্ট্রের স্বাস্থ্যবিভাগ সূত্রে জানা গেছে, নাসিকের ওই হাসপাতালে শুধুমাত্র করোনা রোগীদের চিকিৎসা দেয়া হতো। সেখানে ভর্তি হওয়া সব রোগীই করোনা আক্রান্ত। যাদের অধিকাংশই আইসিইইউ
করোনাভাইরাসের (কোভিড-১৯) টিকা উৎপাদনের কাঁচামাল রপ্তানিতে বিদ্যমান নিষেধাজ্ঞা তুলে নিতে যুক্তরাষ্ট্রের প্রতি আহ্বান জানিয়েছে ভারত। তবে বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করেনি হোয়াইট হাউস।
ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করা সম্ভব নয় বলে মন্তব্য করেছেন ইসরাইলের সেনা গোয়েন্দা সংস্থার সাবেক পরিচালক মেজর জেনারেল আমোস ইয়াদলিন। তিনি বলেছেন, সামরিক হামলা চালিয়ে কোনও ভাবেই ইরানের পরমাণু স্থাপনা ধ্বংস করা সম্ভব নয়। পরমাণু স্থাপনার নিরাপত্তার স্বার্থে সর্বোচ্চ সুরক্ষা দিতে ইরান সব পন্থাই অবলম্বন করেছে।