ভিনদেশি মানসিক ভারসামহীন এরা কারা?

প্রাণঘাতী করোনাভাইরাসের প্রাদুর্ভাবে দেশে চলছে অঘোষিত লকডাউন। কিন্তু এমন অবস্থার মধ্যেও দেশের সর্বোত্তরের জেলা পঞ্চগড়ে বেড়ে গেছে ভিনদেশি মানসিক ভারসাম্যহীনদের আনাগোনা। পঞ্চগড়ের হাটে বাজারে, রাস্তা-ঘাটে সব অচেনা ভারসাম্যহীন লোকদের দেখা মিলছে প্রায়ই। এনিয়ে স্থানীয় বাসিন্দাদের মাঝে দেখা দিয়েছে চাপা আতঙ্ক। করোনা আতঙ্কে স্থানীয়রা এসব ভারসাম্যহীন মানুষের কাছেও ঘেষছেন না। প্রশাসনও রয়েছে চুপচাপ।

স্থানীয়রা অভিযোগ, ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) সুযোগ বুঝে এসব মানসিক ভারসাম্যহীন লোকদের পঞ্চগড় সীমান্ত ব্যবহার করে বাংলাদেশের ভেতরে ঠেলে দিচ্ছে। আর তাই সীমান্ত এলাকার কোথাও কোথাও পুশ ইন ঠেকাতে বিজিবির সাথে রাত জেগে পাহারা বসিয়েছে স্থানীয়রা।

স্থানীয়রা জানান, সীমান্ত এলাকার হাট-বাজার ও রাস্তা-ঘাটে প্রায়ই এসব মানসিক ভারসাম্যহীনদের ঘুরাফেরা করতে দেখা যাচ্ছে। করোনা প্রাদুর্ভাবের আগে এসব ভারসাম্যহীনদের পঞ্চগড়ের কোথাও দেখা যায়নি। এসব লোকদের কোনো পরিচয়ও পাওয়া যাচ্ছে না। সবাই ধারণা করছেন, এসব ভারসাম্যহীন লোক ভারতের বাসিন্দা। কারণ তাদের কথাবার্তা বাংলা নয়।

খোঁজ নিয়ে জানা গেছে, পঞ্চগড়ের বিভিন্ন উপজেলায় প্রায় শতাধিক মানসিক ভারসাম্যহীন মানুষ দেদার ঘুরে বেড়াচ্ছে। এসব ভারসাম্যহীনদের কথাবার্তা ও আচার আচরণ দেখে মনে হচ্ছে, তারা সবাই ভারতের অধিবাসী। কারণ পঞ্চগড়ের তিন দিকে ভারতের সীমান্ত। আর এজন্যই পঞ্চগড় সীমান্ত দিয়ে ভারত থেকে বাংলাদেশে পুশ ইন করার সুযোগ বেশি থাকে।

জানা গেছে, সম্প্রতি পঞ্চগড়ের তেঁতুলিয়া, শিংরোড ও বড়শশী সীমান্তে বিএসএফ পুশ ইনের চেষ্টা করে ব্যর্থ হয়েছে। এরই মধ্যে পুশ ইন ঠেকাতে সীমান্ত এলাকায় বিজিবির পাশাপাশি স্থানীয়রা রাত জেগে পাহারা দিচ্ছে।

পঞ্চগড় সদর উপজেলার শিংরোড সীমান্ত এলাকার ফারুক আহমেদ বলেন, প্রায়ই শোনা যায় বিএসএফ সীমান্ত দিয়ে বাংলাদেশে পাগল পুশ ইন করবে। এমন খবর শুনলেই আমরা বিজিবির সঙ্গে মিলে পুশ ইন ঠেকাতে রাত জেগে সীমান্ত পাহারা দেই।

তেঁতুলিয়া ইউনিয়নের চেয়ারম্যান কাজী আনিসুর রহমান বলেন, আমাদের সকলের ধারণা এই পাগলগুলো প্রতিবেশী দেশ ভারত থেকে আসা। কিছুদিন আগেও মহানন্দা নদী দিয়ে একজন পাগলকে তারা বাংলাদেশে ঠেলে দেয়ার চেষ্টা করে। পরে বিজিবি সেটি প্রতিহত করে। আমার মনে হয় উচ্চ পর্যায়ে কথা বলে এর একটা সমাধান করা দরকার।

তেঁতুলিয়া উপজেলা পরিষদের চেয়ারম্যান কাজী মাহমুদুর রহমান ডাবলু বলেন, এমনিতেই এলাকার মানুষ করোনা আতঙ্কে রয়েছে। এর মধ্যে বিএসএফ ভারতীয়দের বাংলাদেশে ঢুকিয়ে দিচ্ছে। আমরা বিজিবি কর্মকর্তাদের সাথে কথা বলেছি। এছাড়া উপজেলার বিভিন্ন এলাকায় ঘুরে বেড়ানো মানসিক ভারসাম্যহীনদের জন্য আমরা খাবারের ব্যবস্থা করেছি।

তেঁতুলিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবুল কাশেম বলেন, করোনা পরিস্থিতিতে মানসিক ভারসাম্যহীনদের থেকে নিরাপদ দূরত্ব বজায় রাখতে হবে। কারণ তারা করোনায় আক্রান্ত কিনা তা আমরা নিশ্চিত নই।

এব্যাপারে পঞ্চগড় ১৮ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার আনিসুর রহমান বলেন, সীমান্ত দিয়ে পুশ ইনের কোনো সুযোগ নেই। করোনা পরিস্থিতিতে সীমান্তে নজরদারি বাড়ানো হয়েছে।

পঞ্চগড়-২ আসনের সাংসদ রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন ভিনদেশি মানসিক ভারসাম্যহীনদের আনাগোনা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

 

টাইমস/এসএন

Share this news on:

সর্বশেষ

img
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের লক্ষ্য জানালেন সাকিব Apr 25, 2024
img
গাজায় ২০ জনকে জীবন্ত কবর দেয়ার অভিযোগ Apr 25, 2024
img
দীর্ঘ তাপপ্রবাহে রেকর্ড, কতদিন থাকবে জানাল অধিদপ্তর Apr 25, 2024
img
শিক্ষক নিয়োগ: পরীক্ষা শুরুর কয়েক মিনিট আগে হাতে পৌঁছে যেত উত্তরপত্র Apr 25, 2024
img
বাংলাদেশের উন্নয়নের দিকে তাকালে আমরা লজ্জা পাই: পাকিস্তানের প্রধানমন্ত্রী Apr 25, 2024
img
রবিবার খুলছে শিক্ষাপ্রতিষ্ঠান, শনিবারও চলবে ক্লাস Apr 25, 2024
img
এক দিনের ব্যবধানে আরও কমলো স্বর্ণের দাম Apr 25, 2024
img
চুয়েট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা, শিক্ষার্থীদের হল ছাড়ার নির্দেশ Apr 25, 2024
img
যেকোনো উপায়ে ক্ষমতায় আসার জন্য মরিয়া বিএনপি: কাদের Apr 25, 2024
img
শিক্ষাপ্রতিষ্ঠান খোলার বিষয়ে সিদ্ধান্ত শনিবার: শিক্ষা প্রতিমন্ত্রী Apr 25, 2024